ETV Bharat / state

পথে নামার আগে সংক্রমণ রুখতে একাধিক ব্যবস্থা ট্যাক্সিতে - লকডাউন আপডেট

আগামীকাল থেকে আবার চালু হতে পারে ট্যাক্সি পরিষেবা । ওলা, উবরের পাশাপাশি চলবে হলুদ ও নীল সাদা ট্যাক্সিও । সেক্ষেত্রে বিধি-নিষেধ মেনেই ট্যাক্সিগুলি চালাতে হবে ।

cab
cab
author img

By

Published : May 17, 2020, 12:17 PM IST

কলকাতা, 17 মে : শীঘ্রই রাজ্যে শুরু হতে চলেছে ট্যাক্সি পরিষেবা । চলবে হলুদ ট্যাক্সিও । সেক্ষেত্রে সংক্রমণ যাতে না ছড়ায় তার জন্য কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে ।

ট্যাক্সিগুলি নিয়মিত স্যানিটাইজ় করার পাশাপাশি চালক ও যাত্রীদের আসনের মাঝে প্লাস্টিকের পার্টিশন থাকবে । কারণ কোরোনার সংক্রমণ মোকাবিলায় মূলত সামাজিক দূরত্ব বজায় রাখার উপর জোর দেওয়া হচ্ছে । সেক্ষেত্রে যান চলাচল শুরু হলে এরকমই কিছু নিয়ম মেনে চলতে হবে প্রত্যেককেই । এছাড়াও গাড়ির চালককে গ্লাভস এবং মাস্ক পরতে হবে ।

আগামীকাল থেকে আবার চালু হতে পারে ট্যাক্সি পরিষেবা । ওলা, উবরের পাশাপাশি চলবে হলুদ ও নীল সাদা ট্যাক্সিও । সেক্ষেত্রে বিধি-নিষেধ মেনেই ট্যাক্সিগুলি চালাতে হবে ।

কলকাতা, 17 মে : শীঘ্রই রাজ্যে শুরু হতে চলেছে ট্যাক্সি পরিষেবা । চলবে হলুদ ট্যাক্সিও । সেক্ষেত্রে সংক্রমণ যাতে না ছড়ায় তার জন্য কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে ।

ট্যাক্সিগুলি নিয়মিত স্যানিটাইজ় করার পাশাপাশি চালক ও যাত্রীদের আসনের মাঝে প্লাস্টিকের পার্টিশন থাকবে । কারণ কোরোনার সংক্রমণ মোকাবিলায় মূলত সামাজিক দূরত্ব বজায় রাখার উপর জোর দেওয়া হচ্ছে । সেক্ষেত্রে যান চলাচল শুরু হলে এরকমই কিছু নিয়ম মেনে চলতে হবে প্রত্যেককেই । এছাড়াও গাড়ির চালককে গ্লাভস এবং মাস্ক পরতে হবে ।

আগামীকাল থেকে আবার চালু হতে পারে ট্যাক্সি পরিষেবা । ওলা, উবরের পাশাপাশি চলবে হলুদ ও নীল সাদা ট্যাক্সিও । সেক্ষেত্রে বিধি-নিষেধ মেনেই ট্যাক্সিগুলি চালাতে হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.