কলকাতা, 15 অগাস্ট : বাড়িতে গিয়ে প্রবীণদের করোনা টিকা দেওয়ার ক্ষেত্রে নয়া নীতি নিল কলকাতা পৌরনিগম। শয্যাশায়ী অথবা প্রবীণ নাগরিক যাঁরা বাড়ির বাইরে বেরোতে পারেন না, তাঁদের বাড়িতে গিয়ে করোনার টিকা দেওয়া হবে। যে অসুস্থ ব্যক্তি অথবা প্রবীণ নাগরিককে টিকা দেওয়া হবে সেই ব্যক্তির চিকিৎসক অথবা পারিবারিক চিকিৎসকের উপস্থিতিতেই করোনার টিকা দেওয়া হবে।
বিকেল 5 টা থেকে 6 টার মধ্যে টিকাপ্রাপকের বাড়িতে গিয়ে করোনার টিকা দেবেন পৌরস্বাস্থ্যকর্মীরা।
সেক্ষেত্রে পারিবারিক চিকিৎসককে টিকাপ্রাপকের শারীরিক অবস্থা জানিয়ে একটি হেল্থ সার্টিফিকেট দিতে হবে। সেই সঙ্গে টিকাপ্রাপকের পরিবারের অন্যান্য সদস্যদের করোনা টিকার একটি বা দু‘টি ডোজ নেওয়া আবশ্যক ৷ এই শর্ত পূরণ হলেই শয্যাশায়ী বা প্রবীণ নাগরিকদের বাড়ি গিয়ে টিকা দেওয়া হবে ৷
দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী ও প্রবীণ নাগরিক যাঁরা বাড়ির বাইরে গিয়ে করোনা টিকা নিতে পারছেন না, সেরকম বহু মানুষই করোনার ভ্যাকসিনের জন্য আবেদন জানিয়েছেন কলকাতা পৌর নিগমের মুখ্য প্রশাসকের কাছে ৷ তাঁদের জন্য বাড়িতে গিয়ে টিকাকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু সেই ক্ষেত্রে টিকাপ্রাপকের চিকিৎসকের উপস্থিতি আবশ্যিক বলে জানিয়ে দিল কলকাতা পৌরনিগম।
আরও পড়ুন : Petrol-Diesel Price : টানা চার সপ্তাহ অপরিবর্তিত জ্বালানির দাম
কলকাতা পৌর নিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম এ বিষয়ে জানিয়েছেন, রাজ্য স্বাস্থ্য দফতরে আধিকারিকদের সঙ্গে আলোচনা হয়েছে। যদি টিকাপ্রাপকের চিকিৎসক অথবা পারিবারিক চিকিৎসক উপস্থিত থাকে তাহলেই টিকা দেওয়া হবে।
পরিবারের তরফ থেকে হেল্থ সার্টিফিকেট নিয়ে টিকার জন্য আবেদন জানাতে হবে নিকটবতী পৌর স্বাস্থ্যকেন্দ্রে। সেইসঙ্গে বাড়ির বাকি সদস্যদের একটি বা দু'টি ডোজের টিকা দেওয়া হয়েছে সেই বিষয়েও জানাতে হবে। টিকাপ্রাপকের আধার কার্ডের ফটোকপি নিয়ে যেতে হবে।