ETV Bharat / state

বয়স্কদের বাড়িতে বিপদঘণ্টি লাগাতে চাইছে লালবাজার, প্রয়োজনে CCTV

কলকাতা পুলিশের এলাকায় বসবাসকারী একাকী বয়স্কদের জন্য লাগানো হবে বিপদঘণ্টি । সঙ্গে চালানো হবে CCTV-র নজরদারি ৷ বয়স্কদের নিরাপত্তায় এমনই ভাবনাচিন্তা চলছে কলকাতা পুলিশে ৷

ফাইল ফোটো
author img

By

Published : Aug 1, 2019, 7:51 AM IST

কলকাতা, 1 অগাস্ট : প্রথমে বেহালা, পরে নেতাজি নগর । আর কলকাতা পুলিশের এলাকায় না হলেও নরেন্দ্রপুর । বাড়িতে বয়স্কদের একা থাকার সুযোগ নিয়ে লুটপাট চালাতে গিয়ে খুন করা হচ্ছে একের পর এক বৃদ্ধ-বৃদ্ধাকে । পুলিশের সন্দেহ সেটাই । সেই সূত্রে বয়স্কদের নিরাপত্তা নিয়ে কলকাতা পুলিশ চিন্তাভাবনা শুরু করে । এরপর খুন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রীও । তারপরই গতকাল কলকাতা পুলিশের সদর দপ্তরে পুলিশ কমিশনার অনুর শর্মার নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক হয় । তাতে নেওয়া হয়েছে একগুচ্ছ সিদ্ধান্ত ।

ভাবনাচিন্তা চলছে, কলকাতা পুলিশের এলাকায় বসবাসকারী একাকী বয়স্কদের জন্য লাগানো হবে বিপদঘণ্টি । সঙ্গে চালানো হবে CCTV-র নজরদারি । তেমন প্রয়োজন হলে একাকী বয়স্ক দম্পতি কিংবা একলা থাকা বয়স্কদের বাড়ির সামনে বসানো হবে CCTV । তবে বয়স্কদের সুরক্ষায় কলকাতা পুলিশের বাজি প্রণাম প্রকল্প ।

প্রণাম । কলকাতা পুলিশের নেওয়া বয়স্কদের জন্য এক সামাজিক প্রকল্প । মূলত প্রবীণ মানুষজনের কথা ভেবেই 2009 সালের 27 জুন কলকাতা পুলিশ শুরু করে 'প্রণাম' । এখন এর সদস্য সংখ্যা 14 হাজারের কিছু বেশি । বয়স্কদের সুরক্ষার ক্ষেত্রে কলকাতা পুলিশ তুরুপের তাস করতে চাইছে এই প্রকল্পকেই । গতকালের বৈঠকে ঠিক হয়েছে কলকাতা শহরের বেশিরভাগ প্রবীণ নাগরিকদের নিয়ে আসা হবে এই প্রকল্পের আওতায় । প্রবীণ মানুষজনের সঙ্গে এর মাধ্যমেই আরও নিবিড় যোগাযোগ গড়ে তুলতে হবে । আর সেই কাজের জন্য গতকাল থেকেই শহরের একাকী থাকা সমস্ত প্রবীণ নাগরিকের ডেটাবেস তৈরিতে নেমেছে কলকাতা পুলিশ । যে ডেটাবেসের সঙ্গেই থাকবে ওই প্রবীণদের সঙ্গে প্রতিদিনের সংস্পর্শে থাকা পরিচারিকা থেকে শুরু করে চিকিৎসা সংক্রান্ত কাজে যুক্ত থাকা মানুষজনের পুরো পরিচয় ও ফোন নম্বর । বাড়িতে কোনও প্লাম্বার কিংবা রাজমিস্ত্রি কিংবা রংমিস্ত্রি বা অন্য কোন ধরনের কাজের মিস্ত্রির প্রয়োজন হলে তারও খোঁজ রাখবে কলকাতা পুলিশ । থানাতে ডিউটিরত কনস্টেবলরা তাঁর এলাকায় খোঁজ রাখবেন ওই প্রবীণ মানুষের । ওই কনস্টেবলরা নিজের ডিউটির এলাকায় থাকা প্রবীণদের সপ্তাহে একবার ফোন করবেন । 15 দিন অন্তর যাবেন বাড়িতে ।

