ETV Bharat / state

Kunal Tweets on Atiq: 'উত্তরপ্রদেশে 356 ধারা জারির পরিস্থিতি কি হয়নি ?' বিজেপিকে প্রশ্ন কুণালের - উত্তরপ্রদেশে 356 ধারার পরিস্থিতি

বাংলার রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল হলে বিরোধী শিবিরের মুখে 356 ধারা লাগুর কথা শোনা যায় ৷ এদিকে শনিবার রাতে উত্তরপ্রদেশে পুলিশের সামনে আতিক-আশরফের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুতে পালটা সেই প্রশ্নই করলেন কুণাল ঘোষ ৷

Kunal Ghosh
কুণাল ঘোষ
author img

By

Published : Apr 16, 2023, 12:11 PM IST

কলকাতা, 16 এপ্রিল: যোগী রাজ্যে 356 ধারা জারির পরিস্থিতি হয়েছে বলে টুইটে দাবি তৃণমূল নেতা কুণাল ঘোষের ৷ গ্যাংস্টার তথা প্রাক্তন সাংসদ আতিক আহমেদের মৃত্যু দেশের রাজনীতিতে কার্যত ঝড় তুলেছে ৷ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে পুলিশি ঘেরাটোপের মধ্যে হঠাৎ তার মাথা লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় প্রশ্নের মুখে যোগী প্রশাসন ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় আতিক আহমেদ এবং তারপর ভাই আশরফের ৷ গতকাল রাত থেকেই বিরোধী শিবির এ নিয়ে সরব ৷

বাংলায় রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হলে প্রায়শই বিজেপির শীর্ষ নেতারা রাজ্যে 356 ধারা লাগু করার দাবি তোলেন ৷ তৃণমূল সরকার রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সামলাতে পারছে না ৷ এই অভিযোগে সরব হয় গেরুয়া শিবির ৷ এমনকী বিজেপির শীর্ষ নেতারাও রাজ্যে এলে তাঁদের মুখেও রাষ্ট্রপতি শাসন জারির হুঁশিয়ারি শোনা যায় ৷ কিন্তু শনিবার রাতে বিজেপি শাসিত যোগী-রাজ্যে পুলিশের চোখের সামনে আতিক-আশরফকে লক্ষ্য করে গুলি চালায় আততায়ীরা ৷ মৃত্যু হয় দু'জনের ৷

রবিবার সকালে এই ঘটনায় কুণাল ঘোষ বিজেপিকে কটাক্ষ করেন ৷ তিনি টুইটে লেখেন, "পুলিশি হেফাজতের মধ্যে আবার ভয়ঙ্কর হত্যাকাণ্ড ৷" আতিক আহমেদের মৃত্যুর পর উত্তরপ্রদেশের সর্বত্র 144 ধারা জারি হয়েছে ৷ একথা উল্লেখ করে কুণাল লেখেন, "গোটা রাজ্যের সব জেলায় 144 ধারা ।" শনিবার রাতেই উচ্চ-পর্যায়ের বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ পুলিশি টহলদারি চলছে গোটা রাজ্যে ৷ রীতিমতো আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরপ্রদেশে ৷

  • পুলিশি হেফাজতের মধ্যে আবার ভয়ঙ্কর হত্যাকান্ড।
    গোটা রাজ্যের সব জেলায় 144 ধারা।
    উত্তরপ্রদেশে 356 ধারার পরিস্থিতি কি হয়নি?
    বিজেপি কী বলে???

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) April 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এমন অবস্থায় বিজেপির কাছে কুণাল ঘোষের প্রশ্ন, "উত্তরপ্রদেশে 356 ধারার পরিস্থিতি কি হয়নি ? বিজেপি কী বলে ?" ৷ সম্প্রতি রামনবমীর দিন হাওড়ার শিবপুর, উত্তর দিনাজপুরের ডালখোলায় মিছিল হয় ৷ তাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ গুলি চালানো থেকে শুরু করে পাথর ছোড়ার মতো ঘটনা ঘটে ৷ তার রেশ পৌঁছয় রিষড়াতেও ৷ সেই সময়ও রাজ্যে 356 ধারা লাগুর দাবি জানিয়েছিল বিজেপির একটা অংশ ৷ পরে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে রাজ্যে হনুমান জয়ন্তী পালিত হয় ৷ তার আগে কোচবিহারের দিনহাটায় কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে ৷ তারপরও গেরুয়া শিবির রাজ্যে 356 ধারা জারির কথা তুলেছিল ৷ এবার সেই দাবিকে হাতিয়ার করেই বিজেপিকে নিশানা করলেন কুণাল ।

