ETV Bharat / state

Kunal Slams Suvendu: ফোন বিতর্কে শুভেন্দুর উপর ক্ষুব্ধ অমিত শাহ, দাবি তৃণমূলের কুণালের - মমতা বন্দ্যোপাধ্যায়

ফোন বিতর্ক এখন বঙ্গ রাজনীতির অন্যতম আলোচনার বিষয় ৷ শুক্রবার সেই আলোচনায় নতুন উপাদান যোগ করেছেন তৃণমূলের কুণাল ঘোষ ৷ তাঁর দাবি, এই নিয়ে শুভেন্দু অধিকারীর উপর ক্ষুব্ধ অমিত শাহ ৷

Kunal Slams Suvendu
Kunal Slams Suvendu
author img

By

Published : Apr 21, 2023, 3:04 PM IST

কলকাতা, 21 এপ্রিল: অমিত শাহকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন করার অভিযোগ ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, সেই নিয়ে এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷ তিনি দাবি করেছেন, এই নিয়ে শুভেন্দুর উপর ক্ষুব্ধ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । শুভেন্দুকে ভর্ৎসনাও করেছেন অমিত শাহ ।

শুক্রবার বেলা বারোটা নাগাদ কুণাল ঘোষ এই নিয়ে টুইট করেন ৷ সেখানে তিনি লিখেছেন, ‘‘নিজের নাম জড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মিথ্যা কথা বলায় শুভেন্দুর উপর ক্রুদ্ধ অমিত শাহ । তিনি ল্যান্ডলাইন থেকে ফোনে শুভেন্দুকে ভর্ৎসনা করেছেন বলে সূত্রে খবর । তিনি নাকি বলেছেন, নিজেরা বাংলায় কিছু করতে পারো না । কেবল এজেন্সির ভরসায় নাচো । এখন আবার আমার নাম জড়ালে । এসব চলবে না ।’’

প্রসঙ্গত, গত মঙ্গলবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন অমিত শাহকে ফোন করে তৃণমূলের জাতীয় দলের তকমা বাঁচানোর চেষ্টা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তার পর থেকে এই নিয়ে জোরদার রাজনৈতিক তরজা চলছে রাজ্যে । মুখ্যমন্ত্রী এই বিষয়ে চ্যালেঞ্জ করেছেন শুভেন্দুকে । ফোন করার বিষয়টি প্রমাণ করতে পারলে মুখ্যমন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ৷

  • নিজের নাম জড়িয়ে @MamataOfficial সম্পর্কে মিথ্যা কথা বলায় শুভেন্দুর উপর ক্রুদ্ধ অমিত শাহ। তিনি ল্যান্ডলাইন থেকে ফোনে শুভেন্দুকে ভর্ৎসনা করেছেন বলে সূত্রে খবর। তিনি নাকি বলেছেন, নিজেরা বাংলায় কিছু করতে পারো না। কেবল এজেন্সির ভরসায় নাচো। এখন আবার আমার নাম জড়ালে। এসব চলবে না।

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) April 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পালটা চ্যালেঞ্জ করেছেন শুভেন্দুও ৷ তাঁর দাবি, আদালতে গেলে তিনি সত্য প্রকাশ্যে আনবেন । আবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আদালতে যাওয়ার কথা বলা হচ্ছে । আর এসবের মধ্যেই তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের টুইট যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল । এদিন এই নিয়ে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্যের কটাক্ষ, ‘‘কুণাল ঘোষ পুরোটা ঠিক বলছেন না । উনি আসল কথাটাই বাদ দিয়ে টুইট করেছেন । গতকাল রাত্রি সাড়ে 12টার সময় অমিত শাহ কুণাল ঘোষকে ফোন করে গোটা বিষয়টি জানিয়েছেন ৷ তারপরেই এর উপর ভিত্তি করে কুণাল ঘোষ স্টেটমেন্টটি করছেন ।’’

তিনি আরও বলেন, ‘‘সিঙ্গুরের জনসভায় একটা বক্তব্য রেখেছেন বিরোধী দলনেতা । তিনি আবার বলেছেন, তিনি যখন বলছেন দায়িত্ব তাঁর । মুখ্যমন্ত্রী ঘটনায় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন । চ্যালেঞ্জ গ্রহণ করেছেন বিরোধী দলনেতা । এরপর তৃণমূলের তরফ থেকে বিবৃতি এসেছে মামলা করবে । মামলা করুন, কে কাকে ভর্ৎসনা করছে, কে কাকে আদর করছে, এসব ভেবে তো লাভ নেই । কোর্টে যখন দেখা করবেন বলেছেন, কোর্টেই এর ফায়সালা হোক । এসব বলে কী লাভ !’’

