ETV Bharat / state

আবাসনের বর্জ্য থেকে হবে জৈব সার, প্রকল্পের সূচনা অনুজ শর্মার - আলিপুর বডিগার্ড লাইনে 'প্রণাম'-র পশ্চিম শাখায় এই প্রকল্পের সূচনা

এই মুহূর্তে আলিপুর বডিগার্ড লাইনে রয়েছে 262 কোয়ার্টার । ছয়টি ক্যান্টিন রয়েছে । প্রতিদিন গড়ে 300 কিলোগ্রাম জৈব বর্জ্য হিসেবে ফেলে দেওয়া হয়‌ । যা থেকে অনেক সময়ে দূষণ ছড়ায় । এই বিষয়ে কলকাতা পুলিশের তরফে ভাবা হয় যদি এই জৈব বর্জ্য থেকে সার তৈরি করা হয় তবে পরিবেশও বাঁচবে ।

kolkata police
কলকাতা পুলিশ
author img

By

Published : Jan 3, 2020, 8:12 PM IST

কলকাতা, 3 জানুয়ারি : আবাসনের বর্জ্য থেকে তৈরি হবে জৈব সার । আজ আলিপুর বডিগার্ড লাইনে 'প্রণাম'-র পশ্চিম শাখায় এই প্রকল্পের সূচনা হল । কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা এই প্রকল্পের সূচনা করলেন । রাজ্যে প্রথম কোনও সরকারি আবাসনে এই ধরণের প্রকল্পের সূচনা হল । পরিবেশ রক্ষায় কলকাতা পুলিশের এই ভাবনা সাড়া ফেলেছে ওয়াকিবহাল মহলে ।

এই মুহূর্তে আলিপুর বডিগার্ড লাইনে রয়েছে 262 কোয়ার্টার । ছয়টি ক্যান্টিন রয়েছে । কয়েকজন আধিকারিকও সেখানে থাকেন । কলকাতা পুলিশের প্রায় 5000 কর্মী তাঁদের পরিবারের সঙ্গে বডিগার্ড লাইনে থাকেন । এতগুলি পরিবারের জৈব বর্জ্যের পরিমাণ কম নয় । প্রতিদিন গড়ে 300 কিলোগ্রাম জৈব বর্জ্য হিসেবে ফেলে দেওয়া হয়‌ । যা থেকে অনেক সময়ে দূষণ ছড়ায় ।

দেখুন ভিডিয়ো

এই বিষয়ে কলকাতা পুলিশের তরফে ভাবা হয় যদি এই জৈব বর্জ্য থেকে সার তৈরি করা হয় তবে পরিবেশও বাঁচবে । আবার কলকাতা পুলিশ সহ সরকারি বাগানগুলিতে সারের যোগান তৈরি হবে । সেই ভাবনা থেকেই ওয়েস্ট প্রো প্রকল্পের সূচনা । এই মুহূর্তে কলকাতা পুলিশের বারোটি আবাসন রয়েছে । আগামী দিনে সবকটি হাউজ়িংয়ে এই প্রকল্পের কাজ শুরু হবে । এ প্রসঙ্গে কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা বলেন, "সবজির ফেলে দেওয়া বর্জ্যকে কম্পোস্টের পর্যায়ে নিয়ে যাওয়া হবে । তা বাগানগুলোতে ব্যবহার করা হবে ।"

কলকাতা, 3 জানুয়ারি : আবাসনের বর্জ্য থেকে তৈরি হবে জৈব সার । আজ আলিপুর বডিগার্ড লাইনে 'প্রণাম'-র পশ্চিম শাখায় এই প্রকল্পের সূচনা হল । কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা এই প্রকল্পের সূচনা করলেন । রাজ্যে প্রথম কোনও সরকারি আবাসনে এই ধরণের প্রকল্পের সূচনা হল । পরিবেশ রক্ষায় কলকাতা পুলিশের এই ভাবনা সাড়া ফেলেছে ওয়াকিবহাল মহলে ।

