ETV Bharat / state

Kali Puja Special Train: কালীপুজোর দিন শিয়ালদা থেকে বিশেষ ট্রেন পরিষেবা - Kali Puja Special Train service in sealdah section

রবিবার অর্থাৎ 12 নভেম্বর কালীপুজো ৷ সেদিন যাত্রী সুবিধার্থে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেলের শিয়ালদা শাখা ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 10, 2023, 10:56 PM IST

কলকাতা, 10 নভেম্বর: দীপাবলি উপলক্ষে পূর্ব রেলের শিয়ালদা শাখায় একদিকে যেমন পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে অন্যদিকে দেওয়া হচ্ছে বিশেষ ট্রেন পরিষেবার সুবিধাও । পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 12 নভেম্বর রবিবার কালীপুজোর জন্য শিয়ালদা শাখায় পরিষেবা নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নেওয়া হয়ছে। এছাড়াও চালানো হবে অতিরিক্ত ইএমইউ ট্রেন ।

12 নভেম্বর কালীপুজো ৷ একে রবিবার, তার উপর কালীপুজো হওয়ায় ওইদিন ট্রেনে অন্যান্য রবিবারের তুলনায় ভিড় বেশি হবে বলে মনে করা হচ্ছে ৷ যাত্রীদের সুবিধার জন্য তাই ওইদিন দেওয়া হচ্ছে কালীপুজো স্পেশাল ট্রেন। পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, আপ ও ডাউন দুটি লাইনেই চালানো হবে ওই বিশেষ ট্রেন পরিষেবা। এই ট্রেনগুলি যাতায়াতের পথে সবকটি স্টেশনেই থামবে।

আপ লাইনে যেই বিশেষ ট্রেনগুলি দেওয়া হয়েছে তার তালিকা এক নজরে:

শিয়ালদা-ডানকুনি স্পেশাল ট্রেনটি শিয়ালদা থেকে রাত 11টা 30 মিনিটে ছেড়ে ডানকুনি পৌঁছবে রাত 12টা 15 মিনিটে। শিয়ালদা-বারাসত স্পেশাল ট্রেনটি শিয়ালদা স্টেশন থেকে রাত 12টা মিনিটে ছেড়ে বারাসতে পৌঁছবে 12টা 55 মিনিটে। শিয়ালদা-রানাঘাট জংশন স্পেশাল এই ট্রেনটি শিয়ালদা থেকে ছাড়বে রাত 12টা 40 মিনিটে ছেড়ে রানাঘাট জংশনে তা পৌঁছবে রাত 2টো 30 মিনিটে। বারুইপুর জংশন-শিয়ালদা স্পেশাল এই ট্রেনটি বারুইপুর থেকে রাত 1টা 25 মিনিটে ছেড়ে শিয়ালদায় পৌঁছবে 2টো 10 মিনিটে।

ডাউন লাইনে যেই বিশেষ ট্রেনগুলি দেওয়া হয়েছে তার তালিকা এক নজরে:

ডানকুনি-শিয়ালদা স্পেশাল ট্রেনটি ডানকুনি থেকে রাত 12টা 25 মিনিটে ছেড়ে শিয়ালদা পৌঁছবে রাত 1টা 5 মিনিটে। বারাসত-শিয়ালদা স্পেশাল ট্রেনটি বারাসাত থেকে রাত 1টা 10 মিনিটে ছেড়ে শিয়ালদায় পৌঁছবে রাত 1টা 55 মিনিটে। রানাঘাট জংশন-শিয়ালদা স্পেশাল ট্রেনটি রাত 11টা 45 মিনিটে ছেড়ে শিয়াদায় পৌঁছবে রাত 1টা 40 মিনিটে। শিয়ালদা-বারুইপুর জংশন স্পেশাল ট্রেনটি শিয়ালদা থেকে রাত 12টা 30 মিনিটে ছেড়ে বারইপুর পৌঁছবে 1টা 15 মিনিটে। এছাড়াও শিয়ালদা থেকে চালানো হবে শিয়ালদা-পুরী স্পেশাল ট্রেন । ট্রেনটি 11, 18 ও 25 নভেম্বর চলবে।

আরও পড়ুন:

1. টানা 16 দিন পুজোর ছুটি, আগামী বছর সরকারি ছুটি 45 দিন; খুশির খবর শোনাল নবান্ন

2. কালীপুজোর দিনে কালীঘাট ও দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার জন্য থাকছে বিশেষ মেট্রো পরিষেবা

কলকাতা, 10 নভেম্বর: দীপাবলি উপলক্ষে পূর্ব রেলের শিয়ালদা শাখায় একদিকে যেমন পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে অন্যদিকে দেওয়া হচ্ছে বিশেষ ট্রেন পরিষেবার সুবিধাও । পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 12 নভেম্বর রবিবার কালীপুজোর জন্য শিয়ালদা শাখায় পরিষেবা নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নেওয়া হয়ছে। এছাড়াও চালানো হবে অতিরিক্ত ইএমইউ ট্রেন ।

12 নভেম্বর কালীপুজো ৷ একে রবিবার, তার উপর কালীপুজো হওয়ায় ওইদিন ট্রেনে অন্যান্য রবিবারের তুলনায় ভিড় বেশি হবে বলে মনে করা হচ্ছে ৷ যাত্রীদের সুবিধার জন্য তাই ওইদিন দেওয়া হচ্ছে কালীপুজো স্পেশাল ট্রেন। পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, আপ ও ডাউন দুটি লাইনেই চালানো হবে ওই বিশেষ ট্রেন পরিষেবা। এই ট্রেনগুলি যাতায়াতের পথে সবকটি স্টেশনেই থামবে।

আপ লাইনে যেই বিশেষ ট্রেনগুলি দেওয়া হয়েছে তার তালিকা এক নজরে:

শিয়ালদা-ডানকুনি স্পেশাল ট্রেনটি শিয়ালদা থেকে রাত 11টা 30 মিনিটে ছেড়ে ডানকুনি পৌঁছবে রাত 12টা 15 মিনিটে। শিয়ালদা-বারাসত স্পেশাল ট্রেনটি শিয়ালদা স্টেশন থেকে রাত 12টা মিনিটে ছেড়ে বারাসতে পৌঁছবে 12টা 55 মিনিটে। শিয়ালদা-রানাঘাট জংশন স্পেশাল এই ট্রেনটি শিয়ালদা থেকে ছাড়বে রাত 12টা 40 মিনিটে ছেড়ে রানাঘাট জংশনে তা পৌঁছবে রাত 2টো 30 মিনিটে। বারুইপুর জংশন-শিয়ালদা স্পেশাল এই ট্রেনটি বারুইপুর থেকে রাত 1টা 25 মিনিটে ছেড়ে শিয়ালদায় পৌঁছবে 2টো 10 মিনিটে।

ডাউন লাইনে যেই বিশেষ ট্রেনগুলি দেওয়া হয়েছে তার তালিকা এক নজরে:

ডানকুনি-শিয়ালদা স্পেশাল ট্রেনটি ডানকুনি থেকে রাত 12টা 25 মিনিটে ছেড়ে শিয়ালদা পৌঁছবে রাত 1টা 5 মিনিটে। বারাসত-শিয়ালদা স্পেশাল ট্রেনটি বারাসাত থেকে রাত 1টা 10 মিনিটে ছেড়ে শিয়ালদায় পৌঁছবে রাত 1টা 55 মিনিটে। রানাঘাট জংশন-শিয়ালদা স্পেশাল ট্রেনটি রাত 11টা 45 মিনিটে ছেড়ে শিয়াদায় পৌঁছবে রাত 1টা 40 মিনিটে। শিয়ালদা-বারুইপুর জংশন স্পেশাল ট্রেনটি শিয়ালদা থেকে রাত 12টা 30 মিনিটে ছেড়ে বারইপুর পৌঁছবে 1টা 15 মিনিটে। এছাড়াও শিয়ালদা থেকে চালানো হবে শিয়ালদা-পুরী স্পেশাল ট্রেন । ট্রেনটি 11, 18 ও 25 নভেম্বর চলবে।

আরও পড়ুন:

1. টানা 16 দিন পুজোর ছুটি, আগামী বছর সরকারি ছুটি 45 দিন; খুশির খবর শোনাল নবান্ন

2. কালীপুজোর দিনে কালীঘাট ও দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার জন্য থাকছে বিশেষ মেট্রো পরিষেবা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.