ETV Bharat / state

Armed Man Tries to Enter CM's House: নূরের সঠিক পরিচয় জানতে বিএসএফ-এর সঙ্গে যোগাযোগ করছে লালবাজার - নূর আমিন

KP contacts BSF to know Nur Amin's Identity: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে পুলিশের স্টিকার লাগানো গাড়ি থেকে যাঁকে আটক করা হয়েছে, সেই নূর আমিনের প্রকৃত পরিচয় জানতে বিএসএফ-এর সঙ্গে যোগাযোগ করছে পুলিশ ৷

Armed Man Tries to Enter CM's House
Armed Man Tries to Enter CM's House
author img

By

Published : Jul 21, 2023, 3:58 PM IST

কলকাতা, 21 জুলাই: মার্টিন পাড়া লেনে থাকতেন নূর আমিন । এলাকার বাসিন্দারা তাঁকে চেনেন । তাঁরা জানতেন, নূর ইনটেরিয়ারের কাজ করেন । কিন্তু তাঁর গাড়িতে পুলিশের এবং জাতীয় মানবাধিকার লেখা স্টিকার থাকত । কিন্তু তিনি কেন নিজের গাড়িতে পুলিশের স্টিকার ব্যবহার করতেন, সেই সম্পর্কে এলাকার বাসিন্দারা কিছুই বলতে পারেননি । তাই নূর আমিনের প্রকৃত পরিচয় জানতে বিএসএফ-এর সঙ্গে যোগাযোগ করছে কলকাতা পুলিশ ৷ কারণ নূরের কাছ থেকে মিলেছে বিএসএফ-এর আইডি কার্ড ৷

গাড়িতে পুলিশের স্টিকার: আনন্দপুর থানা এলাকার মার্টিন পাড়া লেনে শেখ নূর আমিনের ইন্টেরিয়ারের ব্যবসা ছিল । বছর খানেক আগে তিনি একটি গাড়ি কেনেন । এলাকার বাসিন্দারা দাবি করছেন, গাড়ি কেনার এক সপ্তাহ পর থেকেই গাড়িতে পুলিশ ও জাতীয় মানবাধিকার সংস্থার স্টিকার লাগিয়ে ঘুরে বেড়াতেন নূর আমিন ।

বিএসএফ-এর সঙ্গে যোগাযোগ করছে পুলিশ: চার চাকা গাড়ি কেনার পর তিনি একটি রয়্যাল এনফিল্ডও কিনেছিলেন । সেই বাইকটিও রাখা রয়েছে নূর আমিনের বাড়ির সামনে । নূর আমিনের কাছে বর্ডার সিকিওরিটি ফোর্স বা বিএসএফ-এর আইডি কার্ড কীভাবে পৌঁছল, তা জানার জন্য ইতিমধ্যেই বিএসএফ-এর সঙ্গে যোগাযোগ করেছে কলকাতা পুলিশ । তবে এ দিনের ঘটনার পর আনন্দপুর থানার পুলিশ নূর আমিনের বাড়ির সামনে যায় ও এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে । জানা গিয়েছে, বছর দুয়েক আগে ওই এলাকাতেই একটি বাড়ি কেনেন নূর ।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে আটক যুবক মানসিক সমস্যায় আক্রান্ত, দাবি স্ত্রী'র

মিলেছে একাধিক আই-কার্ড: নূরের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক আই-কার্ড ৷ তার মধ্যে সীমান্ত রক্ষী বাহিনীর নথি পেয়েছেন তদন্তকারীরা । ফলে এ বার এই নিয়ে বিএসএফ-এর সঙ্গে কথা বলছেন কলকাতা পুলিশের এসটিএফ-এর গোয়েন্দারা । তদন্তে নেমে প্রাথমিক ভাবে তদন্তকারীরা জানতে পেরেছেন যে, বিএসএফ-কে কোনও বস্তু রফতানি করতেন নূর । তবে তার সত্যতা যাচাই করা হয়নি । এই সত্যতা যাচাই করার জন্যই এ বার বিএসএফ-এর সঙ্গে কথা বলছেন কলকাতা পুলিশের গোয়েন্দারা ।

মুখ্যমন্ত্রীর বাড়ির গলিতে ঢোকার চেষ্টা: লালবাজার সূত্রের খবর, এ দিন দুপুরে এই ঘটনা যখন ঘটছে, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কালীঘাটের বাসভবনেই ছিলেন । ধর্মতলায় তৃণমূলের 21 জুলাইয়ের সমাবেশের জন্য প্রস্তুত ছিলেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষীরা । বাড়ি থেকে বেরনোর কথা ছিল সেই সময়ই । তার আগেই তাঁর বাড়ির গলির ভিতর ঢোকার চেষ্টা করতে দেখা যায় নূরকে । পুলিশের স্টিকার লাগানো কালো রঙের একটি গাড়িতে ওই যুবককে অপেক্ষা করতে দেখে পুলিশের সন্দেহ হয় । তারা ওই গাড়িটির দিকে এগোতেই সেটি মুখ্যমন্ত্রীর বাড়ির গলিতে ঢোকার চেষ্টা করে ।