এই মুহূর্তে আলিপুর বডিগার্ড লাইনে রয়েছে 262 কোয়ার্টার । ছয়টি ক্যান্টিন রয়েছে । কয়েকজন আধিকারিকও সেখানে থাকেন । কলকাতা পুলিশের প্রায় 5000 কর্মী তাঁদের পরিবারের সঙ্গে বডিগার্ড লাইনে থাকেন । এতগুলি পরিবারের জৈব বর্জ্যের পরিমাণ কম নয় । প্রতিদিন গড়ে 300 কিলোগ্রাম জৈব বর্জ্য হিসেবে ফেলে দেওয়া হয়‌ । যা থেকে অনেক সময়ে দূষণ ছড়ায় ।

দেখুন ভিডিয়ো

এই বিষয়ে কলকাতা পুলিশের তরফে ভাবা হয় যদি এই জৈব বর্জ্য থেকে সার তৈরি করা হয় তবে পরিবেশও বাঁচবে । আবার কলকাতা পুলিশ সহ সরকারি বাগানগুলিতে সারের যোগান তৈরি হবে । সেই ভাবনা থেকেই ওয়েস্ট প্রো প্রকল্পের সূচনা । এই মুহূর্তে কলকাতা পুলিশের বারোটি আবাসন রয়েছে । আগামী দিনে সবকটি হাউজ়িংয়ে এই প্রকল্পের কাজ শুরু হবে । এ প্রসঙ্গে কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা বলেন, "সবজির ফেলে দেওয়া বর্জ্যকে কম্পোস্টের পর্যায়ে নিয়ে যাওয়া হবে । তা বাগানগুলোতে ব্যবহার করা হবে ।"

Intro:কলকাতা, 3 ডিসেম্বর: পরিবেশ রক্ষায় কলকাতা পুলিশের অভিনব ভাবনা। আবাসনের বর্জ্য থেকে তৈরি করা হবে জৈব সার। প্রকল্পের সূচনা হয়ে গেল আজ। রাজ্যের প্রথম কোনও সরকারি আবাসনে এই ধরনের প্রকল্পের সূচনা হলো। আজ আলিপুর বডিগার্ড লাইনে ওয়েস্ট প্রণামের ওই প্রকল্পের সূচনা করলেন কমিশনার অনুজ শর্মা।


Body:এই মুহূর্তে আলিপুর বডিগার্ড লাইনে রয়েছে 262 কোয়ার্টার। আছে ছটি ক্যান্টিন। বেশ কয়েকজন অফিসারও সেখানে থাকেন। কলকাতা পুলিশের প্রায় 5 হাজার কর্মী তাদের পরিবারের সঙ্গে বডিগার্ড লাইনে থাকেন। এতগুলি পরিবারের জৈব বর্জ্য সংখ্যা খুব একটা কম হয় না। এসব বলছে প্রতিদিন গড়ে 300 কিলোগ্রাম জৈব বর্জ্য হিসেবে ফেলে দেওয়া হয়‌। যা থেকে অনেক সময়ে দূষণ ছড়ায়। আর সেখান থেকেই শুরু হয় ভাবনা। যদি এই জৈব বর্জ্য থেকে সার তৈরি করা হয় তবে পরিবেশও বাঁচবে, আবার কলকাতা পুলিশ সহ সরকারি বাগানগুলোতে সারের যোগান তৈরি হবে। সেই ভাবনা থেকেই ওয়েস্ট প্রো প্রকল্পের সূচনা।



Conclusion:এই মুহূর্তে কলকাতা পুলিশের বারোটি আবাসন রয়েছে। আজ বডিগার্ড লাইনে যে প্রকল্পের সূচনা হলো, আগামী দিনে সবকটি হাউজিংয়ে সেই প্রকল্প ছড়িয়ে দেওয়া হবে। এ প্রসঙ্গে কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা বলেন, “ সবজির যে সমস্ত বর্জ্যগুলো ফেলে দেওয়া হয় সেগুলো দিয়ে এখানে কম্পোস্টের পর্যায়ে নিয়ে যাওয়া হবে। সেগুলো বাগানগুলোতে ব্যবহার করা হবে। এটা গোগ্রীন প্রকল্পের একটা অংশ।"
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.