কলকাতা, 18 জানুয়ারি: রাম মন্দির উদ্বোধনের দিন কলকাতায় যেন কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে ৷ তার জন্য শহরজুড়ে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে লালবাজার ৷ কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েলের নির্দেশ অনুযায়ী শহরের প্রতিটি থানা ও ডিভিশনাল ডিসিদের সবসময় তৈরি থাকার কথা জানানো হয়েছে ৷
গতবছর রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে হুগলির রিষড়া, কোন্নগর এবং হাওড়ার বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনা ঘটে ৷ এনিয়ে রাজনৈতিক চাপানউতোর তৈরি হয় ৷ ওই ঘটনার দিন এলাকায় পর্যাপ্ত পুলিশ ছিল না বলে জানা যায় ৷ আর সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, তার জন্যই প্রস্তুত কলকাতা পুলিশ ৷
এদিকে 22 জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন কলকাতায় হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত সম্প্রীতির মিছিল করবে তৃণমূল ৷ সেই মিছিলে নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এছাড়া পুলিশের কাছে তথ্য রয়েছে, রাম মন্দির উদ্বোধনের পর কলকাতায় বিভিন্ন মন্দিরে প্রসাদ বিতরণ অনুষ্ঠান করবে বিজেপি ৷ যদিও সেই ব্যাপারে বিজেপি এখনও পুলিশের অনুমতি পেয়েছে কি না, তা স্পষ্ট জানা যায়নি ৷ লালবাজার সূত্রে খবর, প্রতিটি ডিভিশনাল ডিসিদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে ৷ কোন থানায় কত কাঁদানে গ্যাস, ঢাল, ব্যারিকেড আছে; পাশাপাশি কতজন পুলিশকর্মী আছেন, তার একটি হিসেব কলকাতা পুলিশের সদর কার্যালয়ে জমা দিতে হবে ৷
কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার আঁচ পেলেই পুলিশকর্মীরা দ্রুত সেখানে পৌঁছে যাবেন ৷ কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগও সোশাল মিডিয়ার উপর বিশেষভাবে নজর রাখছে। সোশ্যাল মিডিয়ায় কোন ব্যক্তি বা অন্য কেউ যদিউস্কানিমূলক মন্তব্য তুলে ধরেন সে ক্ষেত্রে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে পুলিশ ৷ কলকাতা পুলিশের পাশাপাশি সংলগ্ন কমিশনারেট অর্থাৎ বিধাননগর হাওড়া এবং ব্যারাকপুর কমিশনারেটকেও সতর্ক করা হয়েছে ৷
আরও পড়ুন: