ETV Bharat / state

দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ বান্ধব বিজ্ঞাপনের হোর্ডিংয়ে ছাড় দেবে কলকাতা পৌরনিগম

কলকাতা শহরে দূষণের মাত্রা কমাতে বৃক্ষরোপণ কর্মসূচির উপর গুরুত্ব বাড়াচ্ছে কলকাতা পৌরনিগম । বস্তুত, সেই কারণেই বিজ্ঞাপনের উপরেও এই ছাড়ের সিদ্ধান্ত ।

author img

By

Published : Jul 21, 2021, 9:58 AM IST

কলকাতা পৌরনিগম
কলকাতা পৌরনিগম

কলকাতা, 21 জুলাই : পরিবেশবান্ধব বিজ্ঞাপনের হোর্ডিংয়ে মিলবে ছাড় । শহরে বিজ্ঞাপনের জন্য কলকাতা পৌরনিগম নতুন নীতি তৈরি করছে । নতুন বিজ্ঞাপন নীতি ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে । কলকাতা পৌরনিগম বিশেষ ছাড় দেবে পরিবেশবান্ধব বিজ্ঞাপনের হোর্ডিংয়ে । সৌর শক্তির ব্যবহার, বৃক্ষরোপণ, দূষণ মোকাবিলায় কর্মসূচি প্রকল্পের বিজ্ঞাপনের ক্ষেত্রে কর ছাড় দেওয়া হবে । যত্রতত্র বিজ্ঞাপনে শহরে দৃশ্য দূষণ বাড়ছে । দৃশ্য দূষণ ও শহরের দুর্ঘটনা এড়াতে নতুন বিজ্ঞাপন নীতি তৈরি করছে কলকাতা পৌরনিগম ।

কলকাতা পৌরনিগমের তরফে জানানো হয়েছে, নতুন হোর্ডিং নীতি অনুযায়ী বিজ্ঞাপনের হোর্ডিংয়ের আয়তন ও মাপ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে । নির্দিষ্ট দূরত্ব মেনেই হোর্ডিং বসাতে হবে । শহরে আর যত্রতত্র হোর্ডিং বসানো যাবে না । ডিজিটাল হোর্ডিং বসানোর জন্য শহরে কিছু জায়গা নির্দিষ্ট করে দেওয়া হবে । সেই সঙ্গে তিনি জানিয়েছেন, এখন বিজ্ঞাপনের হোর্ডিং লাগাতে পিলারের ব্যবহার করা হয়। নয়া বিজ্ঞাপন নীতি অনুযায়ী, একটি করে পিলার ব্যবহার করার জন্য অনুমতি দেওয়া হবে । বোর্ডের আলো ও লেখাতে যাতে চালকের অসুবিধা না হয়, তার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে । বিজ্ঞাপনের আলো গাড়ির চালকদের চোখে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ৷ যার ফলে শহরে দুর্ঘটনা ঘটে থাকে । শহরের সরকারি এলাকাগুলি যেমন বিবাদী বাগ, ধর্মতলার মতো এলাকাগুলি বিজ্ঞাপনমুক্ত জ়োন হিসেবে চিহ্নিত করা হয়েছে । এই সব এলাকায় বিজ্ঞাপন বসানো যাবে না । এছাড়াও হেরিটেজ বাড়িতে ও সৌধ স্মৃতিগুলির সামনে বিজ্ঞাপন বসানো যাবে না।

আরও পড়ুন, বাড়ির অ্যাসেসমেন্ট, মিউটেশন আটকে রয়েছে ? চটজলদি সমাধানে আসছে 'দুয়ারে কেএমসি'

কলকাতা শহরে দূষণের মাত্রা কমাতে বৃক্ষরোপণ কর্মসূচির উপর গুরুত্ব বাড়াচ্ছে কলকাতা পৌরনিগম । বস্তুত, সেই কারণেই বিজ্ঞাপনের উপরেও এই ছাড়ের সিদ্ধান্ত । গত দু'বছর ধরে কলকাতা পৌরনিগম নিয়মিতভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে । সেইসঙ্গে শহরে আরবান ফরেস্ট তৈরি করার জন্য বিশেষ গুরুত্ব দিয়েছেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম । বিজ্ঞাপনের নয়া নীতির খসড়া চূড়ান্ত করবেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ।

