কলকাতা, 2 অগস্ট: রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতার শহর, শহরতলি জুড়ে ছড়িয়ে নামে-বেনামে ফ্ল্যাট, জমি । ইডির তদন্তে বেশ কিছু প্রকাশ্যে এসেছে । তারপরেই নড়েচড়ে বসেছে কলকাতা পৌরনিগম । কোনও ব্যক্তিরই এমন বেনামি সম্পত্তি বা জমি যাতে পৌরনিগমের নজর না এড়িয়ে যায় তাই আধিকারিকদের কোমর বেঁধে মাঠে নামতে নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম (Kolkata Municipal Corporation) । সেই নির্দেশমাফিক ময়দানে নামতে চলেছেন কলকাতা পৌরনিগমের কর মূল্যায়ন বিভাগের কর্মী-আধিকারিকরা ।
কলকাতা পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, আগামী মাস তিনেক সময়কালে শহরে আর কোনও অমূল্যায়িত সম্পত্তি থাকবে না । সমস্ত সম্পত্তি কর মূল্যায়নের আওতায় আনা হবে । ফ্ল্যাট-বাড়ি কিংবা জমি, অফিস সম্পত্তি করের আওতায় আনবে কলকাতা পৌরনিগমের কর মূল্যায়ন বিভাগ । আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, মালিকানাহীন জমি বা বাড়ির কলকাতা পৌরনিগম নিজের অধীনে আনবে । যদি কেউ নিজেকে পরে সংশ্লিষ্ট সম্পত্তির মালিক দাবি করেন, তাহলে তাঁকে প্রমাণ দিয়ে সেই জমি পৌরনিগমের কাছ থেকে নিতে হবে । একই সঙ্গে মিটিয়ে দিতে হবে সমস্ত বকেয়া সম্পত্তি কর । কেএমডিএ বা অন্য কোনও সংস্থার জমি হলেও সে বিষয়ে পৌরনিগমকে অবগত করতে হবে ।
আরও পড়ুন: স্কুলের নীল-সাদা ইউনিফর্ম তৈরির বরাত পেল কলকাতা পৌরনিগমের স্বনির্ভর গোষ্ঠী
এ বিষয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, শহরে এমন অনেক সম্পত্তি আছে যা কার্যত 'বেওয়ারিশ' । দীর্ঘদিন যাবত মালিক হিসেবে কেউ সেই সম্পত্তির দাবি করেন না । সম্পত্তি করও দেন না। অনেক সরকারি-বেসরকারি সংস্থার জমিও এর মধ্যেই রয়েছে । এই মূল্যায়নহীন জমিগুলোকে চিহ্নিত করেছে পৌরনিগম। তিন মাসের মধ্যে এমন ফ্ল্যাট, বাড়ি বা সরকারি-বেসরকারি সমস্ত জমিকে সম্পত্তিকর মূল্যায়নের আওতায় আনা হবে । আধিকারিকদের একাংশের মতে, এতে যেমন বেনামি সম্পত্তি হদিশ মিলবে, তেমনই সম্পত্তি কর বাবদ মোটা অঙ্কের আয়ও হবে ।