ETV Bharat / state

Kolkata Metro Tokens Back: মেট্রোয় টোকেন ফিরলেও বাড়ল না যাত্রী সংখ্যা

করোনাকালে (Novel Coronavirus Pandemic) স্মার্ট কার্ড (Metro Smart Card) ব্যবহার করেই এত দিন মেট্রোয় (Metro Railway Kolkata) যাতায়াত চলছিল ৷ কিন্তু কমপক্ষে 100 টাকা জমা দিয়ে কার্ড নেওয়ার ক্ষেত্রে তেমন সাড়া মেলেনি ৷ ফলে যাত্রীও তেমন হচ্ছিল না ৷ তাই ফেরানো হল টোকেন (Kolkata Metro Tokens Back) ।

author img

By

Published : Nov 26, 2021, 8:24 PM IST

kolkata-metro-tokens-back-but-not-enough-passengers
মেট্রোয় টোকেন বিক্রি আশানুরূপ নয় ।

কলকাতা, 26 নভেম্বর: প্রায় 19 মাস বন্ধ থাকার পর কলকাতা মেট্রোয় ফের প্রত্যাবর্তন ঘটল টোকেনের (Kolkata Metro Tokens Back) ৷ উত্তর-দক্ষিণ এবং পূর্ব-পশ্চিম, দুই দিকেই কাউন্টারে মিলছে টোকেন ৷ তবে তাতেও যাত্রী সংখ্যা বাড়ানো গেল না ৷ মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, বৃহস্পতিবার এবং শুক্রবার দুপুর পর্যন্ত যে পরিমাণ টোকেন বিক্রি হয়েছে, তা প্রত্যাশার তুলনায় অনেকটাই কম ৷

মেট্রো (Metro Railway Kolkata) রেলের এক আধিকারিক জানিয়েছেন, ‘‘এক বার টোকেন বিক্রি শুরু হলে, যত যাত্রী বাড়তে পারে বলে মনে করা হয়েছিল, তেমন বাড়েনি ৷ তবে অনেকেই এখনও টোকেন ফেরার বিষয়ে অবগত নন ৷ তার জন্যও প্রত্যাশিত সাড়া মেলেনি ৷ ধীরে ধীরে টোকেন বিক্রি নিশ্চয়ই বাড়বে ৷’’

আরও পড়ুন: Kolkata Corporation Election 2021 : কলকাতায় ফিরহাদ-সহ 6 বিধায়ককে ফের প্রার্থী করল তৃণমূল

করোনাকালে (Novel Coronavirus Pandemic) দীর্ঘ বিরতি কাটিয়ে মেট্রো পরিষেবা পুনরায় চালু হলেও, টোকেন বিক্রি বন্ধ রাখা হয়েছিল, যাতে হাতের স্পর্শে সংক্রমণ ছড়াতে না পারে ৷ আবার কাউন্টারের সামনে লম্বা ভিড়ও আটকানো যায় ৷ তাই স্মার্ট কার্ড (Metro Smart Card) ব্যবহার করেই এত দিন যাতায়াত চলছিল ৷ কিন্তু কমপক্ষে 100 টাকা জমা দিয়ে কার্ড নেওয়ার ক্ষেত্রে তেমন সাড়া মেলেনি ৷ ফলে যাত্রীও তেমন হচ্ছিল না ৷

তাতেই সম্প্রতি ফের টোকেন ব্যবস্থা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ সংক্রমণ এড়াতে টোকেন স্যানিটাইজ-এর ব্যবস্থাও করা হয় ৷ কিন্তু মেট্রো রেল কর্তৃপক্ষের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার মেট্রোয় মোট যাত্রীসংখ্যা ছিল 3 লক্ষ 47 হাজার 313 ৷ কিন্তু টোকেন বিক্রি হয়েছে মাত্র 32 হাজার 951টি ৷ অর্থাৎ 3 লক্ষ 14 হাজার 362 যাত্রী স্মার্ট কার্ড ব্যবহার করেই যাতায়াত করেছেন ৷ অথচ বুধবার সন্ধ্যা 7টা পর্যন্ত স্মার্টকার্ড বিক্রি হয়েছে 2 হাজার 24টি ৷ যদিও দমদম এবং দক্ষিণেশ্বর স্টেশনে ভালই টিকিট বিক্রি হয়েছে ৷

আরও পড়ুন: BJP Candidate list for Kolkata Municipal Election : সোমে প্রকাশ প্রার্থী তালিকা, তার আগে হেস্টিংসে দু'দিনের জরুরি বৈঠক বিজেপির

