ETV Bharat / state

Durga Puja in Dubai: 'সব থেকে বড় দুর্গা' এবার সুদূর দুবাইতে, যাচ্ছে কুমোরটুলি থেকে - Durga idol

Kumartuli to export Durga idol to Dubai: এ বছর সব থেকে বড় দুর্গার সাক্ষী হতে চলেছে দুবাই ৷ ফাইবারের সেই দুর্গা মূর্তি যাচ্ছে কুমোরটুলি থেকে ৷ শিল্পী কৌশিক ঘোষ সেই দুর্গা মূর্তি ছাড়াও দুবাইয়ের একটি থিমের পুজোরও মূর্তি তৈরি করছেন ৷

Durga Puja in Dubai
দুবাইতে 'সব থেকে বড় দুর্গা'
author img

By

Published : Aug 4, 2023, 7:09 PM IST

দুবাইতে 'সব থেকে বড় দুর্গা'

কলকাতা, 4 অগস্ট: বাংলা ও বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো ঘিরে কর্মকাণ্ড শুরু হয়ে যায় বেশ কয়েক মাস আগে থেকেই । পুজো কমিটিগুলোর ব্যানার, হোর্ডিং পড়তে থাকে বড় রাস্তা থেকে আলিতে গলিতে । তেমনই বেশ কয়েক বছর আগে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় ছেয়ে গিয়েছিল একটি টিজার লেখা হোর্ডিংয়ে । সব চেয়ে বড় দুর্গা । এই টিজার নজর কেড়েছিল বহু মানুষের । ব্যানার বা হোর্ডিং না পড়লেও এ বার ঠিক এই টিজার বাস্তবে রূপ পাচ্ছে দুবাইয়ে একটি পুজোয় । এ বার দুবাইয়ে সব থেকে বড় দুর্গা । শুধু তাই নয়, চমক হল কলকাতার ছোঁয়া লেগেছে সেখানেও । এ বার হচ্ছে থিম পুজো । আর সেই থিমের মণ্ডপ ও প্রতিমা করতে খাস কলকাতার পটুয়া পাড়া কুমোরটুলি থেকেই আগামী মাসে বিমানে করে দুবাই উড়ে যাবেন শিল্পী কৌশিক ঘোষ ।

এতদিন যেত ছোট দুর্গা: বাংলার বিশেষ করে কলকাতার থিম পুজোর লড়াই দুর্গা পুজোয় এক আলাদা মাত্রা এনে দেয় । যার ফল ইউনেস্কোর স্বীকৃতি 'অধরা ঐতিহ্য' পেয়েছে কলকাতার দুর্গা পুজো । এ বার সেই থিমের ছোঁয়া লাগল দুবাইয়ে । দুবাইয়ে কয়েক বছর অন্তর কলকাতার কুমোরটুলি থেকে ফাইবারের ছোট প্রতিমা পাড়ি দেয় । যার উচ্চতা চালা নিয়ে মেরেকেটে 5-6 ফিট । যায় একচালার ছোট্ট প্রতিমা ।

দুবাইয়ে থাকা হিন্দু বাঙালিরা বাংলা থেকে দূরে থেকেও তাঁদের প্রাণের পুজো অনুষ্ঠিত করেন সে দেশে । এ রাজ্যের থেকেই যায় পুজোর সামগ্রী, পুরোহিত, ঢাকি থেকে রান্নার ঠাকুর সব যায় । তবে এ বার প্রথম স্বয়ং থিমশিল্পীও যাবেন এখান থেকেই ।

আরও পড়ুন: ইউনেসকোর স্বীকৃতির কারণে বিদেশে বেড়েছে দুর্গা পুজোর সংখ্যা

এ বার সব থেকে বড় দুর্গা: জানা গিয়েছে, একচালা নয়, তিন চালার প্রায় 13-16 ফিট উচ্চতার ফাইবারের দুর্গা মূর্তি এ বার প্রথম দুবাই যাচ্ছে । অতীতে এত লম্বা ও বড় মাপের মূর্তি দুবাই কখনও পাড়ি দেয়নি । অর্থাৎ দুবাইয়ে এ বার সব থেকে বড় দুর্গা হতে চলেছে ।

শান্তির বার্তা দিয়ে থিমের পুজো: পাশাপশি আছে আরও একটি কমিটির থিম পুজো । শান্তির বার্তা দিয়ে বুদ্ধ মূর্তির আদলে হচ্ছে দুর্গা মূর্তি । বৌদ্ধমঠের ছোঁয়া থাকছে সেই মণ্ডপে । আর এই দুইয়েরই কাণ্ডারী কলকাতার শিল্পী কৌশিক ঘোষ ।

