ETV Bharat / state

Koustav Bagchi: ব্যাঙ্কশাল কোর্টে জামিন পেলেন কৌস্তভ বাগচী - Koustav Bagchi

ব্যাঙ্কশাল আদালত থেকে 1000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন কৌস্তুভ বাগচী ৷ শনিবার ভোর রাতে আইনজীবী তথা কংগ্রেস নেতাকে গ্রেফতার করে পুলিশ ৷

Koustav Bagchi
কৌস্তভ বাগচী
author img

By

Published : Mar 4, 2023, 5:19 PM IST

Updated : Mar 4, 2023, 5:35 PM IST

কলকাতা, 4 মার্চ: কংগ্রেস যুব নেতা ও আইনজীবী কৌস্তুভ বাগচীকে জামিন দিল ব্যাঙ্কশাল আদালত (Koustav Bagchi gets bail from Bankshall Court) । তাঁকে 10 মার্চ পর্যন্ত হেফাজতে নিতে চেয়েছিল বড়তলা থানার পুলিশ ৷ কিন্তু তাদের সেই আবেদন গ্রাহ্য হল না । শর্তসাপেক্ষে জামিন দেওয়া হল কৌস্তভকে । 1000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন তিনি ।

শনিবার বেলা 2 নাগাদ কৌস্তুভের হয়ে মামলার সওয়াল জবাব শুরু করেন রাজ্যসভার সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য । তিনি একাধিক গুরুত্বপূর্ণ বিষয় প্রশ্ন তোলেন । যার মধ্যে উল্লেখযোগ্য হিসেবে রাত 3টে নাগাদ কীভাবে পুলিশ কোনও আইনজীবীর বাড়িতে যেতে পারে, সে বিষয়টিও উল্লেখ করেন । নোটিশ ছাড়া কীভাবে তাঁকে গ্রেফতার করা হল ? এই প্রশ্ন করা হয় আদালতে ৷

বিকাশরঞ্জন ভট্টাচার্য ছাড়াও কৌস্তভের হয়ে প্রায় 100 জন আইনজীবী এদিন মামলাতে অংশগ্রহণ করেন। রাজ্য সরকারের আইনজীবী তাঁকে পুলিশ হেফাজতে দেওয়ার আবেদন জানান । তবে দীর্ঘ সওয়াল জবাবের মাঝে সরকারি আইনজীবী ও কৌস্তভ বাগচীর আইনজীবীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় । এর জেরে বিচারক মামলার রায়দান স্থগিত রাখতে চান । কিন্তু দু'পক্ষের আইনজীবীদের অনুরোধে বিকাল সাড়ে চারটের পরে কৌস্তভের জামিন দেন বিচারক।

উল্লেখ্য, কৌস্তভ বাগচীর নিঃশর্ত মুক্তির দাবিতে শনিবার হাওড়া স্টেশনের সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস । এদিন সকালে উত্তর কলকাতার বাড়ি থেকে গ্রেফতার করা হয় কংগ্রেসের নেতা ও কলকাতা হাইকোর্টের আইনজীবী কৌস্তভ বাগচীকে । জামিন অযোগ্য ধারাতে তাঁকে গ্রেফতার করে কলকাতা পুলিশ । এরপর দুপুর থেকে রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষোভে সামিল হন কংগ্রেস কর্মীরা । হাওড়া স্টেশনের চত্বরে কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা প্রতিবাদ জানায় ৷ তাঁদের দাবি ছিল, কৌস্তভ বাগচীকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে ।

হাওড়া স্টেশনের সামনে বিক্ষোভে নেতৃত্ব দিয়ে প্রদেশ কংগ্রেসের সম্পাদক শুভ দাস জানান, এখন পরীক্ষা চলছে ৷ তাই কারোর অসুবিধা না-করে তারা তাদের প্রতিবাদ জানাচ্ছেন । কৌস্তভ বাগচীকে যে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে তারই প্রতিবাদ জানান তারা ।

প্রসঙ্গত, শুক্রবার মুখ্যমন্ত্রী নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে লোকসভার সাংসদ ও কংগ্রেসের নেতা অধীররঞ্জন চৌধুরীর পরিবারের সদস্যদের নিয়ে মন্তব্য করেন । এরপরই রাজ্য কংগ্রেসের কার্যালয় থেকে কংগ্রেস নেতা মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিরোধীতা করে নিন্দা করেন । পাশাপাশি দীপক ঘোষের বইকে উদ্ধৃত করে সেটি সকলকে বন্টন করার কথাও জানান । এরপরই শনিবার ভোররাতে কৌস্তভ বাগচীর বাড়িতে হানা দেন কলকাতা পুলিশের বড়তলা থানার আধিকারিকরা ।

আরও পড়ুন: কৌস্তভের গ্রেফতারিতে স্বৈরাচার দেখছে বাম-কংগ্রেস, অন্য গন্ধ পাচ্ছেন দিলীপ !