আরও পড়ুন: নিশীথ প্রামাণিকের উপর হামলা! বাংলায় 356 ধারা জারির পরিস্থিতি, জানালেন দিলীপ ঘোষ

কলকাতা, 16 এপ্রিল: যোগী রাজ্যে 356 ধারা জারির পরিস্থিতি হয়েছে বলে টুইটে দাবি তৃণমূল নেতা কুণাল ঘোষের ৷ গ্যাংস্টার তথা প্রাক্তন সাংসদ আতিক আহমেদের মৃত্যু দেশের রাজনীতিতে কার্যত ঝড় তুলেছে ৷ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে পুলিশি ঘেরাটোপের মধ্যে হঠাৎ তার মাথা লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় প্রশ্নের মুখে যোগী প্রশাসন ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় আতিক আহমেদ এবং তারপর ভাই আশরফের ৷ গতকাল রাত থেকেই বিরোধী শিবির এ নিয়ে সরব ৷

বাংলায় রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হলে প্রায়শই বিজেপির শীর্ষ নেতারা রাজ্যে 356 ধারা লাগু করার দাবি তোলেন ৷ তৃণমূল সরকার রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সামলাতে পারছে না ৷ এই অভিযোগে সরব হয় গেরুয়া শিবির ৷ এমনকী বিজেপির শীর্ষ নেতারাও রাজ্যে এলে তাঁদের মুখেও রাষ্ট্রপতি শাসন জারির হুঁশিয়ারি শোনা যায় ৷ কিন্তু শনিবার রাতে বিজেপি শাসিত যোগী-রাজ্যে পুলিশের চোখের সামনে আতিক-আশরফকে লক্ষ্য করে গুলি চালায় আততায়ীরা ৷ মৃত্যু হয় দু'জনের ৷

রবিবার সকালে এই ঘটনায় কুণাল ঘোষ বিজেপিকে কটাক্ষ করেন ৷ তিনি টুইটে লেখেন, "পুলিশি হেফাজতের মধ্যে আবার ভয়ঙ্কর হত্যাকাণ্ড ৷" আতিক আহমেদের মৃত্যুর পর উত্তরপ্রদেশের সর্বত্র 144 ধারা জারি হয়েছে ৷ একথা উল্লেখ করে কুণাল লেখেন, "গোটা রাজ্যের সব জেলায় 144 ধারা ।" শনিবার রাতেই উচ্চ-পর্যায়ের বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ পুলিশি টহলদারি চলছে গোটা রাজ্যে ৷ রীতিমতো আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরপ্রদেশে ৷

  • পুলিশি হেফাজতের মধ্যে আবার ভয়ঙ্কর হত্যাকান্ড।
    গোটা রাজ্যের সব জেলায় 144 ধারা।
    উত্তরপ্রদেশে 356 ধারার পরিস্থিতি কি হয়নি?
    বিজেপি কী বলে???

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) April 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এমন অবস্থায় বিজেপির কাছে কুণাল ঘোষের প্রশ্ন, "উত্তরপ্রদেশে 356 ধারার পরিস্থিতি কি হয়নি ? বিজেপি কী বলে ?" ৷ সম্প্রতি রামনবমীর দিন হাওড়ার শিবপুর, উত্তর দিনাজপুরের ডালখোলায় মিছিল হয় ৷ তাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ গুলি চালানো থেকে শুরু করে পাথর ছোড়ার মতো ঘটনা ঘটে ৷ তার রেশ পৌঁছয় রিষড়াতেও ৷ সেই সময়ও রাজ্যে 356 ধারা লাগুর দাবি জানিয়েছিল বিজেপির একটা অংশ ৷ পরে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে রাজ্যে হনুমান জয়ন্তী পালিত হয় ৷ তার আগে কোচবিহারের দিনহাটায় কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে ৷ তারপরও গেরুয়া শিবির রাজ্যে 356 ধারা জারির কথা তুলেছিল ৷ এবার সেই দাবিকে হাতিয়ার করেই বিজেপিকে নিশানা করলেন কুণাল ।

আরও পড়ুন: নিশীথ প্রামাণিকের উপর হামলা! বাংলায় 356 ধারা জারির পরিস্থিতি, জানালেন দিলীপ ঘোষ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.