ETV Bharat / state

Kolkata Municipal Corporation: ত্রিফলা অতীত ! খরচ কমাতে একফলা লাগাতে উদ্যোগী কেএমসি - রাস্তায় ত্রিফলার পরিবর্তে একফলা আলো

খরচ কমাতে বিদ্যুৎ বিলে কাটছাঁট কলকাতা কর্পোরেশনের (Corporation Take Initiative for Cost Cutting)৷ শহরের সৌন্দর্যায়ন করতে সাধারণ বাতিস্তম্ভের পরিবর্তে ত্রিফলা আলো লাগানো শুরু হয় ৷ কোষাগারে টান পড়েছে । তাই এবার সাশ্রয় করতে ত্রিফলার পরিবর্তে একফলা আলো লাগানোর ব্যবস্থা কলকাতা পৌরনিগমের ৷

Kolkata Municipal Corporation
কলকাতা পৌরনিগম
author img

By

Published : Mar 14, 2023, 7:36 AM IST

কলকাতা, 14 মার্চ: তিলোত্তমাকে সুন্দর দেখাতে লন্ডনের ধাঁচে বাতিস্তম্ভ বসানোর ব্যবস্থা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রীর পছন্দের ত্রিফলা দিয়ে সেজে উঠেছিল সিটি অফ জয় । বড় আলোক স্তম্ভের মাঝে রাস্তার দু’ধারে টানা ত্রিফলা আলো লাগানো হয়েছিল । এর জেরে রাতের কলকাতা আরও মায়াবী ও আলোক উজ্জ্বল হলেও, কর্পোরেশনের কোষাগারে আঁধার ঘনিয়ে ছিল । এবার খরচ কমাতে একফলা বসানোর পথে রাজ্য (KMC initiate to reduce electricity bill) ৷

ত্রিফলা খরচ থেকে বিদ্যুৎ বিল সব মিলিয়ে বছরে কোষাগার থেকে খরচ হতো কমপক্ষে 35 কোটি টাকা । এছাড়া ছিল চুরির সমস্যা । বিপুল খরচের জেরে বেশ কিছু বছর ধরেই ত্রিফলা রক্ষণাবেক্ষণে ভাটা পড়েছিল । বলা যায় প্রায় বন্ধই হয়ে গিয়েছিল ত্রিফলার সংরক্ষণ ৷ ভেঙে পড়া বন্ধ ত্রিফলার আগে লেগেছিল নীল-সাদা এলইডি ফিতে । আবার বর্ষাকালে সেই পরে থাকা ত্রিফলাই শহর জুড়ে মরণফাঁদ হয়ে দাঁড়ায় । বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মৃত্যুও হয়েছে বেশ কয়েকজন নাগরিকের । তার উপর করোনা আবহ, সব মিলিয়ে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল ত্রিফলার খরচ জোগাড় করা ৷

তাই চলতি অর্থবছর শুরুতেই সিদ্ধান্ত হয়েছিল, আর নতুন করে ত্রিফলা লাগানো হবে না শহরে । তার বদলে বসানো হবে একফলা । আর বছরখানেক পরে সেই সিদ্ধান্তের ইতিবাচক ফল মিলল । কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, ত্রিফলার জন্য পৌর কোষাগার থেকে প্রতিমাসে সব মিলিয়ে গুনতে হতো 3 কোটি টাকার বেশি (Kolkata Municipal Corporation)। যা বছরে দাঁড়ায় 36 কোটির বেশি । সেখানে এখন একফলা বাতি স্তম্ভ লাগিয়ে এলইডি আলো দিয়ে প্রতি মাসে সব মিলিয়ে খরচ এক কোটির ধরে কাছেও যায় না । সেই হিসেব করলে সহজেই বছরে 30-32 কোটি টাকা বেঁচে যাচ্ছে কলকাতা কর্পোরেশনের ।

আরও পড়ুন : পৌরআইন মেনে ফ্ল্যাট তুললে তবেই মিলবে সিসি, আবাসনে নির্মাণে আরও কড়া কেএমসি

