কলকাতা, 2 জুন: মাঝে মাঝেই রাজ্যে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কটাক্ষ করে বলেন 'কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী' । 2021 বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জয় পান শুভেন্দু ৷ এবার কার্যত তাঁর জয় নিয়েই প্রশ্ন তুলে দিলেন একদা হলদিয়ার দাপুটে নেতা তথা লক্ষ্মণ শেঠ । শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে, তাঁর রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে এসে কার্যত শুভেন্দু অধিকারীর জয় নিয়ে প্রশ্ন তুলে দিলেন তিনি । সরাসরি বলেও বসলেন নন্দীগ্রামে শুভেন্দুর জয় অবৈধ ।
এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আচমকাই লক্ষ্মণ শেঠ বলেন,"নন্দীগ্রামে যে নির্বাচনে উনি জিতেছেন ওই এলাকায় আমি প্রত্যেকটা বাড়ি চিনি । আমার মনে হয় ওই যে নির্বাচনটা তিনি জিতলেন সেটা বৈধ নয় । সেখানে কারচুপি করা হয়েছে বলে মনে হয় আমার । সেখানে আলো বন্ধ করে দশকে বিশ করা হয়েছে ।"
এদিন প্রাক্তন সিপিএম নেতা লক্ষ্মণ শেঠের আরও অভিযোগ, নন্দীগ্রাম মুসলিম প্রধান এলাকা ৷ ওখানে বিজেপি জিততে পারে না । একই সঙ্গে তিনি এও বলেছেন, এই মুহূর্তে নন্দীগ্রামে ভোটের ফল আদালতে বিচারাধীন রয়েছে । ফলে এই নিয়ে বেশি মন্তব্য করা উচিত হবে না । তবে তাঁর বিশ্বাস, আদালতের রায়ে সব কিছু স্পষ্ট হবে ।
উল্লেখ্য, নন্দীগ্রাম বিধানসভার নির্বাচনের ফল প্রকাশের পর মূলত একই কথা শোনা গিয়েছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় । এরপরে এই নিয়ে তিনি আদালতের দ্বারস্থও হন । এই মুহূর্তে বিষয়টি আদালতে বিচারাধীন । এদিন লক্ষ্মণ শেঠ সেই বিষয়টিকেই আবার নতুন করে উসকে দিলেন । শুধু একটি বিষয় নয় আরও কয়েকটি বিষয়ে তৃণমূলের বক্তব্যের সঙ্গে লক্ষ্মণ শেঠের অভিযোগ মিলে গিয়েছে এদিন । এই সাংবাদিক সম্মেলন থেকেই তিনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে হলদিয়াতে টাকা তোলার অভিযোগ করেছেন । তবে একইসঙ্গে তিনিও বলেছেন এই মুহূর্তে তার কাছে এই নিয়ে কোনও প্রমাণ নেই ।
আরও পড়ুন: 74 বছর বয়সে সেকেন্ড ইনিংস! অরুণলাল-আশিসের পর বিয়ে করলেন লক্ষ্মণ শেঠ
এদিন এই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ । লক্ষ্মণ শেঠের অভিযোগকে তুলে ধরে এদিন তাঁকে প্রশ্ন করা হলে কুণাল বলেন,"লক্ষ্মণ শেঠ হলদিয়ার পুরনো বাসিন্দা । তাঁর সঙ্গে, তাঁর কিছু কাজের সঙ্গে আমাদের মতের অমিল আছে । তবে হলদিয়ার ক্ষেত্রে শুভেন্দু সেখানকার উন্নয়ন করেনি, উন্নতি আটকে রেখেছে, সেটা কিছুটা ব্যক্তি স্বার্থকেন্দ্রিক ৷ একজন হলদিয়াবাসী হিসেবে লক্ষ্মণ শেঠ যদি কথাগুলি বলে থাকেন এটা তাঁর অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন ।" তবে বিচারাধীন বিষয় বলে নন্দীগ্রামের ফল নিয়ে কিছু বলতে চায়নি তৃণমূল নেতৃত্ব ৷