কলকাতা, 4 মার্চ: কংগ্রেস যুব নেতা ও আইনজীবী কৌস্তুভ বাগচীকে জামিন দিল ব্যাঙ্কশাল আদালত (Koustav Bagchi gets bail from Bankshall Court) । তাঁকে 10 মার্চ পর্যন্ত হেফাজতে নিতে চেয়েছিল বড়তলা থানার পুলিশ ৷ কিন্তু তাদের সেই আবেদন গ্রাহ্য হল না । শর্তসাপেক্ষে জামিন দেওয়া হল কৌস্তভকে । 1000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন তিনি ।

শনিবার বেলা 2 নাগাদ কৌস্তুভের হয়ে মামলার সওয়াল জবাব শুরু করেন রাজ্যসভার সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য । তিনি একাধিক গুরুত্বপূর্ণ বিষয় প্রশ্ন তোলেন । যার মধ্যে উল্লেখযোগ্য হিসেবে রাত 3টে নাগাদ কীভাবে পুলিশ কোনও আইনজীবীর বাড়িতে যেতে পারে, সে বিষয়টিও উল্লেখ করেন । নোটিশ ছাড়া কীভাবে তাঁকে গ্রেফতার করা হল ? এই প্রশ্ন করা হয় আদালতে ৷

বিকাশরঞ্জন ভট্টাচার্য ছাড়াও কৌস্তভের হয়ে প্রায় 100 জন আইনজীবী এদিন মামলাতে অংশগ্রহণ করেন। রাজ্য সরকারের আইনজীবী তাঁকে পুলিশ হেফাজতে দেওয়ার আবেদন জানান । তবে দীর্ঘ সওয়াল জবাবের মাঝে সরকারি আইনজীবী ও কৌস্তভ বাগচীর আইনজীবীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় । এর জেরে বিচারক মামলার রায়দান স্থগিত রাখতে চান । কিন্তু দু'পক্ষের আইনজীবীদের অনুরোধে বিকাল সাড়ে চারটের পরে কৌস্তভের জামিন দেন বিচারক।

উল্লেখ্য, কৌস্তভ বাগচীর নিঃশর্ত মুক্তির দাবিতে শনিবার হাওড়া স্টেশনের সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস । এদিন সকালে উত্তর কলকাতার বাড়ি থেকে গ্রেফতার করা হয় কংগ্রেসের নেতা ও কলকাতা হাইকোর্টের আইনজীবী কৌস্তভ বাগচীকে । জামিন অযোগ্য ধারাতে তাঁকে গ্রেফতার করে কলকাতা পুলিশ । এরপর দুপুর থেকে রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষোভে সামিল হন কংগ্রেস কর্মীরা । হাওড়া স্টেশনের চত্বরে কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা প্রতিবাদ জানায় ৷ তাঁদের দাবি ছিল, কৌস্তভ বাগচীকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে ।

হাওড়া স্টেশনের সামনে বিক্ষোভে নেতৃত্ব দিয়ে প্রদেশ কংগ্রেসের সম্পাদক শুভ দাস জানান, এখন পরীক্ষা চলছে ৷ তাই কারোর অসুবিধা না-করে তারা তাদের প্রতিবাদ জানাচ্ছেন । কৌস্তভ বাগচীকে যে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে তারই প্রতিবাদ জানান তারা ।

প্রসঙ্গত, শুক্রবার মুখ্যমন্ত্রী নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে লোকসভার সাংসদ ও কংগ্রেসের নেতা অধীররঞ্জন চৌধুরীর পরিবারের সদস্যদের নিয়ে মন্তব্য করেন । এরপরই রাজ্য কংগ্রেসের কার্যালয় থেকে কংগ্রেস নেতা মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিরোধীতা করে নিন্দা করেন । পাশাপাশি দীপক ঘোষের বইকে উদ্ধৃত করে সেটি সকলকে বন্টন করার কথাও জানান । এরপরই শনিবার ভোররাতে কৌস্তভ বাগচীর বাড়িতে হানা দেন কলকাতা পুলিশের বড়তলা থানার আধিকারিকরা ।

আরও পড়ুন: কৌস্তভের গ্রেফতারিতে স্বৈরাচার দেখছে বাম-কংগ্রেস, অন্য গন্ধ পাচ্ছেন দিলীপ !

Last Updated : Mar 4, 2023, 5:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.