কলকাতা, 1 মে: কলকাতা পুলিশের তরফে বারবার বলা হচ্ছে কোরোনা পরিস্থিতিতে কোনওভাবে গুজব না ছড়ানোর জন্য । কিন্তু তারপরেও সেই গুজব বন্ধ হচ্ছে না । গুজব ছড়িয়েছে তালতলা থানা এলাকাকে নিয়ে । সেখানে পরিস্থিতি নাকি ভয়ঙ্কর। এই ক'দিনে কমপক্ষে 25 থেকে 30জন নাকি ঘরেই মারা গেছেন । সেই খবর নাকি চেপে দেওয়া হচ্ছে । হোয়াটসঅ্যাপে ব্যাপকভাবে ছড়িয়েছে সেই মেসেজ । কলকাতা পুলিশের তরফে জানিয়ে দেওয়া হল, এই মেসেজটি ভুয়ো । উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়ানোর জন্যই ওই মেসেজটি ছড়ানো হচ্ছে । ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ । কে বা কারা ওই মেসেজ ছড়াল সেই বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে ।
মেসেজটিতে বলা হয়েছে, DC সেন্ট্রাল ও তালতলা থানার OC সহ সব পুলিশ কর্মীকে ওই এলাকায় প্রয়োজন ছাড়া টহল না দিতে নির্দেশ দেওয়া হয়েছে । ওখানকার পুলিশ মহল নাকি কোরোনা আতঙ্কে কাঁপছেন । কিন্তু চাকরির কারণে মুখ ফুটে কিছু বলতে পারছে না । মেসেজে 12 জন ব্যক্তির নাম, পরিচয় এবং ফোন নম্বর দেওয়া হয়েছে । তাঁদের নাকি মৃত্যু হয়েছে । এই গুজবেরই তদন্ত শুরু করেছে লালবাজার ৷
যে তালিকা ওই মেসেজে দেওয়া হয়েছে সেখানে নাম রয়েছে বিনোদ সাউ নামে এক ব্যক্তির । বয়স 57 । সঙ্গে দেওয়া ফোন নম্বরে ফোন করলে ধরেন এক মহিলা । জানিয়েছেন, তাঁর পরিবারে কোরোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি । পুরো বিষয়টি ভুল । বিষয়টি নিয়ে তালতলা থানার পুলিশ কর্মীরা জানিয়েছেন, এমন কোনও নির্দেশ তাঁরা পাননি । এই ঘটনা নিয়ে যুগ্ম পুলিশ কমিশনার (অপরাধ) মুরলিধর শর্মা বলেন, "এটা সম্পূর্ণ গুজব । এই মেসেজের কোনও ভিত্তি নেই । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।"