ETV Bharat / state

Kunal Ghosh on CPM: সিপিএমের বিরুদ্ধে কর্ণাটকে ভোট-ভাগাভাগির রাজনীতির অভিযোগ কুণালের

কর্ণাটকে সিপিএম-এর বিরুদ্ধে ভোট-ভাগের রাজনীতির অভিযোগ তুললেন কুণাল ঘোষ ৷ অভিযোগ করলেন বিজেপির হয়ে দালালি করতে সেখানে জেডিএস এর সঙ্গে জোট করেছিল সিপিএম ৷ কংগ্রেসের ভোট কাটার অভিযোগ করলেন তৃণমূলের রাজ্য মুখপাত্র ৷

Kunal Ghosh on CPM ETV BHARAT
Kunal Ghosh on CPM
author img

By

Published : May 14, 2023, 3:36 PM IST

কলকাতা, 14 মে: সিপিএম-এর বিরুদ্ধে এবার ভোট-ভাগের রাজনীতির অভিযোগ তুললেন কুণাল ঘোষ ৷ কর্ণাটক বিধানসভায় সিপিএম 0.06 শতাংশ ভোট পেয়েছে ৷ জেডিএস-এর সমর্থনে কংগ্রেসের বিরুদ্ধে একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে তারা ৷ টুইটারে সেই পরিসংখ্যান তুলে ধরে সিপিএম-কে একহাত নিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ৷ একই সঙ্গে বিজেপির দালাল বলেও বামেদের নিশানা করেন তিনি ৷

কর্ণাটক বিধানসভা নির্বাচনে 43 শতাংশ ভোট পেয়েছে কংগ্রেস ৷ সেই সঙ্গে 135 আসনে জিতে একক সংখ্যাগরিষ্ঠতাও লাভ করেছে ৷ আর বিজেপির খাতায় এসেছে 35 শতাংশ ভোট ৷ এর বাইরে কর্ণাটকে 0.06 শতাংশ ভোট গিয়েছে সিপিএম-এর খাতায় ৷ আর এই ইস্যুতে এবার সিপিএম-কে নিশানা করেছেন কুণাল ঘোষ ৷ প্রশ্ন তুললেন, কর্ণাটকে সিপিএম-কে কেন বিজেপির দালাল বলা হবে না ? তিনি অভিযোগ করলেন কর্ণাটকে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেসের ভোট-ভাগ করতে গিয়েছিল সিপিএম ৷

রবিবার একটি টুইটে কুণাল লেখেন, ‘‘তৃণমূলের কুৎসা করে ৷ এবার সিপিএম উত্তর দিক ৷ কর্ণাটকে 0.06% ভোট কেন ? ওরা কাদের হয়ে ভোট কাটতে গিয়েছিল ? কংগ্রেসের বিরুদ্ধে একটা আসনে তো জেডিএসের সমর্থন নিয়েই লড়েছে, হেরেছে ৷ কর্ণাটকে ওদের কেন বিজেপির দালাল বলা হবে না ? ওখানে সিপিএম কংগ্রেসের বিরুদ্ধে লড়ল, আর এখানে জোট বলে উল্লাস ?’’

  • তৃণমূলের কুৎসা করে।
    এবার সিপিএম উত্তর দিক।

    কর্ণাটকে 0.06% ভোট কেন?
    ওরা কাদের হয়ে ভোট কাটতে গেছিল?
    কংগ্রেসের বিরুদ্ধে একটা আসনে তো জেডিএসের সমর্থন নিয়েই লড়েছে, হেরেছে।
    কর্ণাটকে ওদের কেন বিজেপির দালাল বলা হবে না?
    ওখানে সিপিএম কংগ্রেসের বিরুদ্ধে লড়ল, আর এখানে জোট বলে উল্লাস?

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) May 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: কর্ণাটকের মুখ্যমন্ত্রী কে ? আজ সন্ধ্যায় বিধায়কদের বৈঠক

উল্লেখ্য, বাংলার রাজনীতিতে বামেরা তৃণমূলকে বিজেপির ‘বি’ টিম বলে কটাক্ষ করে এসেছে হামেশা ৷ এমনকী কংগ্রেসের সঙ্গে কখনও ঘোষিত জোটে বা আসন বোঝাপড়ার মাধ্যমে শাসকদলের বিরুদ্ধে লড়াই করেছে সিপিএম তথা বাম শিবির ৷ কিন্তু, কর্ণাটকে জেডিএস-এর সঙ্গে আসন সমঝোতা করেছে সিপিএম ৷ আর সেখানে 0.06 শতাংশ ভোটও পেয়েছে তারা ৷ আর এই ইস্যুতে কুণাল ঘোষ প্রশ্ন তুলে বলেছেন, "তাহলে কর্ণাটকে কাদের ভোট কাটতে গিয়েছিল ‘কাস্তে-হাতুড়ি’ শিবির ? এরপরেও কেন সিপিএম-কে বিজেপির দালাল বলা হবে না ?" সেই প্রশ্নও তুলেছেন তৃণমূল মুখপাত্র ৷

