ETV Bharat / state

যশ মোকাবিলায় অপ্রয়োজনীয় কেবিলের তার সরিয়ে ফেলার নির্দেশ কলকাতা পৌর নিগমের

গতবছর আমফানে কেবলের তার জড়িয়ে উপড়ে পড়েছিল বহু ল্যাম্পপোস্ট । কেবিলের তার পেঁচিয়ে অনেক গাছ ভেঙে পড়েছিল । তার জড়িয়ে থাকার ফলে গাছ কেটে রাস্তা পরিষ্কার করতেও অনেক বেশি সময় লেগে গিয়েছিল কলকাতা পৌর নিগমের ।

বিপর্যয়ের আশঙ্কায় শহর থেকে অপ্রয়োজনীয় কেবিলের তার সরিয়ে ফেলার নির্দেশ দিল কলকাতা পৌর নিগম
বিপর্যয়ের আশঙ্কায় শহর থেকে অপ্রয়োজনীয় কেবিলের তার সরিয়ে ফেলার নির্দেশ দিল কলকাতা পৌর নিগম
author img

By

Published : May 21, 2021, 6:28 PM IST

কলকাতা, 21মে : কেবল টিভি অপারেটরদের কড়া বার্তা কলকাতা পৌরনিগমের । বিপর্যয় মোকাবিলায় কেবল টিভি অপারেটরদের নিয়ে কলকাতা পৌরনিগমে জরুরি বৈঠক । বঙ্গোপসাগরের ওপর শক্তি বৃদ্ধি করছে ঘূর্ণিঝড় যশ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী তা 22 তারিখ সুন্দরবন উপকূলের কাছাকাছি আছড়ে পড়তে পারে ।

ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির উপর । ঘূর্ণিঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত হতে পারে কলকাতা শহর । গতবছর ঘূর্ণিঝড় আমফানের দাপটে তছনছ হয়ে গিয়েছিল তিলোত্তমা । সেই স্মৃতি মুছে যাওয়ার আগেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় যশ । যশের মোকাবিলা করতে আগাম প্রস্তুতি নিচ্ছে কলকাতা পৌরনিগম ।

গতবছর আমফানের থেকে শিক্ষা নিয়েই এবছর প্রস্তুতি নিচ্ছে কলকাতা পৌর নিগম । এদিন কেবল টিভি অপারেটরদের সঙ্গে বৈঠক করেন প্রশাসকমণ্ডলীর সদস্য দেবাশিস কুমার । গতবছর আমফানে কেবলের তার জড়িয়ে উপড়ে পড়েছিল বহু ল্যাম্পপোস্ট । কেবিলের তার পেঁচিয়ে অনেক গাছ ভেঙে পড়েছিল । তার জড়িয়ে থাকার ফলে গাছ কেটে রাস্তা পরিষ্কার করতেও অনেক বেশি সময় লেগে গিয়েছিল কলকাতা পৌর নিগমের ।

কেবিল টিভি অপারেটরদের কড়া বার্তা কলকাতা পৌরনিগমের

এই দিনের বৈঠকে কেবল টিভি অপারেটরদের কড়া বার্তা দেওয়া হয়েছে ৷ তাঁদের বলা হয়েছে, শহরে যত ল্যাম্পপোস্ট ও গাছে জড়িয়ে থাকা অপ্রয়োজনীয় তার কেটে পরিষ্কার করতে । অচল তারগুলিকে কেটে দ্রুত পরিষ্কার করে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে । এবং ঝড়ের পরবর্তী সময় ল্যাম্পপোস্ট, গাছ উপড়ে পড়ে গেলে সেখান থেকেও দ্রুত কেবলের তার সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । সেই মর্মে লিখিত জমা দিতে হবে কেবল টিভি অপারেটরদের ।

প্রশাসকমণ্ডলীর সদস্য দেবাশিস কুমার জানিয়েছেন, গতবছরের আমফান থেকেই শিক্ষা নিয়ে বিপর্যয় মোকাবিলায় আগাম ব্যবস্থা নিচ্ছে কলকাতা পৌরনিগম । দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে কেবল টিভি অপারেটরদের । অনেক সময় ল্যাম্পপোস্ট পড়ে গিয়ে বিদ্যুতের তার বিচ্ছিন্ন হয়ে যায় । সেইসঙ্গে গাছ কেটে পরিষ্কার করতে অনেক বেশি সমস্যা হয় ।

