কলকাতা, 16 জুলাই : কোরোনায় আক্রান্তদের অনেকই হারাচ্ছে মনোবল । মানসিক অবসাদে ভুগছে তারা । তাদের পাশে দাঁড়াবে কোরোনা জয়ীরা । নয়া এই উদ্যোগ নিয়েছে কলকাতা পৌরনিগম । কলকাতা পৌরনিগমের রিভিয় মিটিঙে সিদ্ধান্ত হয়েছে, কোরোনাকে যারা জয় করেছে, তাদের এই টিমে রাখা হবে । তাদের কলকাতা পৌরনিগমের সঙ্গে কোরোনা সচেতনতা বাড়ানোর কাজে নামতে হবে । সেজন্য তাদের দেওয়া হবে সাম্মানিক ভাতাও ।
কোরোনায় যারা আক্রান্ত তাদের মনোবল বাড়ানোর কাজে কোরোনার সংক্রমণ থেকে সেরে ওঠাদের নিয়ে টিম তৈরির কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই পথে হেঁটে এই টিম তৈরি হচ্ছে । গতকাল পৌরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য অতীন ঘোষ জানান, কোরোনায় আক্রান্ত রোগীদের নিয়ে একটি টিম গঠন করা হবে । কোরোনার আক্রান্তদের অনেকেই কাজ হারিয়েছে । তাদের এক্ষেত্রে কাজে লাগানো হবে । যে সব আক্রান্তরা মনোবল হারিয়েছে বা অবসাদে ভুগছে, তাদের মনোবল ফিরিয়ে আনার কাজ করবে এই টিম । স্বাস্থ্যদপ্তর ও পৌরনিগমের চিকিৎসকরা এই উদ্যোগে সামিল থাকবেন । প্রতিটি বোরো থেকে কোরোনায় আক্রান্তদের নামের তালিকা তৈরি করা হবে ।
পৌরনিগমের তরফে জানা গেছে, যারা স্বেচ্ছায় শ্রম দিতে চাইবে তাদের এই টিমে নেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে । তাদের সাম্মানিক ভাতাও দেওয়া হবে ।