আরও পড়ুন: শাহকে ফোন ইস্যুতে মমতা মামলা করুন, চ্যালেঞ্জ শুভেন্দুর

কলকাতা, 21 এপ্রিল: অমিত শাহকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন করার অভিযোগ ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, সেই নিয়ে এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷ তিনি দাবি করেছেন, এই নিয়ে শুভেন্দুর উপর ক্ষুব্ধ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । শুভেন্দুকে ভর্ৎসনাও করেছেন অমিত শাহ ।

শুক্রবার বেলা বারোটা নাগাদ কুণাল ঘোষ এই নিয়ে টুইট করেন ৷ সেখানে তিনি লিখেছেন, ‘‘নিজের নাম জড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মিথ্যা কথা বলায় শুভেন্দুর উপর ক্রুদ্ধ অমিত শাহ । তিনি ল্যান্ডলাইন থেকে ফোনে শুভেন্দুকে ভর্ৎসনা করেছেন বলে সূত্রে খবর । তিনি নাকি বলেছেন, নিজেরা বাংলায় কিছু করতে পারো না । কেবল এজেন্সির ভরসায় নাচো । এখন আবার আমার নাম জড়ালে । এসব চলবে না ।’’

প্রসঙ্গত, গত মঙ্গলবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন অমিত শাহকে ফোন করে তৃণমূলের জাতীয় দলের তকমা বাঁচানোর চেষ্টা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তার পর থেকে এই নিয়ে জোরদার রাজনৈতিক তরজা চলছে রাজ্যে । মুখ্যমন্ত্রী এই বিষয়ে চ্যালেঞ্জ করেছেন শুভেন্দুকে । ফোন করার বিষয়টি প্রমাণ করতে পারলে মুখ্যমন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ৷

  • নিজের নাম জড়িয়ে @MamataOfficial সম্পর্কে মিথ্যা কথা বলায় শুভেন্দুর উপর ক্রুদ্ধ অমিত শাহ। তিনি ল্যান্ডলাইন থেকে ফোনে শুভেন্দুকে ভর্ৎসনা করেছেন বলে সূত্রে খবর। তিনি নাকি বলেছেন, নিজেরা বাংলায় কিছু করতে পারো না। কেবল এজেন্সির ভরসায় নাচো। এখন আবার আমার নাম জড়ালে। এসব চলবে না।

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) April 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পালটা চ্যালেঞ্জ করেছেন শুভেন্দুও ৷ তাঁর দাবি, আদালতে গেলে তিনি সত্য প্রকাশ্যে আনবেন । আবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আদালতে যাওয়ার কথা বলা হচ্ছে । আর এসবের মধ্যেই তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের টুইট যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল । এদিন এই নিয়ে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্যের কটাক্ষ, ‘‘কুণাল ঘোষ পুরোটা ঠিক বলছেন না । উনি আসল কথাটাই বাদ দিয়ে টুইট করেছেন । গতকাল রাত্রি সাড়ে 12টার সময় অমিত শাহ কুণাল ঘোষকে ফোন করে গোটা বিষয়টি জানিয়েছেন ৷ তারপরেই এর উপর ভিত্তি করে কুণাল ঘোষ স্টেটমেন্টটি করছেন ।’’

তিনি আরও বলেন, ‘‘সিঙ্গুরের জনসভায় একটা বক্তব্য রেখেছেন বিরোধী দলনেতা । তিনি আবার বলেছেন, তিনি যখন বলছেন দায়িত্ব তাঁর । মুখ্যমন্ত্রী ঘটনায় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন । চ্যালেঞ্জ গ্রহণ করেছেন বিরোধী দলনেতা । এরপর তৃণমূলের তরফ থেকে বিবৃতি এসেছে মামলা করবে । মামলা করুন, কে কাকে ভর্ৎসনা করছে, কে কাকে আদর করছে, এসব ভেবে তো লাভ নেই । কোর্টে যখন দেখা করবেন বলেছেন, কোর্টেই এর ফায়সালা হোক । এসব বলে কী লাভ !’’

আরও পড়ুন: শাহকে ফোন ইস্যুতে মমতা মামলা করুন, চ্যালেঞ্জ শুভেন্দুর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.