ETV Bharat / state

Kolkata Metro Service: জুনেও চলবে মেট্রোর লাইন মেরামতির কাজ, দেখে নিন নতুন সময়সূচি - রবিবারের মেট্রো পরিষেবা

জুন মাসের চারটি রবিবার দক্ষিণেশ্বর-কবি সুভাষ শাখায় হবে মেট্রো লাইন মেরামতির কাজ ৷ তাই রদবদল হয়েছে মেট্রোর সময়সূচিতে ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By

Published : Jun 2, 2023, 3:44 PM IST

কলকাতা, 2 জুন: জুন মাসেও চলবে কলকাতা মেট্রোর নর্থ-সাউথ শাখায় (ব্লু লাইন) রেলের ট্র্যাক মেরামতির কাজ । তাই আবারও সপ্তাহান্তে মেট্রো লাইন মেরামতের জন্য নেওয়া হতে চলেছে পাওয়া ব্লক । শুক্রবার এমনটাই জানানো হয়েছে কলকাতা মেট্রোরেলের পক্ষ থেকে । কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন যে, মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন পর্যন্ত এই মেগা পাওয়ার ব্লক নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

আগামী, 4, 11, 18 এবং 25 জুন এই দিনগুলিতে মেট্রো পরিষেবা কিছুক্ষণের জন্য স্থগিত রেখে চলবে এই ট্র্যাক মেরামতির কাজ । তবে যেহেতু এই দিনগুলি রবিবার তাই সাধারণত পরিষেবা শুরু হয় সকাল 9টা থেকে । তবে চলতি মাসের এই চারটি রবিবার সকাল 9টার পরিবর্তে পরিষেবা শুরু হবে সকাল 10টায় ।

দেখে নেওয়া যাক নর্থ-সাউথ শাখায় জুন মাসের এই চার রবিবারের পরিষেবা শুরুর সময়সূচি:

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত দিনের প্রথম মেট্রো পরিষেবা শুরু হবে সকাল দশটা থেকে । দক্ষিণেশ্বর স্টেশন থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার প্রথম মেট্রোও সকাল দশটায় ৷ দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার প্রথম মেট্রোও রওনা হবে সকাল 10টায় ৷ একইভাবে এইদিনগুলিতে দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো সকাল 9টার পরিবর্তে 10টায় ছাড়বে ৷

আরও পড়ুন: যাতায়াতের পথে কুরিয়ার পরিষেবা, শিয়ালদা মেট্রো স্টেশনে নয়া কাউন্টার

ওই চারটি রবিবার ব্লু-লাইনে দিনের শেষ পরিষেবার সময়সূচি:

কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে ৷ অর্থাৎ, শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 27 মিনিটে ৷ অন্যদিকে, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রোর সময়ও অপরিবর্তিত থাকছে অর্থাৎ অন্যান্য রবিবারের মতো ওই রবিবারেও এই রুটে দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 28মিনিটে ৷ দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রোর সময়ও অপরিবর্তিত থাকছে, শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 40 মিনিটে ৷ কবি সুভাষ থেকে দমদম যাওয়ার দিনের শেষ মেট্রোও ছাড়বে রাত 9টা 40 মিনিটে ৷

কলকাতা, 2 জুন: জুন মাসেও চলবে কলকাতা মেট্রোর নর্থ-সাউথ শাখায় (ব্লু লাইন) রেলের ট্র্যাক মেরামতির কাজ । তাই আবারও সপ্তাহান্তে মেট্রো লাইন মেরামতের জন্য নেওয়া হতে চলেছে পাওয়া ব্লক । শুক্রবার এমনটাই জানানো হয়েছে কলকাতা মেট্রোরেলের পক্ষ থেকে । কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন যে, মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন পর্যন্ত এই মেগা পাওয়ার ব্লক নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

আগামী, 4, 11, 18 এবং 25 জুন এই দিনগুলিতে মেট্রো পরিষেবা কিছুক্ষণের জন্য স্থগিত রেখে চলবে এই ট্র্যাক মেরামতির কাজ । তবে যেহেতু এই দিনগুলি রবিবার তাই সাধারণত পরিষেবা শুরু হয় সকাল 9টা থেকে । তবে চলতি মাসের এই চারটি রবিবার সকাল 9টার পরিবর্তে পরিষেবা শুরু হবে সকাল 10টায় ।

দেখে নেওয়া যাক নর্থ-সাউথ শাখায় জুন মাসের এই চার রবিবারের পরিষেবা শুরুর সময়সূচি:

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত দিনের প্রথম মেট্রো পরিষেবা শুরু হবে সকাল দশটা থেকে । দক্ষিণেশ্বর স্টেশন থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার প্রথম মেট্রোও সকাল দশটায় ৷ দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার প্রথম মেট্রোও রওনা হবে সকাল 10টায় ৷ একইভাবে এইদিনগুলিতে দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো সকাল 9টার পরিবর্তে 10টায় ছাড়বে ৷

আরও পড়ুন: যাতায়াতের পথে কুরিয়ার পরিষেবা, শিয়ালদা মেট্রো স্টেশনে নয়া কাউন্টার

ওই চারটি রবিবার ব্লু-লাইনে দিনের শেষ পরিষেবার সময়সূচি:

কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে ৷ অর্থাৎ, শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 27 মিনিটে ৷ অন্যদিকে, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রোর সময়ও অপরিবর্তিত থাকছে অর্থাৎ অন্যান্য রবিবারের মতো ওই রবিবারেও এই রুটে দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 28মিনিটে ৷ দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রোর সময়ও অপরিবর্তিত থাকছে, শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 40 মিনিটে ৷ কবি সুভাষ থেকে দমদম যাওয়ার দিনের শেষ মেট্রোও ছাড়বে রাত 9টা 40 মিনিটে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.