কলকাতা, 14 মে: সিপিএম-এর বিরুদ্ধে এবার ভোট-ভাগের রাজনীতির অভিযোগ তুললেন কুণাল ঘোষ ৷ কর্ণাটক বিধানসভায় সিপিএম 0.06 শতাংশ ভোট পেয়েছে ৷ জেডিএস-এর সমর্থনে কংগ্রেসের বিরুদ্ধে একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে তারা ৷ টুইটারে সেই পরিসংখ্যান তুলে ধরে সিপিএম-কে একহাত নিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ৷ একই সঙ্গে বিজেপির দালাল বলেও বামেদের নিশানা করেন তিনি ৷

কর্ণাটক বিধানসভা নির্বাচনে 43 শতাংশ ভোট পেয়েছে কংগ্রেস ৷ সেই সঙ্গে 135 আসনে জিতে একক সংখ্যাগরিষ্ঠতাও লাভ করেছে ৷ আর বিজেপির খাতায় এসেছে 35 শতাংশ ভোট ৷ এর বাইরে কর্ণাটকে 0.06 শতাংশ ভোট গিয়েছে সিপিএম-এর খাতায় ৷ আর এই ইস্যুতে এবার সিপিএম-কে নিশানা করেছেন কুণাল ঘোষ ৷ প্রশ্ন তুললেন, কর্ণাটকে সিপিএম-কে কেন বিজেপির দালাল বলা হবে না ? তিনি অভিযোগ করলেন কর্ণাটকে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেসের ভোট-ভাগ করতে গিয়েছিল সিপিএম ৷

রবিবার একটি টুইটে কুণাল লেখেন, ‘‘তৃণমূলের কুৎসা করে ৷ এবার সিপিএম উত্তর দিক ৷ কর্ণাটকে 0.06% ভোট কেন ? ওরা কাদের হয়ে ভোট কাটতে গিয়েছিল ? কংগ্রেসের বিরুদ্ধে একটা আসনে তো জেডিএসের সমর্থন নিয়েই লড়েছে, হেরেছে ৷ কর্ণাটকে ওদের কেন বিজেপির দালাল বলা হবে না ? ওখানে সিপিএম কংগ্রেসের বিরুদ্ধে লড়ল, আর এখানে জোট বলে উল্লাস ?’’

  • তৃণমূলের কুৎসা করে।
    এবার সিপিএম উত্তর দিক।

    কর্ণাটকে 0.06% ভোট কেন?
    ওরা কাদের হয়ে ভোট কাটতে গেছিল?
    কংগ্রেসের বিরুদ্ধে একটা আসনে তো জেডিএসের সমর্থন নিয়েই লড়েছে, হেরেছে।
    কর্ণাটকে ওদের কেন বিজেপির দালাল বলা হবে না?
    ওখানে সিপিএম কংগ্রেসের বিরুদ্ধে লড়ল, আর এখানে জোট বলে উল্লাস?

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) May 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: কর্ণাটকের মুখ্যমন্ত্রী কে ? আজ সন্ধ্যায় বিধায়কদের বৈঠক

উল্লেখ্য, বাংলার রাজনীতিতে বামেরা তৃণমূলকে বিজেপির ‘বি’ টিম বলে কটাক্ষ করে এসেছে হামেশা ৷ এমনকী কংগ্রেসের সঙ্গে কখনও ঘোষিত জোটে বা আসন বোঝাপড়ার মাধ্যমে শাসকদলের বিরুদ্ধে লড়াই করেছে সিপিএম তথা বাম শিবির ৷ কিন্তু, কর্ণাটকে জেডিএস-এর সঙ্গে আসন সমঝোতা করেছে সিপিএম ৷ আর সেখানে 0.06 শতাংশ ভোটও পেয়েছে তারা ৷ আর এই ইস্যুতে কুণাল ঘোষ প্রশ্ন তুলে বলেছেন, "তাহলে কর্ণাটকে কাদের ভোট কাটতে গিয়েছিল ‘কাস্তে-হাতুড়ি’ শিবির ? এরপরেও কেন সিপিএম-কে বিজেপির দালাল বলা হবে না ?" সেই প্রশ্নও তুলেছেন তৃণমূল মুখপাত্র ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.