কলকাতা, 2 জানুয়ারি: প্রথমে ফিরহাদ হাকিম, পরে তাপস রায়, আর এবার কুণাল ঘোষ; সকলেই মঙ্গলবার দিনভর বোঝাতে চাইলেন যে নবীন প্রবীণ দ্বন্দ্বের কথা যতই বলা হোক না কেন তৃণমূল কংগ্রেসে কোনও দ্বন্দ্ব নেই । নির্বাচনের প্রশ্নে ঐক্যবদ্ধ তৃণমূল । কিন্তু এই বক্তব্যের দিনই তৃণমূল যুব নেতাদের একাংশ সোশাল মিডিয়ায় পোস্ট করতে শুরু করেছেন সেনাপতি ছাড়া যুদ্ধ জয় অসম্ভব ।
সাধন পান্ডের কন্যা শ্রেয়া পান্ডে থেকে শুরু করে তৃণমূল যুব কংগ্রেসের মুখপাত্র ঋজু দত্ত, এমনকি হাওড়া তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্র-সহ একদল তৃণমূল যুবনেতার ফেসবুক পোস্টে জ্বলজ্বল করছে এই বার্তা । আর তাকে কেন্দ্র করে আরও একবার প্রকাশ্যে নবীন প্রবীণ দ্বন্দ্ব । তৃণমূল কংগ্রেসের অন্দরে অভিষেককেই সেনাপতি হিসাবে দেখানো হয়েছে । গত কয়েকদিন তাঁর অভিমান ও তাঁকে কেন্দ্র করে নবীন প্রবীণের যে দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে সেখানে দাঁড়িয়ে এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ।
মঙ্গলবার যুব নেতাদের এই ফেসবুক পোস্ট নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ই শেষ কথা । তাঁর নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেসের লড়াই চলছে এবং চলবে । কে কী পোস্ট করেছে সে সম্পর্কে এই মুহূর্তেই আমার পক্ষে বলা সম্ভব নয় । আপনাদের সঙ্গে যখন কথা বলছি তখন আমার ফোন বন্ধ রয়েছে । মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস চলছে এবং চলবে । মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, থাকবেন । যে বা যারাই পোস্ট করুন পুরো বার্তাটা থাকলেই ভালো হয় ।"
এই ধরনের পোস্ট নিয়ে সমর্থনের বিষয়ে কুণাল ঘোষ বলেন, "আমি এই নিয়ে মন্তব্য করব না । মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী, তিনি সমস্ত আন্দোলনের শেষ কথা । যে বা যারাই পোস্ট করছেন কমপ্লিট মেসেজটা থাকলে কোনও ভুল বোঝাবুঝি হবে না ৷" যদিও কুণালের আগে একই সুরেই ফিরহাদ হাকিম জানিয়ে দেন, তাঁদের নেত্রীই দলের শেষ কথা।
আরও পড়ুন :
1 'অভিনয় করলে দাদা সাহেব ফালকে পেতেন সুদীপ', লোকসভার দলনেতাকে কটাক্ষ তাপসের
2 'মমতাই শেষ কথা', প্রবীণ-নবীন দ্বন্দ্ব নিয়ে সাফ বার্তা মন্ত্রী ফিরহাদের
3 অভিষেক পিছিয়ে যাবেন না, প্রতিষ্ঠা দিবসে সুব্রতের বক্তব্যে বিভাজন দেখছেন কুণাল