ETV Bharat / state

একাধিক দাবিতে কলকাতা পৌরনিগমের সামনে বিক্ষোভ পৌর কর্মীদের - কলকাতা পৌরনিগমের কর্মী

কলকাতা পৌরনিগমের সামনে বিক্ষোভ দেখান পৌর কর্মীরা ৷ এর আগে আলোচনা হলেও সমস্যার সমাধান হয়নি বলে দাবি তাঁদের ৷

কলকাতা পৌরনিগম
কলকাতা পৌরনিগম
author img

By

Published : Jan 19, 2021, 10:27 PM IST

কলকাতা, 19 জানুয়ারি : মেডিক্লেম সহ একাধিক দাবিতে বিক্ষোভ পৌর কর্মীদের ৷ এদিন কলকাতা পৌর নিগমের সামনে বিক্ষোভ দেখান পৌর কর্মীরা ৷ মোট পাঁচ দফা দাবিতে এদিন বিক্ষোভ দেখান কেএমসি ক্লার্কস ইউনিয়নের সদস্যরা । ইউনিয়ন এর পক্ষ থেকে দাবি করা হয় যে, রাজ্য সরকারের হেলথ স্কিম এর অনুরূপ কর্মীদের অবসরের পরেও মেডিক্লেমের এর সুবিধা চালু করতে হবে । এছাড়াও কর্মক্ষেত্রে পদোন্নতি, স্থায়ী পদে কর্মী নিয়োগ, সহ একাধিক দাবি তোলেন তাঁরা ৷

আরও পড়ুন : জনগণই এবার 356 চাইবে: মুকুল রায়

কেএমসি ক্লার্কস ইউনিয়নের তরফ থেকে সংগঠনের সম্পাদক অমিতাভ ভট্টাচার্য বলেন, "এর আগে শোভন চট্টোপাধ্যায় থাকাকালীন এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছিল ৷ কিন্তু সমস্যার সমাধান হয়নি । রাজ্য সরকারের কর্মীদের মতোই কলকাতার পৌর কর্মচারীদের স্বাস্থ্য বীমার বরাদ্দ বাড়াতে হবে । বর্তমানে কলকাতা পৌরনিগমের প্রশাসক ফিরহাদ হাকিম কাছে সমস্যাগুলি নিয়ে বহুবার জানানো হলেও কোনও সমাধান হয়নি ।" পাশাপাশি তাঁদের দাবি, কলকাতা পৌর নিগমের কর্মচারীদের জন্য স্বাস্থ্য বীমা খাতে মাত্র এক লাখ টাকা বরাদ্দ ৷ পৌরকর্মীরা দীর্ঘ 30 - 40 বছর কাজ করার পর অবসরপ্রাপ্ত হলে বীমা পান না । তাঁদের দাবি মানা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলোনে যাবেন ।

কলকাতা, 19 জানুয়ারি : মেডিক্লেম সহ একাধিক দাবিতে বিক্ষোভ পৌর কর্মীদের ৷ এদিন কলকাতা পৌর নিগমের সামনে বিক্ষোভ দেখান পৌর কর্মীরা ৷ মোট পাঁচ দফা দাবিতে এদিন বিক্ষোভ দেখান কেএমসি ক্লার্কস ইউনিয়নের সদস্যরা । ইউনিয়ন এর পক্ষ থেকে দাবি করা হয় যে, রাজ্য সরকারের হেলথ স্কিম এর অনুরূপ কর্মীদের অবসরের পরেও মেডিক্লেমের এর সুবিধা চালু করতে হবে । এছাড়াও কর্মক্ষেত্রে পদোন্নতি, স্থায়ী পদে কর্মী নিয়োগ, সহ একাধিক দাবি তোলেন তাঁরা ৷

আরও পড়ুন : জনগণই এবার 356 চাইবে: মুকুল রায়

কেএমসি ক্লার্কস ইউনিয়নের তরফ থেকে সংগঠনের সম্পাদক অমিতাভ ভট্টাচার্য বলেন, "এর আগে শোভন চট্টোপাধ্যায় থাকাকালীন এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছিল ৷ কিন্তু সমস্যার সমাধান হয়নি । রাজ্য সরকারের কর্মীদের মতোই কলকাতার পৌর কর্মচারীদের স্বাস্থ্য বীমার বরাদ্দ বাড়াতে হবে । বর্তমানে কলকাতা পৌরনিগমের প্রশাসক ফিরহাদ হাকিম কাছে সমস্যাগুলি নিয়ে বহুবার জানানো হলেও কোনও সমাধান হয়নি ।" পাশাপাশি তাঁদের দাবি, কলকাতা পৌর নিগমের কর্মচারীদের জন্য স্বাস্থ্য বীমা খাতে মাত্র এক লাখ টাকা বরাদ্দ ৷ পৌরকর্মীরা দীর্ঘ 30 - 40 বছর কাজ করার পর অবসরপ্রাপ্ত হলে বীমা পান না । তাঁদের দাবি মানা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলোনে যাবেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.