ETV Bharat / state

Kunal Ghosh statement on Buddhadev: 'বুদ্ধদেবকে মহাপুরুষ সাজানো হচ্ছে', কুণালের বক্তব্যে রাজনৈতিক বিতর্ক চরমে

অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। প্রাক্তন মুখ্য়মন্ত্রীর সুস্থতা কামনা করেও তাঁকে মহাপুরুষ সাজানোর চেষ্টা করা হচ্ছে বলে আক্রমণ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ৷ পালটা কুণালকে বিঁধল বাম-বিজেপি ৷

Kunal Ghosh statement on Buddhadev
কুণালের বক্তব্যে রাজনৈতিক বিতর্ক চরমে
author img

By

Published : Jul 30, 2023, 8:24 PM IST

কলকাতা, 30 জুলাই: বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে কুণাল ঘোষের বক্তব্যে নয়া বিতর্ক। প্রাক্তন মুখ্য়মন্ত্রীর সুস্থতা কামনা করেও তাঁকে মহাপুরুষ সাজানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন কুণাল ৷ আর তৃণমূল মুখপাত্রের এই মন্তব্যের পালটা তীব্র আক্রমণ শানালেন বিজেপি রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। একইভাবে আক্রমণ করলেন সিপিএম নেতা শতরূপ ঘোষও।

শনিবার থেকে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। প্রাক্তন মুখ্যমন্ত্রীর অসুস্থ হওয়ার খবর আসতেই একাধিক রাজনৈতিক নেতা থেকে শুরু করে বিশিষ্টরা উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকেই হাসপাতালে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখে এসেছেন। হাসপাতালে গিয়েছেন রাজ্যপাল ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রতিনিয়ত প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন। আর তা নিয়েই রবিবার প্রতিক্রিয়া দেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। আর তাঁর বক্তব্যেই রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে।

এদিন বুদ্ধবাবু সম্পর্কে বলতে গিয়ে কুণাল ঘোষ বলেন, "প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দ্রুত আরোগ্য কামনা করি। তিনি সুস্থ হয়ে উঠুন এবং তিনি দীর্ঘদিন সুস্থ শরীরে থাকুন। কিন্তু তাঁর সুস্থতা কামনা করতে গিয়ে যে বা যারা তাঁকে মহাপুরুষ সাজানোর চেষ্টা করছেন সেটা না করলেই ভালো হয়। কারণ বুদ্ধদেব ভট্টাচার্যের জমানায় সিপিএম অত্যন্ত খারাপ কাজ করেছে। এবং বুদ্ধবাবুর ঔদ্ধত্য বহু ক্ষতি কাজ করেছে।" তিনি আরও বলেন, "বুদ্ধদেববাবু অত্যন্ত অসুস্থ রয়েছেন। বিভিন্ন চিকিৎসা সামগ্রির সাপোর্ট সিস্টেম কাজ করছে। আমরা চাই তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। হাসপাতালে তাঁকে কে দেখতে যাচ্ছেন কে যাচ্ছেন না, তা আমি বলতে পারব না। তাঁকে দেখতে গিয়ে খুব কার্যকরী কাজ সেখানে হবে বলে মনে হয় না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সব রকম খোঁজ খবর রাখছেন। দায়িত্বশীল অভিভাবিকার মতো খোঁজ খবর রাখছেন।"

কুণালের দাবি, দল এবং তিনি ব্যক্তিগতভাবেও চাইছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী দ্রুত সুস্থ হয়ে উঠুন। প্রসঙ্গত, কুণাল ঘোষের এই বক্তব্যে প্রকাশ্যে আসতেই তা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, "কুণাল ঘোষের শিক্ষা-দীক্ষা, রুচি নিয়ে বলতে চাই না। ব্যক্তিগত আক্রমণ হয়ে যাবে। তাঁর বক্তব্যই শিক্ষা, রুচির পরিচয় দেয়। ওঁর যেমন শিক্ষা, রুচি আছে উনি তার পরিচয় দিয়েছেন। বুদ্ধবাবুর সঙ্গে আদর্শগতভাবে আমাদের বিরোধিতা আছে। তাঁদের নীতিতে আমরা বিশ্বাসী নই ৷ বামপন্থা নিয়ে আমাদের বিরোধিতা আছে। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বহুদিন তিনি কাজ করেছেন। তবে কেউ আঙ্গুল তুলে তাঁকে চোর বলতে পারেনি। সেই ব্যক্তি মৃত্যু শয্যায় লড়াই করছেন। দ্রুত আরোগ্য কামনা করছি ৷"

আরও পড়ুন: এখনও সংকটজনক বুদ্ধদেব, বিকেলের মেডিক্যাল বুলেটিনে জানাল হাসপাতাল

কুণাল ঘোষের এই বক্তব্য নিয়ে পালটা প্রতিক্রিয়া দিয়েছেন সিপিএম নেতা শতরূপ ঘোষও। তিনি বলেন, "আমরা কুণাল ঘোষেরও দ্রুত আরোগ্য কামনা করছি। তাঁর এই মানসিক বিকৃতি থেকে দ্রুত সুস্থ হয়ে উঠুন। এর জন্য কোনও রাজনীতি জানার দরকার নেই। ছোট থেকেই আমরা শিখে এসেছি, কোনও মানুষ যখন চরম অসুস্থ তিনি যখন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন যতই রাজনৈতিক বিরোধিতা থাকুক তাঁর সমালোচনা আমরা করি না। কুণালবাবু যা বলেছেন তা তাঁর মানসিক বিকৃতির পরিচয়।"