আরও পড়ুন: বিধায়ক পদে ইস্তফা শোভনদেবের, ভবানীপুরে প্রার্থী হচ্ছেন মমতা

এর পাশাপাশি আগামীকাল থেকেই শহর জুড়ে মাইকিং করা হবে, যাঁরা বিপদজনক বাড়িতে রয়েছেন, তাঁরা যেন ঝড়ের দিন নিরাপদ আশ্রয় সরে যায় । দেবাশিস কুমার বলেন, ‘‘বিপদজনক বাড়ির বাসিন্দাদের পৌরনিগমের কমিউনিটি সেন্টার এলাকার স্কুলগুলিতে রাখার ব্যবস্থা করা হবে । সেই সঙ্গেই কলকাতা পৌরনিগমের কন্ট্রোল রুমে ফোন করলেও মিলবে প্রয়োজনীয় সহযোগিতা ।’’ কলকাতা পৌর নিগমের কন্ট্রোল রুম নাম্বার 033 22861 212 ।

কলকাতা, 21মে : কেবল টিভি অপারেটরদের কড়া বার্তা কলকাতা পৌরনিগমের । বিপর্যয় মোকাবিলায় কেবল টিভি অপারেটরদের নিয়ে কলকাতা পৌরনিগমে জরুরি বৈঠক । বঙ্গোপসাগরের ওপর শক্তি বৃদ্ধি করছে ঘূর্ণিঝড় যশ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী তা 22 তারিখ সুন্দরবন উপকূলের কাছাকাছি আছড়ে পড়তে পারে ।

ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির উপর । ঘূর্ণিঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত হতে পারে কলকাতা শহর । গতবছর ঘূর্ণিঝড় আমফানের দাপটে তছনছ হয়ে গিয়েছিল তিলোত্তমা । সেই স্মৃতি মুছে যাওয়ার আগেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় যশ । যশের মোকাবিলা করতে আগাম প্রস্তুতি নিচ্ছে কলকাতা পৌরনিগম ।

গতবছর আমফানের থেকে শিক্ষা নিয়েই এবছর প্রস্তুতি নিচ্ছে কলকাতা পৌর নিগম । এদিন কেবল টিভি অপারেটরদের সঙ্গে বৈঠক করেন প্রশাসকমণ্ডলীর সদস্য দেবাশিস কুমার । গতবছর আমফানে কেবলের তার জড়িয়ে উপড়ে পড়েছিল বহু ল্যাম্পপোস্ট । কেবিলের তার পেঁচিয়ে অনেক গাছ ভেঙে পড়েছিল । তার জড়িয়ে থাকার ফলে গাছ কেটে রাস্তা পরিষ্কার করতেও অনেক বেশি সময় লেগে গিয়েছিল কলকাতা পৌর নিগমের ।

কেবিল টিভি অপারেটরদের কড়া বার্তা কলকাতা পৌরনিগমের

এই দিনের বৈঠকে কেবল টিভি অপারেটরদের কড়া বার্তা দেওয়া হয়েছে ৷ তাঁদের বলা হয়েছে, শহরে যত ল্যাম্পপোস্ট ও গাছে জড়িয়ে থাকা অপ্রয়োজনীয় তার কেটে পরিষ্কার করতে । অচল তারগুলিকে কেটে দ্রুত পরিষ্কার করে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে । এবং ঝড়ের পরবর্তী সময় ল্যাম্পপোস্ট, গাছ উপড়ে পড়ে গেলে সেখান থেকেও দ্রুত কেবলের তার সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । সেই মর্মে লিখিত জমা দিতে হবে কেবল টিভি অপারেটরদের ।

প্রশাসকমণ্ডলীর সদস্য দেবাশিস কুমার জানিয়েছেন, গতবছরের আমফান থেকেই শিক্ষা নিয়ে বিপর্যয় মোকাবিলায় আগাম ব্যবস্থা নিচ্ছে কলকাতা পৌরনিগম । দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে কেবল টিভি অপারেটরদের । অনেক সময় ল্যাম্পপোস্ট পড়ে গিয়ে বিদ্যুতের তার বিচ্ছিন্ন হয়ে যায় । সেইসঙ্গে গাছ কেটে পরিষ্কার করতে অনেক বেশি সমস্যা হয় ।

আরও পড়ুন: বিধায়ক পদে ইস্তফা শোভনদেবের, ভবানীপুরে প্রার্থী হচ্ছেন মমতা

এর পাশাপাশি আগামীকাল থেকেই শহর জুড়ে মাইকিং করা হবে, যাঁরা বিপদজনক বাড়িতে রয়েছেন, তাঁরা যেন ঝড়ের দিন নিরাপদ আশ্রয় সরে যায় । দেবাশিস কুমার বলেন, ‘‘বিপদজনক বাড়ির বাসিন্দাদের পৌরনিগমের কমিউনিটি সেন্টার এলাকার স্কুলগুলিতে রাখার ব্যবস্থা করা হবে । সেই সঙ্গেই কলকাতা পৌরনিগমের কন্ট্রোল রুমে ফোন করলেও মিলবে প্রয়োজনীয় সহযোগিতা ।’’ কলকাতা পৌর নিগমের কন্ট্রোল রুম নাম্বার 033 22861 212 ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.