কলকাতা, 21 জুলাই : পরিবেশবান্ধব বিজ্ঞাপনের হোর্ডিংয়ে মিলবে ছাড় । শহরে বিজ্ঞাপনের জন্য কলকাতা পৌরনিগম নতুন নীতি তৈরি করছে । নতুন বিজ্ঞাপন নীতি ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে । কলকাতা পৌরনিগম বিশেষ ছাড় দেবে পরিবেশবান্ধব বিজ্ঞাপনের হোর্ডিংয়ে । সৌর শক্তির ব্যবহার, বৃক্ষরোপণ, দূষণ মোকাবিলায় কর্মসূচি প্রকল্পের বিজ্ঞাপনের ক্ষেত্রে কর ছাড় দেওয়া হবে । যত্রতত্র বিজ্ঞাপনে শহরে দৃশ্য দূষণ বাড়ছে । দৃশ্য দূষণ ও শহরের দুর্ঘটনা এড়াতে নতুন বিজ্ঞাপন নীতি তৈরি করছে কলকাতা পৌরনিগম ।

কলকাতা পৌরনিগমের তরফে জানানো হয়েছে, নতুন হোর্ডিং নীতি অনুযায়ী বিজ্ঞাপনের হোর্ডিংয়ের আয়তন ও মাপ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে । নির্দিষ্ট দূরত্ব মেনেই হোর্ডিং বসাতে হবে । শহরে আর যত্রতত্র হোর্ডিং বসানো যাবে না । ডিজিটাল হোর্ডিং বসানোর জন্য শহরে কিছু জায়গা নির্দিষ্ট করে দেওয়া হবে । সেই সঙ্গে তিনি জানিয়েছেন, এখন বিজ্ঞাপনের হোর্ডিং লাগাতে পিলারের ব্যবহার করা হয়। নয়া বিজ্ঞাপন নীতি অনুযায়ী, একটি করে পিলার ব্যবহার করার জন্য অনুমতি দেওয়া হবে । বোর্ডের আলো ও লেখাতে যাতে চালকের অসুবিধা না হয়, তার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে । বিজ্ঞাপনের আলো গাড়ির চালকদের চোখে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ৷ যার ফলে শহরে দুর্ঘটনা ঘটে থাকে । শহরের সরকারি এলাকাগুলি যেমন বিবাদী বাগ, ধর্মতলার মতো এলাকাগুলি বিজ্ঞাপনমুক্ত জ়োন হিসেবে চিহ্নিত করা হয়েছে । এই সব এলাকায় বিজ্ঞাপন বসানো যাবে না । এছাড়াও হেরিটেজ বাড়িতে ও সৌধ স্মৃতিগুলির সামনে বিজ্ঞাপন বসানো যাবে না।

আরও পড়ুন, বাড়ির অ্যাসেসমেন্ট, মিউটেশন আটকে রয়েছে ? চটজলদি সমাধানে আসছে 'দুয়ারে কেএমসি'

কলকাতা শহরে দূষণের মাত্রা কমাতে বৃক্ষরোপণ কর্মসূচির উপর গুরুত্ব বাড়াচ্ছে কলকাতা পৌরনিগম । বস্তুত, সেই কারণেই বিজ্ঞাপনের উপরেও এই ছাড়ের সিদ্ধান্ত । গত দু'বছর ধরে কলকাতা পৌরনিগম নিয়মিতভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে । সেইসঙ্গে শহরে আরবান ফরেস্ট তৈরি করার জন্য বিশেষ গুরুত্ব দিয়েছেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম । বিজ্ঞাপনের নয়া নীতির খসড়া চূড়ান্ত করবেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.