কলকাতা, 20মে : বিপর্যয় মোকাবিলায় কলকাতা পৌরনিগমের সদর দফতরে জরুরি বৈঠক । পৌরনিগমের প্রশাসকমণ্ডলীর সদস্যরা বিভাগীয় ভারপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে ঘূর্ণিঝড় যশ মোকাবিলা নিয়ে বৈঠক করেন । গতবছর ঘূর্ণিঝড় আমফানের ভয়াবহ স্মৃতি এখনও মুছে যায়নি । এই পরিস্থিতির মধ্যেই বঙ্গোপসাগরের উপর ফের ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড় যশ । গতবছরের সুপার সাইক্লোন আমফান থেকে শিক্ষা নিয়েই আগাম ব্যবস্থা নিচ্ছে কলকাতা পৌরনিগম ।
ইতিমধ্যেই ঘূর্ণিঝড় মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে । অবস্থার অবনতি হলে প্রয়োজনে সেনা বাহিনীর সাহায্য নেওয়া হবে বলে জানিয়েছেন প্রশাসকমণ্ডলীর সদস্য দেবাশিস কুমার । পরিস্থিতির মোকাবিলা করতে ওড়িশা থেকেও ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম আনা হচ্ছে রাজ্যে ৷
বঙ্গোপসাগরের উপর সৃষ্ট ঘূর্ণিঝড় যশ আছড়ে পড়তে পারে রাজ্যে । এই সম্ভাবনার কথা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । আবহাওয়া দফতরের পূর্বাভাসকে গুরুত্ব দিয়ে তৎপর হচ্ছে কলকাতা পৌরনিগম । কলকাতার শহর ও মানুষের জীবনকে রক্ষা করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা করা হয়েছে ।
কলকাতা পৌরনিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য তারক সিং জানিয়েছেন, কলকাতা শহরের সবকটি পাম্পিং স্টেশনকে সচল রাখা হবে । ইতিমধ্যেই দায়িত্বে থাকা ডিজি ও ইঞ্জিনিয়ারদের পাম্পগুলি মেরামত করে সচল করার নির্দেশ দেওয়া হয়েছে । প্রয়োজনের অতিরিক্ত পাম্পের ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে । যদি বৃষ্টির কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সেক্ষেত্রে অতিরিক্ত জেনারেটরের ব্যবস্থা রাখা হচ্ছে । তিনি জানিয়েছেন, বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখার জন্য সিইএসসির সঙ্গেও বৈঠক করা হবে । এর পাশাপাশি কলকাতার প্রত্যেকটি বরোতে একটি করে মিডিয়াম ও একটি করে হেভি-ডিউটি জেনারেটর রাখা হচ্ছে । কলকাতা পৌরনিগমের সমস্ত বিভাগের কর্মীদের নিয়ে একটি কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে । ঝড়ের দিন যেকোনও পরিস্থিতি সামাল দিতে এই কুইক রেসপন্স টিম কাজ করবে।
দেবাশিস কুমার জানিয়েছেন, ঝড়ে পড়ে গেলে দ্রুততার সঙ্গে গাছ কেটে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে । শহরের বড় রাস্তাগুলিকে সচল রাখতে গাছ কেটে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হবে । এর জন্য অতিরিক্ত উড কাটার সেট রাখা হচ্ছে । ডিজাস্টার ম্যানেজমেন্ট ও কলকাতা পৌরনিগমের জঞ্জাল সাফাই কর্মীরা একসঙ্গে রাস্তায় নামে কাজ করবে পরিস্থিতি সামাল দিতে । বহুতল বাড়িগুলির ক্ষেত্রে বিদ্যুতের তার ছিড়ে গেলে পানীয় জলের সমস্যা হয় । সেই ক্ষেত্রে অতিরিক্ত জেনারেটর সেট দিয়ে পানীয় জল সরবরাহ স্বাভাবিক করা হবে । প্রয়োজন হলে ওড়িশা থেকেও বিপর্যয় মোকাবিলার দল আনা হবে পরিস্থিতি সামাল দিতে । যদি অবস্থার বেশি অবনতি ঘটে তাহলে সেনা বাহিনী নামানো হবে ।
আরও পড়ুন : প্রধানমন্ত্রী-জেলাশাসকদের বৈঠক হাইজ্যাক করেছেন মমতা, পালটা সরব শুভেন্দু
সেই সঙ্গে তিনি জানিয়েছেন, কলকাতায় যে সমস্ত বিপজ্জনক বাড়ি আছে , সেখানের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে । রাস্তায় যেসব ফুটপাথবাসী রয়েছেন তাঁদের নিরাপদ আশ্রয়ে সরানো হবে । তাঁর দাবি, সুপার সাইক্লোন যশ মোকাবিলায় তৎপর রয়েছে কলকাতা পৌরনিগম । কলকাতা পৌরনিগমের কন্ট্রোল রুম থেকে পরিস্থিতির ওপর নজরদারি রাখা হবে । প্রত্যেক ওয়ার্ডের জনপ্রতিনিধিকে পরিস্থিতির ওপর নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে এদিনের বৈঠকে ।