কলকাতা, 30 জুলাই: বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে কুণাল ঘোষের বক্তব্যে নয়া বিতর্ক। প্রাক্তন মুখ্য়মন্ত্রীর সুস্থতা কামনা করেও তাঁকে মহাপুরুষ সাজানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন কুণাল ৷ আর তৃণমূল মুখপাত্রের এই মন্তব্যের পালটা তীব্র আক্রমণ শানালেন বিজেপি রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। একইভাবে আক্রমণ করলেন সিপিএম নেতা শতরূপ ঘোষও।

শনিবার থেকে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। প্রাক্তন মুখ্যমন্ত্রীর অসুস্থ হওয়ার খবর আসতেই একাধিক রাজনৈতিক নেতা থেকে শুরু করে বিশিষ্টরা উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকেই হাসপাতালে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখে এসেছেন। হাসপাতালে গিয়েছেন রাজ্যপাল ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রতিনিয়ত প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন। আর তা নিয়েই রবিবার প্রতিক্রিয়া দেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। আর তাঁর বক্তব্যেই রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে।

এদিন বুদ্ধবাবু সম্পর্কে বলতে গিয়ে কুণাল ঘোষ বলেন, "প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দ্রুত আরোগ্য কামনা করি। তিনি সুস্থ হয়ে উঠুন এবং তিনি দীর্ঘদিন সুস্থ শরীরে থাকুন। কিন্তু তাঁর সুস্থতা কামনা করতে গিয়ে যে বা যারা তাঁকে মহাপুরুষ সাজানোর চেষ্টা করছেন সেটা না করলেই ভালো হয়। কারণ বুদ্ধদেব ভট্টাচার্যের জমানায় সিপিএম অত্যন্ত খারাপ কাজ করেছে। এবং বুদ্ধবাবুর ঔদ্ধত্য বহু ক্ষতি কাজ করেছে।" তিনি আরও বলেন, "বুদ্ধদেববাবু অত্যন্ত অসুস্থ রয়েছেন। বিভিন্ন চিকিৎসা সামগ্রির সাপোর্ট সিস্টেম কাজ করছে। আমরা চাই তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। হাসপাতালে তাঁকে কে দেখতে যাচ্ছেন কে যাচ্ছেন না, তা আমি বলতে পারব না। তাঁকে দেখতে গিয়ে খুব কার্যকরী কাজ সেখানে হবে বলে মনে হয় না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সব রকম খোঁজ খবর রাখছেন। দায়িত্বশীল অভিভাবিকার মতো খোঁজ খবর রাখছেন।"

কুণালের দাবি, দল এবং তিনি ব্যক্তিগতভাবেও চাইছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী দ্রুত সুস্থ হয়ে উঠুন। প্রসঙ্গত, কুণাল ঘোষের এই বক্তব্যে প্রকাশ্যে আসতেই তা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, "কুণাল ঘোষের শিক্ষা-দীক্ষা, রুচি নিয়ে বলতে চাই না। ব্যক্তিগত আক্রমণ হয়ে যাবে। তাঁর বক্তব্যই শিক্ষা, রুচির পরিচয় দেয়। ওঁর যেমন শিক্ষা, রুচি আছে উনি তার পরিচয় দিয়েছেন। বুদ্ধবাবুর সঙ্গে আদর্শগতভাবে আমাদের বিরোধিতা আছে। তাঁদের নীতিতে আমরা বিশ্বাসী নই ৷ বামপন্থা নিয়ে আমাদের বিরোধিতা আছে। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বহুদিন তিনি কাজ করেছেন। তবে কেউ আঙ্গুল তুলে তাঁকে চোর বলতে পারেনি। সেই ব্যক্তি মৃত্যু শয্যায় লড়াই করছেন। দ্রুত আরোগ্য কামনা করছি ৷"

আরও পড়ুন: এখনও সংকটজনক বুদ্ধদেব, বিকেলের মেডিক্যাল বুলেটিনে জানাল হাসপাতাল

কুণাল ঘোষের এই বক্তব্য নিয়ে পালটা প্রতিক্রিয়া দিয়েছেন সিপিএম নেতা শতরূপ ঘোষও। তিনি বলেন, "আমরা কুণাল ঘোষেরও দ্রুত আরোগ্য কামনা করছি। তাঁর এই মানসিক বিকৃতি থেকে দ্রুত সুস্থ হয়ে উঠুন। এর জন্য কোনও রাজনীতি জানার দরকার নেই। ছোট থেকেই আমরা শিখে এসেছি, কোনও মানুষ যখন চরম অসুস্থ তিনি যখন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন যতই রাজনৈতিক বিরোধিতা থাকুক তাঁর সমালোচনা আমরা করি না। কুণালবাবু যা বলেছেন তা তাঁর মানসিক বিকৃতির পরিচয়।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.