ETV Bharat / state

Kunal Ghosh: শিশির অধিকারীর আয়বৃদ্ধির তথ্য দিয়ে মোদি-শাহ ও ইডি-সিবিআইকে চিঠি কুণালের - অমিত শাহ

Sisir Adhikary documents: শিশির অধিকারীর আয়বৃদ্ধির তথ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ইডি ও সিবিআইকে চিঠি পাঠালেন কুণাল ঘোষ ৷

Kunal Ghosh
কুণাল ঘোষ
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 8, 2023, 4:51 PM IST

Updated : Nov 8, 2023, 7:18 PM IST

মোদি-শাহ ও ইডি-সিবিআইকে চিঠি কুণালের

কলকাতা, 8 নভেম্বর: শিশির অধিকারীর আয়বৃদ্ধির তথ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র তথা দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ । একইসঙ্গে, তিনি চিঠি পাঠিয়েছেন সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকেও ৷ বুধবার কলকাতায় সাংবাদিক সম্মেলন করে এই চিঠি দেওয়ার কথা জানিয়েছেন কুণাল ঘোষ । সারদা কর্তার চিঠি এবং আয়বৃদ্ধির তথ্যকে মিলিয়ে এই অভিযোগ এনেছেন তৃণমূল মুখপাত্র ।

এ দিন তিনি বলেন, "শিশির অধিকারীর যে ঘোষিত সম্পদ রয়েছে, তাতে একটা বড়সড় পরিবর্তন এসেছে বলে দেখা যাচ্ছে ওয়েবসাইটে । 2009 সালে তিনি যখন কেন্দ্রীয় মন্ত্রী হলেন, তখন তাঁর সম্পত্তি ছিল 10 লাখের । আবার 2011 সালে তা হয় 15 লাখ, 2012 সালে হয় 10 কোটি টাকা । কীভাবে এটা হতে পারে ! পরবর্তীতে সেটা আবার কমানো হয়েছে । এ ক্ষেত্রে আমার প্রশ্ন, এই তথ্যটা ঠিক না ভুল শিশিরবাবু আগে বলুন । যদি ভুল হয় ওয়েবসাইটে সেটা ঠিক করে দিন। যদি ঠিক হয় এবং এক বছরে যদি তার আয় 10 কোটি টাকা বাড়ে তাহলে তা অত্যন্ত সন্দেহপূর্ণ ।"

এ দিন কুণাল ঘোষ আরও বলেন যে, "আমি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ইডি এবং সিবিআইয়ের কাছে চিঠি দিয়ে বলেছি, সারদা তদন্তের সময় সারদা কর্তা সুদীপ্ত সেন যে চিঠি জমা দিয়েছিলেন, তাতে সে সময় তাঁর পরিবারের বিরুদ্ধে ভুল বুঝিয়ে রাখতে টাকা দিতে বাধ্য করার অভিযোগ রয়েছে । সময়টা 2011-12 । শিশির অধিকারীর আয় একলাখে বেড়ে গেল 2012 সালে যদি ওই ডিক্লারেশন সত্যি হয় । প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ইডি-সিবিআইয়ের যেহেতু গোটা বিষয়কে একই টাইম ফ্রেমে হচ্ছে, সারদা কেলেঙ্কারির তদন্তের অধীনে এই বিষয়টি তদন্ত করা হোক । সিবিআই এর ক্ষেত্রে আরসি-6/14 এই মামলার অধীনে তদন্ত করা হোক ৷ প্রয়োজনে আমরা সব ধরনের সাহায্য করব । একইসঙ্গে কাঁথি পৌরসভায় কর্তার যে টাকা পড়ে রয়েছে তা উদ্ধারের কথাও জানিয়েছেন তিনি ।"

আরও পড়ুন: এক বছরে 10 কোটি টাকা সম্পত্তি বৃদ্ধি শুভেন্দুর বাবার ! অধিকারী পরিবারকে নিশানা কুণালের

মোদি-শাহ ও ইডি-সিবিআইকে চিঠি কুণালের

কলকাতা, 8 নভেম্বর: শিশির অধিকারীর আয়বৃদ্ধির তথ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র তথা দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ । একইসঙ্গে, তিনি চিঠি পাঠিয়েছেন সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকেও ৷ বুধবার কলকাতায় সাংবাদিক সম্মেলন করে এই চিঠি দেওয়ার কথা জানিয়েছেন কুণাল ঘোষ । সারদা কর্তার চিঠি এবং আয়বৃদ্ধির তথ্যকে মিলিয়ে এই অভিযোগ এনেছেন তৃণমূল মুখপাত্র ।

এ দিন তিনি বলেন, "শিশির অধিকারীর যে ঘোষিত সম্পদ রয়েছে, তাতে একটা বড়সড় পরিবর্তন এসেছে বলে দেখা যাচ্ছে ওয়েবসাইটে । 2009 সালে তিনি যখন কেন্দ্রীয় মন্ত্রী হলেন, তখন তাঁর সম্পত্তি ছিল 10 লাখের । আবার 2011 সালে তা হয় 15 লাখ, 2012 সালে হয় 10 কোটি টাকা । কীভাবে এটা হতে পারে ! পরবর্তীতে সেটা আবার কমানো হয়েছে । এ ক্ষেত্রে আমার প্রশ্ন, এই তথ্যটা ঠিক না ভুল শিশিরবাবু আগে বলুন । যদি ভুল হয় ওয়েবসাইটে সেটা ঠিক করে দিন। যদি ঠিক হয় এবং এক বছরে যদি তার আয় 10 কোটি টাকা বাড়ে তাহলে তা অত্যন্ত সন্দেহপূর্ণ ।"

এ দিন কুণাল ঘোষ আরও বলেন যে, "আমি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ইডি এবং সিবিআইয়ের কাছে চিঠি দিয়ে বলেছি, সারদা তদন্তের সময় সারদা কর্তা সুদীপ্ত সেন যে চিঠি জমা দিয়েছিলেন, তাতে সে সময় তাঁর পরিবারের বিরুদ্ধে ভুল বুঝিয়ে রাখতে টাকা দিতে বাধ্য করার অভিযোগ রয়েছে । সময়টা 2011-12 । শিশির অধিকারীর আয় একলাখে বেড়ে গেল 2012 সালে যদি ওই ডিক্লারেশন সত্যি হয় । প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ইডি-সিবিআইয়ের যেহেতু গোটা বিষয়কে একই টাইম ফ্রেমে হচ্ছে, সারদা কেলেঙ্কারির তদন্তের অধীনে এই বিষয়টি তদন্ত করা হোক । সিবিআই এর ক্ষেত্রে আরসি-6/14 এই মামলার অধীনে তদন্ত করা হোক ৷ প্রয়োজনে আমরা সব ধরনের সাহায্য করব । একইসঙ্গে কাঁথি পৌরসভায় কর্তার যে টাকা পড়ে রয়েছে তা উদ্ধারের কথাও জানিয়েছেন তিনি ।"

আরও পড়ুন: এক বছরে 10 কোটি টাকা সম্পত্তি বৃদ্ধি শুভেন্দুর বাবার ! অধিকারী পরিবারকে নিশানা কুণালের

Last Updated : Nov 8, 2023, 7:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.