কলকাতা, 13 নভেম্বর: বিশ্বকর্মা পুজো থেকেই শুরু হয়ে যায় বাঙালির 12 মাসের 13 পার্বণ। শেষ হয়েছে দুর্গা ও লক্ষ্মীপুজো। বঙ্গে এখন শ্যামা পুজোর মেজাজ। আর তা কাটতে না-কাটতেই বুধবার পালিত হবে ভাইফোঁটা। ভাতৃদ্বিতীয়ায় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন পর্যন্ত মেট্রোর সংখ্যা কমানো হয়েছে। আগামী 15 নভেম্বর সারাদিনে চালানো হবে 234টি মেট্রো পরিষেবা। আজ, সোমবার এমনটাই নিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ।
ভাইফোঁটা যেহেতু ছুটির দিন তাই সপ্তাহের অন্যান্য ব্যস্ত দিনের মতো যাত্রী চাপ থাকবে না। তাই আগামী বুধবার ব্লু লাইনে 288টির পরিবর্তে চলবে মোট 234টি পরিষেবা। এই সংখ্যার মধ্যে 117টি আপ ও 117টি ডাউন পরিষেবা থাকছে। 234টির মধ্যে 160টি পরিষেবা যাতায়াত করবে দক্ষিণেশ্বর পর্যন্ত। যদিও ব্লু লাইনে ওইদিন প্রথম এবং শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে ৷
আগামী 15 নভেম্বর দিনের প্রথম পরিষেবা:
- দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 06:50 মিনিটে। সময় অপরিবর্তিত থাকছে।
- কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 06:50-এ। সময় অপরিবর্তিত ৷
- দমদম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 06:55 সময়। সময় অপরিবর্তিত থাকছে।
- দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 07:00টায়। সময় অপরিবর্তিত।
আগামী 15 নভেম্বর দিনের শেষ মেট্রো:
- দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9.28 মিনিটে। সময় অপরিবর্তিত থাকছে।
- কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9.30 মিনিটে। সময় অপরিবর্তিত থাকছে।
- দমদম থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9:40 মিনিটে। সময় অপরিবর্তিত থাকছে।
- কবি সুভাষ থেকে দমদম যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9:40 মিনিটে। সময় অপরিবর্তিত থাকছে।
ওইদিন ইস্ট-ওয়েস্ট মেট্রোর গ্রিন লাইন ও পার্পল লাইনের পরিষেবায় কোনও পরিবর্তন করা হয়নি, এমনটাই জানানো হয়েছে কলকাতা মেট্রোরেলের তরফে ৷