কলকাতা, 3 মার্চ: কলকাতা পুলিশের নগরপালের দায়িত্ব নেওয়ার পরেই শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে একাধিক পদক্ষেপ নিয়েছেন নগরপাল বিনীত গোয়েল । বিশেষ করে শহরের ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে লালবাজার । আর এবার শহরের রাস্তায় হেলমেট বিহীন এবং বেপরোয়া বাইক আরোহীদের শায়েস্তা করতে, লালবাজার দ্বারস্থ হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির (Kolkata Police Introduce New Technology) ।
অনেক সময়ই ভিড়ের মধ্যে হেলমেট বিহীন বাইক চালককে চিহ্নিত করা সম্ভব হয় না । তাই এবার সেই কাজের জন্য অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করতে চলেছে লালবাজার । নাম "ট্রাফিক ইন্টেলিজেন্স প্লাটফর্ম" বা সফটওয়্যার । লালবাজার সূত্রের খবর, এবার ভিড়ের মধ্যে থেকে খুঁজে বার করে হেলমেট বিহীন বাইক চালক অথবা যে বাইকে দু'জনের বেশি যাতায়াত করছে, ভিড়ের মধ্যে থেকে তাদের নাম্বার প্লেট চিহ্নিত করে, অনলাইনের মাধ্যমে জরিমানা পৌঁছতে সাহায্য করবে এই বিশেষ ধরনের সফটওয়্যার । জানা গিয়েছে, শহরের 135টির বিশেষ গুরুত্বপূর্ণ রাস্তাকে চিহ্নিত করে সেই রাস্তায় এই সফটওয়্যার প্রয়োগ করবে লালবাজার (Kolkata Police) ।
লালবাজার সূত্রের খবর, এতদিন ক্যামেরার রেকর্ডিং দেখে পুলিশকর্মীরা ট্রাফিক আইন অমান্যকারী গাড়ির মালিককে চিহ্নিত করে অনলাইনের মাধ্যমে জরিমানা করত । নতুন এই প্রযুক্তি আসার পর অনেকটাই চাপ কমবে পুলিশ কর্মীদের উপর এমনটাই মনে করা হচ্ছে (Traffic Intelligence Platform)। তবে এই নিয়ে সরাসরি মুখ খুলতে চাননি লালবাজারের কোনও বড় কর্তাই । লালবাজার ট্রাফিক বিভাগ সূত্রে জানা গিয়েছে আপাতত পুরোটাই পরিকল্পনার স্তরে আছে ।