ETV Bharat / state

অটোতেই প্রসব যুবতির, দ্রুত চিকিৎসার ব্যবস্থা কলকাতা পুলিশের

লকডাউনের মধ্যে অটোতেই প্রসব যুবতির । দ্রুত সাহায্য করতে এগিয়ে আসে কলকাতা পুলিশ । ব্যবস্থা করে অ্যাম্বুলেন্সেরও । পুলিশের ভূমিকায় খুশি যুবতির পরিবার ।

কলকাতা পুলিশ
কলকাতা পুলিশ
author img

By

Published : Apr 29, 2020, 11:52 PM IST

কলকাতা, 29 এপ্রিল : একদিকে লকডাউন । অন্যদিকে হাসপাতালের গাফিলতির অভিযোগ । এর জেরে আজ কলকাতার রাস্তায় অটোতেই সন্তান প্রসব করলেন যুবতি । তবে, সঙ্গে সঙ্গেই সাহায্য করতে পৌঁছে যায় কলকাতা পুলিশ । তাদের সহযোগিতায় একটি নার্সিংহোমে ভরতি করা হয় ওই যুবতি ও সদ্যোজাতকে । দু'জনই বর্তমানে ভালো আছে বলে খবর ।

গতরাতে প্রসব যন্ত্রণা ওঠে কসবার রাজডাঙার বাসিন্দা সর্বাণী সর্দারের । তাঁকে সঙ্গে সঙ্গে হাজরার শিশু সদন হাসপাতালে নিয়ে যান তাঁর স্বামী প্রীতম সর্দার । সেখানে প্রাথমিক চিকিৎসার পর সর্বাণীকে ছুটি দিয়ে দেওয়া হয় । ভোর চারটে নাগাদ ফের শুরু হয় যন্ত্রণা । আবার নিয়ে যাওয়া হাসপাতালে । কিন্তু, আবারও 31 বছরের সর্বাণীকে ফিরিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ । হাসপাতালের বিরুদ্ধে এমনই অভিযোগ তোলেন প্রীতম ।

সকালে পরিস্থিতি আবার খারাপ হলে একটি অটো জোগাড় করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন প্রীতম । ফার্ন রোডের কাছে অটোতেই পুত্র সন্তানের জন্ম দেন সর্বানি । দ্রুত তাঁদের চিকিৎসার দরকার বুঝতে পেরে কলকাতা পুলিশের হেল্পলাইন নম্বরে ফোন করেন প্রীতম । কন্ট্রোলরুম থেকে বিষয়টি জানানো হয় গড়িয়াহাট থানায় । তারপরই সর্বানির কাছে পৌঁছে যান দুই ট্র্যাফিক সার্জেন্ট দেবজ্যোতি বিশ্বাস ও রাজকিরণ সাউ । দ্রুত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে মা ও শিশুকে একটি নার্সিং হোমে পাঠিয়ে দেওয়া হয় । কিন্তু, প্রসবা যন্ত্রণা হওয়ার পরও বারবার কেন হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ফিরিয়ে দেয় তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । তবে, কলকাতা পুলিশের ভূমিকায় খুশি সর্বাণীর পরিবার ।

কলকাতা, 29 এপ্রিল : একদিকে লকডাউন । অন্যদিকে হাসপাতালের গাফিলতির অভিযোগ । এর জেরে আজ কলকাতার রাস্তায় অটোতেই সন্তান প্রসব করলেন যুবতি । তবে, সঙ্গে সঙ্গেই সাহায্য করতে পৌঁছে যায় কলকাতা পুলিশ । তাদের সহযোগিতায় একটি নার্সিংহোমে ভরতি করা হয় ওই যুবতি ও সদ্যোজাতকে । দু'জনই বর্তমানে ভালো আছে বলে খবর ।

গতরাতে প্রসব যন্ত্রণা ওঠে কসবার রাজডাঙার বাসিন্দা সর্বাণী সর্দারের । তাঁকে সঙ্গে সঙ্গে হাজরার শিশু সদন হাসপাতালে নিয়ে যান তাঁর স্বামী প্রীতম সর্দার । সেখানে প্রাথমিক চিকিৎসার পর সর্বাণীকে ছুটি দিয়ে দেওয়া হয় । ভোর চারটে নাগাদ ফের শুরু হয় যন্ত্রণা । আবার নিয়ে যাওয়া হাসপাতালে । কিন্তু, আবারও 31 বছরের সর্বাণীকে ফিরিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ । হাসপাতালের বিরুদ্ধে এমনই অভিযোগ তোলেন প্রীতম ।

সকালে পরিস্থিতি আবার খারাপ হলে একটি অটো জোগাড় করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন প্রীতম । ফার্ন রোডের কাছে অটোতেই পুত্র সন্তানের জন্ম দেন সর্বানি । দ্রুত তাঁদের চিকিৎসার দরকার বুঝতে পেরে কলকাতা পুলিশের হেল্পলাইন নম্বরে ফোন করেন প্রীতম । কন্ট্রোলরুম থেকে বিষয়টি জানানো হয় গড়িয়াহাট থানায় । তারপরই সর্বানির কাছে পৌঁছে যান দুই ট্র্যাফিক সার্জেন্ট দেবজ্যোতি বিশ্বাস ও রাজকিরণ সাউ । দ্রুত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে মা ও শিশুকে একটি নার্সিং হোমে পাঠিয়ে দেওয়া হয় । কিন্তু, প্রসবা যন্ত্রণা হওয়ার পরও বারবার কেন হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ফিরিয়ে দেয় তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । তবে, কলকাতা পুলিশের ভূমিকায় খুশি সর্বাণীর পরিবার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.