শিল্পী যা বললেন: কৌশিক ঘোষের কথায়, "দুবাইতে যে প্রতিমা পাঠানো হত এতদিন সেটা খুবই ছোট ছিল । এ বার তার থেকে অনেক বড় মাপের মূর্তি পাঠানো হচ্ছে । আগেরটা একচালা ছিল । এটা তিন চালা । সঙ্গে মণ্ডপের সাজ । পাশাপশি আরও একটি কমিটির থিম ও প্রতিমার চুক্তি হয়েছে । সেটাও করছি । সামনেই চলে যাব দুবাই । থিমের পুজো দুবাইয়ে আগে হয়নি ।"

দুবাইতে 'সব থেকে বড় দুর্গা'

কলকাতা, 4 অগস্ট: বাংলা ও বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো ঘিরে কর্মকাণ্ড শুরু হয়ে যায় বেশ কয়েক মাস আগে থেকেই । পুজো কমিটিগুলোর ব্যানার, হোর্ডিং পড়তে থাকে বড় রাস্তা থেকে আলিতে গলিতে । তেমনই বেশ কয়েক বছর আগে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় ছেয়ে গিয়েছিল একটি টিজার লেখা হোর্ডিংয়ে । সব চেয়ে বড় দুর্গা । এই টিজার নজর কেড়েছিল বহু মানুষের । ব্যানার বা হোর্ডিং না পড়লেও এ বার ঠিক এই টিজার বাস্তবে রূপ পাচ্ছে দুবাইয়ে একটি পুজোয় । এ বার দুবাইয়ে সব থেকে বড় দুর্গা । শুধু তাই নয়, চমক হল কলকাতার ছোঁয়া লেগেছে সেখানেও । এ বার হচ্ছে থিম পুজো । আর সেই থিমের মণ্ডপ ও প্রতিমা করতে খাস কলকাতার পটুয়া পাড়া কুমোরটুলি থেকেই আগামী মাসে বিমানে করে দুবাই উড়ে যাবেন শিল্পী কৌশিক ঘোষ ।

এতদিন যেত ছোট দুর্গা: বাংলার বিশেষ করে কলকাতার থিম পুজোর লড়াই দুর্গা পুজোয় এক আলাদা মাত্রা এনে দেয় । যার ফল ইউনেস্কোর স্বীকৃতি 'অধরা ঐতিহ্য' পেয়েছে কলকাতার দুর্গা পুজো । এ বার সেই থিমের ছোঁয়া লাগল দুবাইয়ে । দুবাইয়ে কয়েক বছর অন্তর কলকাতার কুমোরটুলি থেকে ফাইবারের ছোট প্রতিমা পাড়ি দেয় । যার উচ্চতা চালা নিয়ে মেরেকেটে 5-6 ফিট । যায় একচালার ছোট্ট প্রতিমা ।

দুবাইয়ে থাকা হিন্দু বাঙালিরা বাংলা থেকে দূরে থেকেও তাঁদের প্রাণের পুজো অনুষ্ঠিত করেন সে দেশে । এ রাজ্যের থেকেই যায় পুজোর সামগ্রী, পুরোহিত, ঢাকি থেকে রান্নার ঠাকুর সব যায় । তবে এ বার প্রথম স্বয়ং থিমশিল্পীও যাবেন এখান থেকেই ।

আরও পড়ুন: ইউনেসকোর স্বীকৃতির কারণে বিদেশে বেড়েছে দুর্গা পুজোর সংখ্যা

এ বার সব থেকে বড় দুর্গা: জানা গিয়েছে, একচালা নয়, তিন চালার প্রায় 13-16 ফিট উচ্চতার ফাইবারের দুর্গা মূর্তি এ বার প্রথম দুবাই যাচ্ছে । অতীতে এত লম্বা ও বড় মাপের মূর্তি দুবাই কখনও পাড়ি দেয়নি । অর্থাৎ দুবাইয়ে এ বার সব থেকে বড় দুর্গা হতে চলেছে ।

শান্তির বার্তা দিয়ে থিমের পুজো: পাশাপশি আছে আরও একটি কমিটির থিম পুজো । শান্তির বার্তা দিয়ে বুদ্ধ মূর্তির আদলে হচ্ছে দুর্গা মূর্তি । বৌদ্ধমঠের ছোঁয়া থাকছে সেই মণ্ডপে । আর এই দুইয়েরই কাণ্ডারী কলকাতার শিল্পী কৌশিক ঘোষ ।

শিল্পী যা বললেন: কৌশিক ঘোষের কথায়, "দুবাইতে যে প্রতিমা পাঠানো হত এতদিন সেটা খুবই ছোট ছিল । এ বার তার থেকে অনেক বড় মাপের মূর্তি পাঠানো হচ্ছে । আগেরটা একচালা ছিল । এটা তিন চালা । সঙ্গে মণ্ডপের সাজ । পাশাপশি আরও একটি কমিটির থিম ও প্রতিমার চুক্তি হয়েছে । সেটাও করছি । সামনেই চলে যাব দুবাই । থিমের পুজো দুবাইয়ে আগে হয়নি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.