কলকাতা পুলিশের পক্ষ থেকে প্রবীণ নাগরিকদের জন্য আগে থেকেই চালু ছিল একটি টোল ফ্রি নম্বর । লালবাজার সূত্রের খবর এবার সেটিকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । নম্বরটি হল 9830088884 । এই নম্বরে ফোন করে যে কোন প্রবীণ মানুষ নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন । আজকের বৈঠকে ঠিক হয়েছে প্রবীণ নাগরিকদের ডেটা সংগ্রহের পর তাঁদের সিকিউরিটি অডিট করা হবে । এমনিতে কলকাতা পুলিশের এলাকার প্রত্যেকটি মোড় CCTV ক্যামেরায় মোড়া । ঠিক হয়েছে কোনও এলাকায় যদি একাকী প্রবীণ মানুষ থাকেন , তবে তাঁর বাড়ির উপর নজর রেখে ঠিক হবে CCTV কোন অ্যাঙ্গেলে থাকবে । ওই এলাকায় CCTV-র সংখ্যা অপ্রতুল হলে তা পূরণ করা হবে । একইসঙ্গে সমস্ত সমর্থ প্রবীণদের বলা হবে বাড়িতে CCTV লাগানোর জন্য । তারপরও যদি কোনও হতদরিদ্র মানুষ থাকেন , যাঁর CCTV কেনার ক্ষমতা নেই, সে ক্ষেত্রে প্রয়োজন বুঝে কলকাতা পুলিশ নিজেই লাগাবে CCTV ক্যামেরা । একইসঙ্গে লালবাজার চিন্তাভাবনা শুরু করেছে প্রবীণ মানুষজনের বাড়িতে বিপদঘণ্টি লাগানোর । যাতে ওই ঘণ্টি শুনে এগিয়ে আসতে পারেন প্রতিবেশীরা । এই কাজে বিদেশের কায়দায় নেবারহুড পুলিশিং চালুর ভাবনাচিন্তা শুরু করেছে লালবাজার । প্রতিবেশীদের এক্ষেত্রে কাজ হবে প্রয়োজনীয় খবরটুকু পুলিশকে জানানো । প্রবীণদের সুরক্ষার বিষয়টি দেখভাল করবেন কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট পদমর্যাদার অফিসাররা । এমনই ঠিক হয়েছে গতকালের বৈঠকে ।

কলকাতা, 1 অগাস্ট : প্রথমে বেহালা, পরে নেতাজি নগর । আর কলকাতা পুলিশের এলাকায় না হলেও নরেন্দ্রপুর । বাড়িতে বয়স্কদের একা থাকার সুযোগ নিয়ে লুটপাট চালাতে গিয়ে খুন করা হচ্ছে একের পর এক বৃদ্ধ-বৃদ্ধাকে । পুলিশের সন্দেহ সেটাই । সেই সূত্রে বয়স্কদের নিরাপত্তা নিয়ে কলকাতা পুলিশ চিন্তাভাবনা শুরু করে । এরপর খুন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রীও । তারপরই গতকাল কলকাতা পুলিশের সদর দপ্তরে পুলিশ কমিশনার অনুর শর্মার নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক হয় । তাতে নেওয়া হয়েছে একগুচ্ছ সিদ্ধান্ত ।

ভাবনাচিন্তা চলছে, কলকাতা পুলিশের এলাকায় বসবাসকারী একাকী বয়স্কদের জন্য লাগানো হবে বিপদঘণ্টি । সঙ্গে চালানো হবে CCTV-র নজরদারি । তেমন প্রয়োজন হলে একাকী বয়স্ক দম্পতি কিংবা একলা থাকা বয়স্কদের বাড়ির সামনে বসানো হবে CCTV । তবে বয়স্কদের সুরক্ষায় কলকাতা পুলিশের বাজি প্রণাম প্রকল্প ।

প্রণাম । কলকাতা পুলিশের নেওয়া বয়স্কদের জন্য এক সামাজিক প্রকল্প । মূলত প্রবীণ মানুষজনের কথা ভেবেই 2009 সালের 27 জুন কলকাতা পুলিশ শুরু করে 'প্রণাম' । এখন এর সদস্য সংখ্যা 14 হাজারের কিছু বেশি । বয়স্কদের সুরক্ষার ক্ষেত্রে কলকাতা পুলিশ তুরুপের তাস করতে চাইছে এই প্রকল্পকেই । গতকালের বৈঠকে ঠিক হয়েছে কলকাতা শহরের বেশিরভাগ প্রবীণ নাগরিকদের নিয়ে আসা হবে এই প্রকল্পের আওতায় । প্রবীণ মানুষজনের সঙ্গে এর মাধ্যমেই আরও নিবিড় যোগাযোগ গড়ে তুলতে হবে । আর সেই কাজের জন্য গতকাল থেকেই শহরের একাকী থাকা সমস্ত প্রবীণ নাগরিকের ডেটাবেস তৈরিতে নেমেছে কলকাতা পুলিশ । যে ডেটাবেসের সঙ্গেই থাকবে ওই প্রবীণদের সঙ্গে প্রতিদিনের সংস্পর্শে থাকা পরিচারিকা থেকে শুরু করে চিকিৎসা সংক্রান্ত কাজে যুক্ত থাকা মানুষজনের পুরো পরিচয় ও ফোন নম্বর । বাড়িতে কোনও প্লাম্বার কিংবা রাজমিস্ত্রি কিংবা রংমিস্ত্রি বা অন্য কোন ধরনের কাজের মিস্ত্রির প্রয়োজন হলে তারও খোঁজ রাখবে কলকাতা পুলিশ । থানাতে ডিউটিরত কনস্টেবলরা তাঁর এলাকায় খোঁজ রাখবেন ওই প্রবীণ মানুষের । ওই কনস্টেবলরা নিজের ডিউটির এলাকায় থাকা প্রবীণদের সপ্তাহে একবার ফোন করবেন । 15 দিন অন্তর যাবেন বাড়িতে ।

