কলকাতা, 30 মার্চ : কোরোনার জেরে রক্ত সংকট । ব্লাড ব্যাঙ্ক গুলিতে মিলছে না রক্ত । বন্ধ রক্তদান শিবির । ফলে সমস্যায় পড়ছে থ্যালাসেমিয়া থেকে শুরু করে অন্য রোগীরা । রক্তের এই আকালে বিপদগ্রস্তের পাশে দাঁড়াল কলকাতা পুলিশ । বউবাজার থানার অতিরিক্ত অফিসার ইন-চার্জ এগিয়ে এলেন রক্ত দিতে । কলকাতা পুলিশের এই মানবিকতায় মুগ্ধ হালদার লেনের মজুমদার পরিবার ।
অসুস্থতা নিয়ে শিবদাস ভাদুরি স্ট্রিটের নবজীবন নার্সিংহোমে ভরতি হন কৃষ্ণা গুপ্ত । চিকিৎসার জন্য আজ তাঁর রক্তের প্রয়োজন পড়ে । চিকিৎসকরা জানান, সেই রক্ত না পেলে জীবন-মৃত্যুর সমস্যা হতে পারে । বিষয়টি জানতে পেরে ভেঙে পড়ে ওই পরিবারের । রক্ত জোগাড় করতে চেষ্টা চললেও মেলে না । পরে তাঁর পরিবারের এক সদস্য ফোন করেন বউবাজার থানায় । মানিকতলা সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্কে যাওয়ার জন্য সাহায্য চান পুলিশের । দ্রুত তাঁর বাড়িতে পৌঁছান বউবাজার থানার সার্জেন্ট এস দাস । ব্লাড ডোনার কার্ড নিয়ে ওই সদস্য বেরিয়ে পড়েন সার্জেন্টের সঙ্গে । কিন্তু ব্লাড ব্যাঙ্কে সেই সময়ে A পজ়িটিভ গ্রুপের রক্ত না পাওয়ায় হতাশ হয় প্রত্যেকে ।
ততক্ষণে নার্সিংহোম থেকেও খবর আসে ক্রমশ পরিস্থিতির অবনতি হচ্ছে । দ্রুত রক্ত দেওয়া প্রয়োজন । সেই খবর জানতে পেরে এগিয়ে আসেন বউবাজার থানার অ্যাডিশনাল OC সিদ্ধার্থ চট্টোপাধ্যায় । তাঁর রক্তের গ্রুপ A পজ়িটিভ । তিনি নবজীবন নার্সিংহোমে গিয়ে সরাসরি রক্ত দেন । আপাতত কৃষ্ণাদেবী বিপন্মুক্ত ।