ETV Bharat / state

লকডাউনে কমেছে দূষণ, জীব বৈচিত্র্য ফিরছে কলকাতায় - দূষণ কমেছে কলকাতায়

সম্পূর্ণ দূষণমুক্ত কলকাতার বিভিন্ন জলাশয় । সেখানে ঘুরে বেড়াচ্ছে কচ্ছপ । দূষণ কমেছে বাতাসেও । দেখা মিলছে বিভিন্ন পাখির । এককথায় নিজের জীব-বৈচিত্র্য ফিরে পাচ্ছে কলকাতা ।

Kolkata
কলকাতা
author img

By

Published : May 7, 2020, 9:31 AM IST

কলকাতা, 7 মে : একদিকে টানা এতদিন লকডাউন । তার উপর কালবৈশাখির জেরে ঝড়-বৃষ্টি । আর এর জেরে সম্পূর্ণ দূষণমুক্ত কলকাতার বিভিন্ন জলাশয় । সেখানে ঘুরে বেড়াচ্ছে কচ্ছপ । দূষণ কমেছে বাতাসেও । দেখা মিলছে বিভিন্ন পাখির । এককথায় জীব-বৈচিত্র্য ফিরে পাচ্ছে কলকাতা ।

লকডাউনের জেরে বাতাস থেকে শুরু করে জল- সর্বত্রই কমেছে দূষণের মাত্রা । বেলেঘাটা লেক, রবীন্দ্র সরোবর-সহ কলকাতার জলাশয়গুলিতে বিভিন্ন ধরনের জলজ প্রাণীর দেখা মিলছে । সাঁতারের ক্লাবগুলিতেও জলের গুনগত মানের উন্নতি হয়েছে । জলাশয়গুলিতে বিভিন্ন প্রজাতির পাখির আনাগোনা বেড়েছে । শুধু তাই নয়, আরও বেশি সবুজ হয়েছে কলকাতা । তিলোত্তমার এই রূপ দেখে খুশি পরিবেশবিদরা । তবে, এই রূপ কতদিন স্থায়ী হবে তা নিয়েও আশঙ্কায় রয়েছেন তাঁরা ।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক প্রবীর কুমার বসুর মতে, অটোমোবাইল থেকে দূষণ বেশি হয় । তাই বাস ও অটোগুলিকে CNG চালিত করতে হবে । বিশ্ব পরিবেশের মানদণ্ডে স্বীকৃত ইউরো সিক্স চালু করতে হবে অটোমোবাইলের ক্ষেত্রে ।

কলকাতা, 7 মে : একদিকে টানা এতদিন লকডাউন । তার উপর কালবৈশাখির জেরে ঝড়-বৃষ্টি । আর এর জেরে সম্পূর্ণ দূষণমুক্ত কলকাতার বিভিন্ন জলাশয় । সেখানে ঘুরে বেড়াচ্ছে কচ্ছপ । দূষণ কমেছে বাতাসেও । দেখা মিলছে বিভিন্ন পাখির । এককথায় জীব-বৈচিত্র্য ফিরে পাচ্ছে কলকাতা ।

লকডাউনের জেরে বাতাস থেকে শুরু করে জল- সর্বত্রই কমেছে দূষণের মাত্রা । বেলেঘাটা লেক, রবীন্দ্র সরোবর-সহ কলকাতার জলাশয়গুলিতে বিভিন্ন ধরনের জলজ প্রাণীর দেখা মিলছে । সাঁতারের ক্লাবগুলিতেও জলের গুনগত মানের উন্নতি হয়েছে । জলাশয়গুলিতে বিভিন্ন প্রজাতির পাখির আনাগোনা বেড়েছে । শুধু তাই নয়, আরও বেশি সবুজ হয়েছে কলকাতা । তিলোত্তমার এই রূপ দেখে খুশি পরিবেশবিদরা । তবে, এই রূপ কতদিন স্থায়ী হবে তা নিয়েও আশঙ্কায় রয়েছেন তাঁরা ।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক প্রবীর কুমার বসুর মতে, অটোমোবাইল থেকে দূষণ বেশি হয় । তাই বাস ও অটোগুলিকে CNG চালিত করতে হবে । বিশ্ব পরিবেশের মানদণ্ডে স্বীকৃত ইউরো সিক্স চালু করতে হবে অটোমোবাইলের ক্ষেত্রে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.