কলকাতা পুলিশের পক্ষ থেকে প্রবীণ নাগরিকদের জন্য আগে থেকেই চালু ছিল একটি টোল ফ্রি নম্বর । লালবাজার সূত্রের খবর এবার সেটিকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । নম্বরটি হল 9830088884 । এই নম্বরে ফোন করে যে কোন প্রবীণ মানুষ নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন । আজকের বৈঠকে ঠিক হয়েছে প্রবীণ নাগরিকদের ডেটা সংগ্রহের পর তাঁদের সিকিউরিটি অডিট করা হবে । এমনিতে কলকাতা পুলিশের এলাকার প্রত্যেকটি মোড় CCTV ক্যামেরায় মোড়া । ঠিক হয়েছে কোনও এলাকায় যদি একাকী প্রবীণ মানুষ থাকেন , তবে তাঁর বাড়ির উপর নজর রেখে ঠিক হবে CCTV কোন অ্যাঙ্গেলে থাকবে । ওই এলাকায় CCTV-র সংখ্যা অপ্রতুল হলে তা পূরণ করা হবে । একইসঙ্গে সমস্ত সমর্থ প্রবীণদের বলা হবে বাড়িতে CCTV লাগানোর জন্য । তারপরও যদি কোনও হতদরিদ্র মানুষ থাকেন , যাঁর CCTV কেনার ক্ষমতা নেই, সে ক্ষেত্রে প্রয়োজন বুঝে কলকাতা পুলিশ নিজেই লাগাবে CCTV ক্যামেরা । একইসঙ্গে লালবাজার চিন্তাভাবনা শুরু করেছে প্রবীণ মানুষজনের বাড়িতে বিপদঘণ্টি লাগানোর । যাতে ওই ঘণ্টি শুনে এগিয়ে আসতে পারেন প্রতিবেশীরা । এই কাজে বিদেশের কায়দায় নেবারহুড পুলিশিং চালুর ভাবনাচিন্তা শুরু করেছে লালবাজার । প্রতিবেশীদের এক্ষেত্রে কাজ হবে প্রয়োজনীয় খবরটুকু পুলিশকে জানানো । প্রবীণদের সুরক্ষার বিষয়টি দেখভাল করবেন কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট পদমর্যাদার অফিসাররা । এমনই ঠিক হয়েছে গতকালের বৈঠকে ।

Intro:কলকাতা, 1 অগাস্ট: প্রথমে বেহালা, পরে নেতাজি নগর।কলকাতা পুলিশের এলাকায় না হলেও নরেন্দ্রপুর। বাড়িতে বয়স্কদের একা থাকার সুযোগ নিয়ে লুটপাট চালাতে গিয়ে খুন হচ্ছে একের পর এক। পুলিশের সন্দেহ সেটাই। সেই সূত্রে বয়স্কদের নিরাপত্তা নিয়ে কলকাতা পুলিশের চিন্তাভাবনা শুরু হয়েছিল। তাতে ঘৃতাহুতি দিল মুখ্যমন্ত্রীর মন্তব্য। আর তার জেরে আজ কলকাতা পুলিশের সদর দপ্তরে কলকাতার পুলিশ কমিশনার অনুর শর্মার পৌরহিত্যে হয়ে গেল এক উচ্চ পর্যায়ের বৈঠক। তাতে নেওয়া হয়েছে একগুচ্ছ সিদ্ধান্ত। ভাবনা চিন্তা চলছে, কলকাতা পুলিশের এলাকায় বসবাসকারী একাকী বয়স্কদের জন্য লাগানো হবে বিপদঘন্টি। সঙ্গে চালানো হবে CCTVর নজরদারি। তেমন প্রয়োজন হলে একাকী বয়স্ক দম্পতি কিংবা একলা থাকা বয়স্কদের বাড়ির সামনে বসানো হবে CCTV ক্যামেরা। তবে বয়স্কদের সুরক্ষায় কলকাতা পুলিশের বাজি প্রণাম প্রকল্প।


