ETV Bharat / state

Kunal on Suvendu: 'তোমার কুন কুন জায়গায় ব্যথা', শুভেন্দুকে প্রশ্ন কুণালের - kunal ghosh criticises suvendu adhikari

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ফের কটাক্ষ কুণাল ঘোষের ৷ তৃণমূল নেতার কটাক্ষ, শুভেন্দুর মনোবিদ দেখানো প্রয়োজন ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By

Published : Jul 9, 2023, 4:36 PM IST

কলকাতা, 9 জুলাই: সোশাল মিডিয়ায় এই মুহূর্তে একটি গান খুব প্রচলিত । বলা যেতে পারে জনপ্রিয়ও । এবার বাংলাদেশের সেই গানের কথা দিয়েই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বিঁধলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ । রবিবার এক টুইটে একাধিক বিষয়ের অবতারণা করে শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে একাধিক প্রশ্নবাণ ছুড়ে দিয়েছেন ।

এমনিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্পর্কে বলতে গিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে একাধিক সময়ে নানা কটাক্ষ করতে শোনা গিয়েছে । 'দলবদলু', 'গদ্দার' থেকে শুরু করে 'লোডশেডিংয়ে জেতা বিরোধী দলনেতা' নানা বিশেষণ তিনি দিয়েছেন তাঁকে । তবে এদিন টুইট বার্তায় আরও একধাপ এগিয়ে মজার ছলেই কুণাল শুভেন্দুর কাছে জানতে চাইলেন 'তোমার কুন কুন জায়গায় ব্যথা গো...' ৷

এক ঝলকে দেখে নেওয়া যাক ঠিক কী লিখেছেন কুণাল

এদিনের টুইটবার্তায় তিনি লিখেছেন,"ওওওও শুভেন্দু, সোনারপুরে দাঁড়িয়ে সেদিন বললে, 'নেতাজির জন্মভূমি সোনারপুর ৷' নন্দীগ্রামে রেগে গাড়ির জানলা দিয়ে নামতে যাচ্ছিলে । কাল বললে, 'who is you?' তোমার কুন কুন জাগায় ব্যথা গো? এখনই ইতিহাস, ইংরেজির টিউটর রাখো । রক্তচাপের ওষুধ খাও। আর অবশ্যই মনোবিদ দেখাও ।" উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় রাজ্য নির্বাচন কমিশনে যান শুভেন্দু ৷ কিন্তু কমিশনারের দফতরে ভিতর থেকে তালা দেওয়া দেখে তিনি এককর্মীর উদ্দেশ্যে বলেন, 'হু ইস ইউ' ৷ এই নিয়েই শুভেন্দুকে বিঁধেছেন কুণাল ৷

  • ওওওও শুভেন্দু,
    সোনারপুরে দাঁড়িয়ে সেদিন বললে, 'নেতাজির জন্মভূমি সোনারপুর।'
    নন্দীগ্রামে রেগে গাড়ির জানলা দিয়ে নামতে যাচ্ছিলে।
    কাল বললে,' who is you?'

    তোমার কুন কুন জাগায় ব্যথা গো?

    এখনই ইতিহাস, ইংরেজির টিউটর রাখো। রক্তচাপের ওষুধ খাও। আর অবশ্যই মনোবিদ দেখাও।

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) July 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 'মমতা-অভিষেকের রাজনীতি থেকে অবসর নেওয়া উচিত', কটাক্ষ সুকান্তর

প্রসঙ্গত, শনিবার তৃণমূল কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করার সময় একইভাবে শুভেন্দু অধিকারী সম্পর্কে বলতে গিয়ে কুণাল ঘোষ জানিয়েছিলেন, রাজ্যের বিরোধী দলনেতার চোখ-মুখের অবস্থা ভালো নয় । দেখে মনে হচ্ছে মানসিক অবসাদে আছেন তিনি । শনিবারের পর রবিবার ও কুণাল ঘোষের বক্তব্যে একই ধরনের কটাক্ষ শোনা গিয়েছে । এক্ষেত্রেও তিনি রাজ্যের বিরোধীদল নেতাকে মনোবিদ দেখানোর পরামর্শ দিয়েছেন । এখন দেখার রাজ্যের বিরোধী দলনেতা এই কটাক্ষের পালটা কোনও জবাব দেন কি না ৷

