কলকাতা, 11 জানুয়ারি: পাবলিক সার্ভিস কমিশনের (Public Service Commission) নামে ভুয়ো ওয়েবসাইট বানানোর অভিযোগে এক যুবক গ্রেফতার করল কলকাতা পুলিশ (Kolkata Police) ৷ পড়শি রাজ্য ঝাড়খণ্ডে (Jharkhand) বসে ওই ওয়েবসাইটটি বানানো হয় ৷ তার পর চাকরি দেওয়ার নামে প্রতারণা করা হয় বলে অভিযোগ ৷ অভিযুক্ত তরুণ নায়ক ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার বাসিন্দা ৷ সেখান থেকেই তাঁকে গ্রেফতার করে কলকাতা পুলিশ ৷
লালবাজার সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি পাবলিক সার্ভিস কমিশনের নামে ভুয়ো ওয়েবসাইটের (Fake Website) বিষয়টি নজরে আসে ৷ কলকাতায় একের পর এক অভিযোগ দায়ের হয় এই নিয়ে ৷ অভিযোগকারীদের দাবি, চাকরি দেওয়ার নামে প্রতারণা করা হচ্ছিল ওই ওয়েবসাইট থেকে ৷ কয়েকজনের কাছ থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ ওঠে ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি (PSC) রাজ্য সরকারের অধীনে কাজ করে ৷ রাজ্য সরকারের বিভিন্ন পদে নিয়োগের প্রক্রিয়াও পিএসসি নিয়ন্ত্রণ করে ৷ ফলে সরকারি চাকরির আশায় অনেকেই টাকা দিয়েছিলেন ৷ কিন্তু পরে প্রত্যেকেই বুঝতে পারেন যে তাঁরা প্রতারকের খপ্পরে পড়েছেন ৷
বিষয়টি জানতে পেরে তদন্তে নামে কলকাতা পুলিশ ৷ প্রথমে ভুয়ো ওয়েবসাইটটিকে চিহ্নিত করা হয় ৷ তার পর খতিয়ে দেখা হয় ওই ভুয়ো ওয়েবসাইটটি ৷ সেখান থেকেই একটি ফোন নম্বরের হদিশ পায় পুলিশ ৷ এর পর ওই ফোন নম্বরের উপর নজরদারি করা হয় বলে কলকাতা পুলিশ সূত্রে খবর ৷
লালবাজার (Lalbazar) সূত্রে জানা গিয়েছে, তদন্তে দেখা যায় নম্বরটি ঝাড়খণ্ডের ৷ লোকেশনও ঝাড়খণ্ডের বলে জানা যায় ৷ সেই লোকেশন ট্র্যাক করেই নির্দিষ্ট জায়গার খোঁজ পায় পুলিশ ৷ সেই মতো কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের আধিকারিকরা যোগাযোগ করেন ঝাড়খণ্ডের কদমা থানার আধিকারিকদের সঙ্গে ৷ পরে এখান থেকে কলকাতা পুলিশের দল যায় ঝাড়খণ্ডে ৷ তার পর চলে যৌথ অভিযানে ৷
কলকাতা পুলিশ সূত্রে খবর, ওই অভিযানে তরুণকে গ্রেফতার করা হয় ৷ উদ্ধার হয় একাধিক ল্যাপটপ, মোবাইল, পেন ড্রাইভ-সহ বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেট । সেগুলি আপাতত খতিয়ে দেখে এই ঘটনায় আরও তথ্য জানার চেষ্টা করা হচ্ছে ৷ এর পিছনে আর কেউ জড়িত আছে কি না, সেটাও খতিয়ে দেখছে পুলিশ ৷
আরও পড়ুন: শহরে উদ্ধার লক্ষাধিক টাকা, গ্রেফতার 9