কলকাতা, 22 ডিসেম্বর: আর দু'দিন পরেই বড়দিন আর তার কদিন পরেই বর্ষবরণ। পার্ক স্ট্রিট, ময়দান স্টেশন ও ধর্মতলায় এই দু'দিন যাত্রী চাপ বাড়বে অনেকটাই। এই বিষয়টি মাথায় রেখেই অন্যান্য বছরের মত এই বছরেও কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ মোতায়েন করতে চলেছে বিশেষ নিরাপত্তা। এই দু'দিন যাত্রী ভিড় সামাল দিতে ও যাত্রীদের নিরাপত্তার দিকটি সুনিশ্চিত করতে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করতে চলেছে কলকাতা মেট্রো (Kolkata Metro Security In Christmas)। বাড়ানো হচ্ছে নিরাপত্তা কর্মীও। অতিরিক্ত আরপিএফ কর্মী মোতায়েন করার ব্যবস্থা করা হয়েছে।
ভিড় সামাল দিতে প্রতিটি স্টেশনেই আরপিএফ-এর সংখ্যা বাড়ানো হলেও তিনটি স্টেশন অর্থাৎ পার্ক স্ট্রিট, ময়দান ও ধর্মতলায় অনেক বেশি সংখ্যক আরপিএফ রাখা হবে। এছাড়াও মহিলা যাত্রী ও শিশুদের সুবিধার্থে প্রতিটি স্টেশনেই থাকবে মহিলা আরপিএফ কনস্টেবল। এদের মধ্যে থাকবে মহিলা আরপিএফ কনস্টেবলও। পাশাপাশি মোতায়েন করা হবে একটি স্পেশাল টিম। ওই টিমে থাকবে অ্যাসিস্ট্যান্ট সাব ইনসপেক্টর, 4 জন সশস্ত্র কর্মী। এই 4 জনের মধ্যে দু'জন মহিলা কর্মীও থাকবে। এই টিমটি পার্ক স্ট্রিট, ময়দান ও ধর্মতলা স্টেশনে মোতায়েন করা হবে সকাল 11টা থেকে শেষ মেট্রো ছাড়া পর্যন্ত।
আরও পড়ুন: এসএসসি গ্রুপ সি'তে এক পদে দু'জনকে নিয়োগ, রিপোর্ট তলব হাইকোর্টের
যে কোনও আপৎকালীন পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জন্য এরা প্রস্তুত থাকবে। যেহেতু 25 ও 31 ডিসেম্বর পার্ক স্ট্রিট অঞ্চলে উপচে পড়ে ভিড় আর দ্রুত পার্ক স্ট্রিট পৌঁছতে মেট্রোই ভরসা তাই এই স্টেশনেও ভিড় হয় প্রচুর। তাই একটি স্পেশাল টিম থাকবে পার্ক স্ট্রিট স্টেশনে। এই টিমে থাকবে এক অফিসার-সহ 4 জন সশস্ত্র জওয়ান। এছাড়াও এই স্টেশনে মেট্রোরেল কর্মীরা থাকবেন যারা যাত্রীদের নিজেদের গন্তব্যে পৌঁছতে সহায়তা করবেন। তবে মাথায় রাখতে হবে যে এখনও করোনা সম্পূর্ণ নিরাময় হয়নি তাই সব পরিস্থিতিতেই মানতে হবে কোভিড প্রটোকল।