কলকাতা, 9 জুলাই: সোশাল মিডিয়ায় এই মুহূর্তে একটি গান খুব প্রচলিত । বলা যেতে পারে জনপ্রিয়ও । এবার বাংলাদেশের সেই গানের কথা দিয়েই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বিঁধলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ । রবিবার এক টুইটে একাধিক বিষয়ের অবতারণা করে শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে একাধিক প্রশ্নবাণ ছুড়ে দিয়েছেন ।

এমনিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্পর্কে বলতে গিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে একাধিক সময়ে নানা কটাক্ষ করতে শোনা গিয়েছে । 'দলবদলু', 'গদ্দার' থেকে শুরু করে 'লোডশেডিংয়ে জেতা বিরোধী দলনেতা' নানা বিশেষণ তিনি দিয়েছেন তাঁকে । তবে এদিন টুইট বার্তায় আরও একধাপ এগিয়ে মজার ছলেই কুণাল শুভেন্দুর কাছে জানতে চাইলেন 'তোমার কুন কুন জায়গায় ব্যথা গো...' ৷

এক ঝলকে দেখে নেওয়া যাক ঠিক কী লিখেছেন কুণাল

এদিনের টুইটবার্তায় তিনি লিখেছেন,"ওওওও শুভেন্দু, সোনারপুরে দাঁড়িয়ে সেদিন বললে, 'নেতাজির জন্মভূমি সোনারপুর ৷' নন্দীগ্রামে রেগে গাড়ির জানলা দিয়ে নামতে যাচ্ছিলে । কাল বললে, 'who is you?' তোমার কুন কুন জাগায় ব্যথা গো? এখনই ইতিহাস, ইংরেজির টিউটর রাখো । রক্তচাপের ওষুধ খাও। আর অবশ্যই মনোবিদ দেখাও ।" উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় রাজ্য নির্বাচন কমিশনে যান শুভেন্দু ৷ কিন্তু কমিশনারের দফতরে ভিতর থেকে তালা দেওয়া দেখে তিনি এককর্মীর উদ্দেশ্যে বলেন, 'হু ইস ইউ' ৷ এই নিয়েই শুভেন্দুকে বিঁধেছেন কুণাল ৷

  • ওওওও শুভেন্দু,
    সোনারপুরে দাঁড়িয়ে সেদিন বললে, 'নেতাজির জন্মভূমি সোনারপুর।'
    নন্দীগ্রামে রেগে গাড়ির জানলা দিয়ে নামতে যাচ্ছিলে।
    কাল বললে,' who is you?'

    তোমার কুন কুন জাগায় ব্যথা গো?

    এখনই ইতিহাস, ইংরেজির টিউটর রাখো। রক্তচাপের ওষুধ খাও। আর অবশ্যই মনোবিদ দেখাও।

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) July 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 'মমতা-অভিষেকের রাজনীতি থেকে অবসর নেওয়া উচিত', কটাক্ষ সুকান্তর

প্রসঙ্গত, শনিবার তৃণমূল কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করার সময় একইভাবে শুভেন্দু অধিকারী সম্পর্কে বলতে গিয়ে কুণাল ঘোষ জানিয়েছিলেন, রাজ্যের বিরোধী দলনেতার চোখ-মুখের অবস্থা ভালো নয় । দেখে মনে হচ্ছে মানসিক অবসাদে আছেন তিনি । শনিবারের পর রবিবার ও কুণাল ঘোষের বক্তব্যে একই ধরনের কটাক্ষ শোনা গিয়েছে । এক্ষেত্রেও তিনি রাজ্যের বিরোধীদল নেতাকে মনোবিদ দেখানোর পরামর্শ দিয়েছেন । এখন দেখার রাজ্যের বিরোধী দলনেতা এই কটাক্ষের পালটা কোনও জবাব দেন কি না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.