এই বিষয়ে এক আধিকারিক বলেন, "এক একটি ত্রিফলা স্তম্ভ লাগাতে খরচ হতো প্রায় 12-15 হাজার টাকা । কলকাতা জুড়ে প্রায় 12-15 হাজার বাতিস্তম্ভ লাগানো হয়েছিল । 27 কোটির বেশি খরচ হয়েছিল । সেখানে একফলা লাগাতে খরচ হয় অর্ধেকের কম । এদিকে এলইডি আলো লাগানোয় বিদ্যুৎ খরচ অনেকটাই সাশ্রয় হয়েছে । ফলে বিপুল টাকা কোষাগারের বেঁচেছে ।

কলকাতা, 14 মার্চ: তিলোত্তমাকে সুন্দর দেখাতে লন্ডনের ধাঁচে বাতিস্তম্ভ বসানোর ব্যবস্থা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রীর পছন্দের ত্রিফলা দিয়ে সেজে উঠেছিল সিটি অফ জয় । বড় আলোক স্তম্ভের মাঝে রাস্তার দু’ধারে টানা ত্রিফলা আলো লাগানো হয়েছিল । এর জেরে রাতের কলকাতা আরও মায়াবী ও আলোক উজ্জ্বল হলেও, কর্পোরেশনের কোষাগারে আঁধার ঘনিয়ে ছিল । এবার খরচ কমাতে একফলা বসানোর পথে রাজ্য (KMC initiate to reduce electricity bill) ৷

ত্রিফলা খরচ থেকে বিদ্যুৎ বিল সব মিলিয়ে বছরে কোষাগার থেকে খরচ হতো কমপক্ষে 35 কোটি টাকা । এছাড়া ছিল চুরির সমস্যা । বিপুল খরচের জেরে বেশ কিছু বছর ধরেই ত্রিফলা রক্ষণাবেক্ষণে ভাটা পড়েছিল । বলা যায় প্রায় বন্ধই হয়ে গিয়েছিল ত্রিফলার সংরক্ষণ ৷ ভেঙে পড়া বন্ধ ত্রিফলার আগে লেগেছিল নীল-সাদা এলইডি ফিতে । আবার বর্ষাকালে সেই পরে থাকা ত্রিফলাই শহর জুড়ে মরণফাঁদ হয়ে দাঁড়ায় । বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মৃত্যুও হয়েছে বেশ কয়েকজন নাগরিকের । তার উপর করোনা আবহ, সব মিলিয়ে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল ত্রিফলার খরচ জোগাড় করা ৷

তাই চলতি অর্থবছর শুরুতেই সিদ্ধান্ত হয়েছিল, আর নতুন করে ত্রিফলা লাগানো হবে না শহরে । তার বদলে বসানো হবে একফলা । আর বছরখানেক পরে সেই সিদ্ধান্তের ইতিবাচক ফল মিলল । কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, ত্রিফলার জন্য পৌর কোষাগার থেকে প্রতিমাসে সব মিলিয়ে গুনতে হতো 3 কোটি টাকার বেশি (Kolkata Municipal Corporation)। যা বছরে দাঁড়ায় 36 কোটির বেশি । সেখানে এখন একফলা বাতি স্তম্ভ লাগিয়ে এলইডি আলো দিয়ে প্রতি মাসে সব মিলিয়ে খরচ এক কোটির ধরে কাছেও যায় না । সেই হিসেব করলে সহজেই বছরে 30-32 কোটি টাকা বেঁচে যাচ্ছে কলকাতা কর্পোরেশনের ।

আরও পড়ুন : পৌরআইন মেনে ফ্ল্যাট তুললে তবেই মিলবে সিসি, আবাসনে নির্মাণে আরও কড়া কেএমসি

এই বিষয়ে এক আধিকারিক বলেন, "এক একটি ত্রিফলা স্তম্ভ লাগাতে খরচ হতো প্রায় 12-15 হাজার টাকা । কলকাতা জুড়ে প্রায় 12-15 হাজার বাতিস্তম্ভ লাগানো হয়েছিল । 27 কোটির বেশি খরচ হয়েছিল । সেখানে একফলা লাগাতে খরচ হয় অর্ধেকের কম । এদিকে এলইডি আলো লাগানোয় বিদ্যুৎ খরচ অনেকটাই সাশ্রয় হয়েছে । ফলে বিপুল টাকা কোষাগারের বেঁচেছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.