কলকাতা, 14 সেপ্টেম্বর: কলকাতা পুলিশের এসি-কে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করেন বিজেপি কর্মীরা (Kolkata Police AC Beaten by BJP Wokers) ৷ লাঠি এবং অন্যান্য সামগ্রী দিয়ে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। পরে তাঁকে সেখান থেকে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। হাতের এক্স-রে করানোর পর জানা যায় তার হাত ভেঙ্গে গিয়েছে।
সেই ঘটনায় এবার ভারতীয় দণ্ডবিধির 307 ধারায় খুনের চেষ্টার মামলা রুজু করেছে লালবাজার (Lalbazar)। ইতিমধ্যেই স্থানীয় বড়বাজার থানায় একটি এফআইআর করেছে কলকাতা পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্তদের চিহ্নিতকরণের কাজ চালাচ্ছে পুলিশ। গতকাল, বিজেপির ডাকা নবান্ন অভিযানকে কেন্দ্র করে হাওড়া এবং কলকাতার একাংশ উত্তাল হয়ে ওঠে। বিজেপি কর্মী-সমর্থকদের ছোঁড়া ইট-পাথরে যখম হন বহু পুলিশকর্মী।
এছাড়াও এমজি রোডে কলকাতা পুলিশের (Kolkata Police) একটি পিসিআর ভ্যানকে অগ্নিসংযোগ করে দেওয়ার অভিযোগে ওঠে বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। পাশাপাশি বিক্ষোভকারীদের ইট এবং পাথরের আঘাতে আহত হয়েছেন কলকাতা পুলিশের বহু উচ্চপদস্থ আধিকারিকরা। ইতিমধ্যেই বড়বাজার জোড়াসাঁকো হেয়ার স্ট্রিট-সহ একাধিক থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে পুলিশের তরফে।
আরও পড়ুন: পুলিশকে মারছে বিজেপি, ভিডিয়ো টুইট তৃণমূলের