কলকাতা, 21 জুলাই: মার্টিন পাড়া লেনে থাকতেন নূর আমিন । এলাকার বাসিন্দারা তাঁকে চেনেন । তাঁরা জানতেন, নূর ইনটেরিয়ারের কাজ করেন । কিন্তু তাঁর গাড়িতে পুলিশের এবং জাতীয় মানবাধিকার লেখা স্টিকার থাকত । কিন্তু তিনি কেন নিজের গাড়িতে পুলিশের স্টিকার ব্যবহার করতেন, সেই সম্পর্কে এলাকার বাসিন্দারা কিছুই বলতে পারেননি । তাই নূর আমিনের প্রকৃত পরিচয় জানতে বিএসএফ-এর সঙ্গে যোগাযোগ করছে কলকাতা পুলিশ ৷ কারণ নূরের কাছ থেকে মিলেছে বিএসএফ-এর আইডি কার্ড ৷

গাড়িতে পুলিশের স্টিকার: আনন্দপুর থানা এলাকার মার্টিন পাড়া লেনে শেখ নূর আমিনের ইন্টেরিয়ারের ব্যবসা ছিল । বছর খানেক আগে তিনি একটি গাড়ি কেনেন । এলাকার বাসিন্দারা দাবি করছেন, গাড়ি কেনার এক সপ্তাহ পর থেকেই গাড়িতে পুলিশ ও জাতীয় মানবাধিকার সংস্থার স্টিকার লাগিয়ে ঘুরে বেড়াতেন নূর আমিন ।

বিএসএফ-এর সঙ্গে যোগাযোগ করছে পুলিশ: চার চাকা গাড়ি কেনার পর তিনি একটি রয়্যাল এনফিল্ডও কিনেছিলেন । সেই বাইকটিও রাখা রয়েছে নূর আমিনের বাড়ির সামনে । নূর আমিনের কাছে বর্ডার সিকিওরিটি ফোর্স বা বিএসএফ-এর আইডি কার্ড কীভাবে পৌঁছল, তা জানার জন্য ইতিমধ্যেই বিএসএফ-এর সঙ্গে যোগাযোগ করেছে কলকাতা পুলিশ । তবে এ দিনের ঘটনার পর আনন্দপুর থানার পুলিশ নূর আমিনের বাড়ির সামনে যায় ও এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে । জানা গিয়েছে, বছর দুয়েক আগে ওই এলাকাতেই একটি বাড়ি কেনেন নূর ।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে আটক যুবক মানসিক সমস্যায় আক্রান্ত, দাবি স্ত্রী'র

মিলেছে একাধিক আই-কার্ড: নূরের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক আই-কার্ড ৷ তার মধ্যে সীমান্ত রক্ষী বাহিনীর নথি পেয়েছেন তদন্তকারীরা । ফলে এ বার এই নিয়ে বিএসএফ-এর সঙ্গে কথা বলছেন কলকাতা পুলিশের এসটিএফ-এর গোয়েন্দারা । তদন্তে নেমে প্রাথমিক ভাবে তদন্তকারীরা জানতে পেরেছেন যে, বিএসএফ-কে কোনও বস্তু রফতানি করতেন নূর । তবে তার সত্যতা যাচাই করা হয়নি । এই সত্যতা যাচাই করার জন্যই এ বার বিএসএফ-এর সঙ্গে কথা বলছেন কলকাতা পুলিশের গোয়েন্দারা ।

মুখ্যমন্ত্রীর বাড়ির গলিতে ঢোকার চেষ্টা: লালবাজার সূত্রের খবর, এ দিন দুপুরে এই ঘটনা যখন ঘটছে, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কালীঘাটের বাসভবনেই ছিলেন । ধর্মতলায় তৃণমূলের 21 জুলাইয়ের সমাবেশের জন্য প্রস্তুত ছিলেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষীরা । বাড়ি থেকে বেরনোর কথা ছিল সেই সময়ই । তার আগেই তাঁর বাড়ির গলির ভিতর ঢোকার চেষ্টা করতে দেখা যায় নূরকে । পুলিশের স্টিকার লাগানো কালো রঙের একটি গাড়িতে ওই যুবককে অপেক্ষা করতে দেখে পুলিশের সন্দেহ হয় । তারা ওই গাড়িটির দিকে এগোতেই সেটি মুখ্যমন্ত্রীর বাড়ির গলিতে ঢোকার চেষ্টা করে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.