শুক্রবার দুপুর 3টে পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এ দিন দুপুর পর্যন্ত যাত্রীসংখ্যা ছিল 1 লক্ষ 82 হাজার ৷ 22 হাজার টোকেন বিক্রি হয়েছে ৷ এ দিন নতুন স্মার্টকার্ড বিক্রি হয়েছে 1 হাজার 200 ৷ অর্থাৎ শুক্রবারও টোকেন বিক্রি আশানুরূপ হয়নি ৷

কলকাতা, 26 নভেম্বর: প্রায় 19 মাস বন্ধ থাকার পর কলকাতা মেট্রোয় ফের প্রত্যাবর্তন ঘটল টোকেনের (Kolkata Metro Tokens Back) ৷ উত্তর-দক্ষিণ এবং পূর্ব-পশ্চিম, দুই দিকেই কাউন্টারে মিলছে টোকেন ৷ তবে তাতেও যাত্রী সংখ্যা বাড়ানো গেল না ৷ মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, বৃহস্পতিবার এবং শুক্রবার দুপুর পর্যন্ত যে পরিমাণ টোকেন বিক্রি হয়েছে, তা প্রত্যাশার তুলনায় অনেকটাই কম ৷

মেট্রো (Metro Railway Kolkata) রেলের এক আধিকারিক জানিয়েছেন, ‘‘এক বার টোকেন বিক্রি শুরু হলে, যত যাত্রী বাড়তে পারে বলে মনে করা হয়েছিল, তেমন বাড়েনি ৷ তবে অনেকেই এখনও টোকেন ফেরার বিষয়ে অবগত নন ৷ তার জন্যও প্রত্যাশিত সাড়া মেলেনি ৷ ধীরে ধীরে টোকেন বিক্রি নিশ্চয়ই বাড়বে ৷’’

আরও পড়ুন: Kolkata Corporation Election 2021 : কলকাতায় ফিরহাদ-সহ 6 বিধায়ককে ফের প্রার্থী করল তৃণমূল

করোনাকালে (Novel Coronavirus Pandemic) দীর্ঘ বিরতি কাটিয়ে মেট্রো পরিষেবা পুনরায় চালু হলেও, টোকেন বিক্রি বন্ধ রাখা হয়েছিল, যাতে হাতের স্পর্শে সংক্রমণ ছড়াতে না পারে ৷ আবার কাউন্টারের সামনে লম্বা ভিড়ও আটকানো যায় ৷ তাই স্মার্ট কার্ড (Metro Smart Card) ব্যবহার করেই এত দিন যাতায়াত চলছিল ৷ কিন্তু কমপক্ষে 100 টাকা জমা দিয়ে কার্ড নেওয়ার ক্ষেত্রে তেমন সাড়া মেলেনি ৷ ফলে যাত্রীও তেমন হচ্ছিল না ৷

তাতেই সম্প্রতি ফের টোকেন ব্যবস্থা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ সংক্রমণ এড়াতে টোকেন স্যানিটাইজ-এর ব্যবস্থাও করা হয় ৷ কিন্তু মেট্রো রেল কর্তৃপক্ষের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার মেট্রোয় মোট যাত্রীসংখ্যা ছিল 3 লক্ষ 47 হাজার 313 ৷ কিন্তু টোকেন বিক্রি হয়েছে মাত্র 32 হাজার 951টি ৷ অর্থাৎ 3 লক্ষ 14 হাজার 362 যাত্রী স্মার্ট কার্ড ব্যবহার করেই যাতায়াত করেছেন ৷ অথচ বুধবার সন্ধ্যা 7টা পর্যন্ত স্মার্টকার্ড বিক্রি হয়েছে 2 হাজার 24টি ৷ যদিও দমদম এবং দক্ষিণেশ্বর স্টেশনে ভালই টিকিট বিক্রি হয়েছে ৷

আরও পড়ুন: BJP Candidate list for Kolkata Municipal Election : সোমে প্রকাশ প্রার্থী তালিকা, তার আগে হেস্টিংসে দু'দিনের জরুরি বৈঠক বিজেপির

শুক্রবার দুপুর 3টে পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এ দিন দুপুর পর্যন্ত যাত্রীসংখ্যা ছিল 1 লক্ষ 82 হাজার ৷ 22 হাজার টোকেন বিক্রি হয়েছে ৷ এ দিন নতুন স্মার্টকার্ড বিক্রি হয়েছে 1 হাজার 200 ৷ অর্থাৎ শুক্রবারও টোকেন বিক্রি আশানুরূপ হয়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.