ETV Bharat / state

BJP Nabanna Abhijan: কলকাতা পুলিশের এসিকে রাস্তায় ফেলে মার, বিজেপি কর্মীদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করল লালবাজার

গতকাল বিজেপির ডাকা নবান্ন অভিযানকে (BJP Nabanna Abhijan) কেন্দ্র করে ধুন্ধুমার হয়ে ওঠে হাওড়া এবং কলকাতার একাংশ। আর এই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে হাওড়া ব্রিজের কাছে এগিয়ে আসেন কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের দেবজিৎ চট্টোপাধ্যায়। অভিযোগ, সেই সময়ে বিজেপি সমর্থকরা তাঁকে ঘিরে ধরে বেধড়ক মারধর করেন (Kolkata Police AC Beaten by BJP Wokers)।

BJP Nabanna Abhijan
কলকাতা পুলিশের এসিকে রাস্তায় ফেলে বেধড়ক মার বিজেপি কর্মীদের
author img

By

Published : Sep 14, 2022, 10:49 AM IST

Updated : Sep 14, 2022, 11:00 AM IST

কলকাতা, 14 সেপ্টেম্বর: কলকাতা পুলিশের এসি-কে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করেন বিজেপি কর্মীরা (Kolkata Police AC Beaten by BJP Wokers) ৷ লাঠি এবং অন্যান্য সামগ্রী দিয়ে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। পরে তাঁকে সেখান থেকে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। হাতের এক্স-রে করানোর পর জানা যায় তার হাত ভেঙ্গে গিয়েছে।

সেই ঘটনায় এবার ভারতীয় দণ্ডবিধির 307 ধারায় খুনের চেষ্টার মামলা রুজু করেছে লালবাজার (Lalbazar)। ইতিমধ্যেই স্থানীয় বড়বাজার থানায় একটি এফআইআর করেছে কলকাতা পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্তদের চিহ্নিতকরণের কাজ চালাচ্ছে পুলিশ। গতকাল, বিজেপির ডাকা নবান্ন অভিযানকে কেন্দ্র করে হাওড়া এবং কলকাতার একাংশ উত্তাল হয়ে ওঠে। বিজেপি কর্মী-সমর্থকদের ছোঁড়া ইট-পাথরে যখম হন বহু পুলিশকর্মী।

এছাড়াও এমজি রোডে কলকাতা পুলিশের (Kolkata Police) একটি পিসিআর ভ্যানকে অগ্নিসংযোগ করে দেওয়ার অভিযোগে ওঠে বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। পাশাপাশি বিক্ষোভকারীদের ইট এবং পাথরের আঘাতে আহত হয়েছেন কলকাতা পুলিশের বহু উচ্চপদস্থ আধিকারিকরা। ইতিমধ্যেই বড়বাজার জোড়াসাঁকো হেয়ার স্ট্রিট-সহ একাধিক থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে পুলিশের তরফে।

আরও পড়ুন: পুলিশকে মারছে বিজেপি, ভিডিয়ো টুইট তৃণমূলের

কলকাতা, 14 সেপ্টেম্বর: কলকাতা পুলিশের এসি-কে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করেন বিজেপি কর্মীরা (Kolkata Police AC Beaten by BJP Wokers) ৷ লাঠি এবং অন্যান্য সামগ্রী দিয়ে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। পরে তাঁকে সেখান থেকে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। হাতের এক্স-রে করানোর পর জানা যায় তার হাত ভেঙ্গে গিয়েছে।

সেই ঘটনায় এবার ভারতীয় দণ্ডবিধির 307 ধারায় খুনের চেষ্টার মামলা রুজু করেছে লালবাজার (Lalbazar)। ইতিমধ্যেই স্থানীয় বড়বাজার থানায় একটি এফআইআর করেছে কলকাতা পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্তদের চিহ্নিতকরণের কাজ চালাচ্ছে পুলিশ। গতকাল, বিজেপির ডাকা নবান্ন অভিযানকে কেন্দ্র করে হাওড়া এবং কলকাতার একাংশ উত্তাল হয়ে ওঠে। বিজেপি কর্মী-সমর্থকদের ছোঁড়া ইট-পাথরে যখম হন বহু পুলিশকর্মী।

এছাড়াও এমজি রোডে কলকাতা পুলিশের (Kolkata Police) একটি পিসিআর ভ্যানকে অগ্নিসংযোগ করে দেওয়ার অভিযোগে ওঠে বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। পাশাপাশি বিক্ষোভকারীদের ইট এবং পাথরের আঘাতে আহত হয়েছেন কলকাতা পুলিশের বহু উচ্চপদস্থ আধিকারিকরা। ইতিমধ্যেই বড়বাজার জোড়াসাঁকো হেয়ার স্ট্রিট-সহ একাধিক থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে পুলিশের তরফে।

আরও পড়ুন: পুলিশকে মারছে বিজেপি, ভিডিয়ো টুইট তৃণমূলের

Last Updated : Sep 14, 2022, 11:00 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.