Body:প্রণাম। কলকাতা পুলিশের নেওয়া বয়স্কদের জন্য এক সামাজিক প্রকল্প। মূলত প্রবীণ মানুষজনের কথা ভেবেই 2009 সালের 27 জুন কলকাতা পুলিশ শুরু করে “প্রণাম"। এখন এর সদস্য সংখ্যা 14 হাজারের কিছু বেশি। বয়স্কদের সুরক্ষার ক্ষেত্রে কলকাতা পুলিশ তুরুপের তাস করতে চাইছে এই প্রকল্পকেই। আজ বৈঠকে ঠিক হয়েছে কলকাতা শহরের বেশিরভাগ প্রবীণ নাগরিকদের নিয়ে আসা হবে এই প্রকল্পের আওতায়। প্রবীর মানুষজনের সঙ্গে এর মাধ্যমেই আরো নিবিড় যোগাযোগ গড়ে তুলতে হবে। আর সেই কাজের জন্য আজ থেকেই শহরের একাকী থাকা সমস্ত প্রবীণ নাগরিকের ডেটাবেস তৈরিতে নেমেছে কলকাতা পুলিশ। যে ডেটাবেসের সঙ্গেই থাকবে ওই প্রবীণদের সঙ্গে প্রতিদিনের সংস্পর্শে থাকা পরিচারিকা থেকে শুরু করে চিকিৎসা সংক্রান্ত কাজে যুক্ত থাকা মানুষজনের পুরো পরিচয় ও ফোন নম্বর। বাড়িতে কোন প্লাম্বার কিংবা রাজমিস্ত্রি কিংবা রংমিস্ত্রি বা অন্য কোন ধরনের কাজের মিশ্রের প্রয়োজন হলে তারও খোঁজ রাখবে কলকাতা পুলিশ। থানাতে ডিউটিরত বিট কনস্টেবলরা তাঁর এলাকায় খোঁজ রাখবেন ওই প্রবীণ মানুষের। ওই কনস্টেবলরা নিজের ডিউটির এলাকায় থাকা প্রবীর মানুষের সপ্তাহে একবার ফোন করবেন। 15 দিন অন্তর যাবেন বাড়িতে।



Conclusion:কলকাতা পুলিশের পক্ষ থেকে প্রবীণ নাগরিকদের জন্য আগে থেকেই চালু ছিল একটি টোল ফ্রি নম্বর। লালবাজার সূত্রের খবর এবার সেটিকে ঢেলে সাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নম্বরটি হলো 9830088884। এই নম্বরে ফোন করে যে কোন প্রবীণ মানুষ নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন। আজকের বৈঠকে ঠিক হয়েছে প্রবীণ নাগরিকদের ডেটা সংগ্রহের পর তাদের সিকিউরিটি অডিট করা হবে। এমনিতে কলকাতা পুলিশের এলাকার প্রত্যেকটি মোড় সিসিটিভি ক্যামেরায় মোরা। ঠিক হয়েছে কোন এলাকায় যদি একাকি প্রবীণ মানুষ থাকেন , তবে তার বাড়ির উপর নজর রেখে ঠিক হবে সিসিটিভিটি কোন এঙ্গেলে থাকবে। ওই এলাকায় সিসিটিভির সংখ্যা অপ্রতুল হলে তা পূরণ করা হবে। একইসঙ্গে সমস্ত সমর্থ প্রবীণদের বলা হবে বাড়িতে সিসিটিভি লাগানোর জন্য। তারপরেও যদি কোনও হতদরিদ্র মানুষ থাকেন , যার সি সি টিভি কেনার ক্ষমতা নেই, সে ক্ষেত্রে প্রয়োজন বুঝে কলকাতা পুলিশ নিজেই লাগাবে সিসিটিভি ক্যামেরা। একইসঙ্গে লালবাজার চিন্তাভাবনা শুরু করেছে প্রবীণ মানুষজনের বাড়িতে বিপদঘন্টি লাগানোর। যাতে ওই ঘন্টি শুনে এগিয়ে আসতে পারেন প্রতিবেশীরা। এই কাজে বিদেশের কায়দায় নেবারহুড পুলিশিং চালুর ভাবনাচিন্তা শুরু করেছে লালবাজার। প্রতিবেশীদের এক্ষেত্রে কাজ হবে প্রয়োজনীয় খবরটুকু পুলিশকে জানানো। প্রবীনদের সুরক্ষার বিষয়টি দেখভাল করবেন কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট পদমর্যাদার অফিসাররা। এমনটাই ঠিক হয়েছে আজকের বৈঠকে।



ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.