ETV Bharat / state

Kolkata Metro Rail: তৃণমূলের একুশে সমাবেশ, ভিড় উপচে পড়ল শহরের পাতাল পথে - 21 july

TMC Shahid Diwas Rally: তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস উপলক্ষে শুক্রবার ধর্মতলা চত্বরে উপচে পড়ে মানুষের ভিড় ৷ ফলে এদিন মেট্রো রেলেও অন্যান্যদিনের তুলনায় যাত্রী সংখ্যা ছিল বেশি ৷

ETV Bharat
একুশে জুলাই ভিড় উপচে পড়ল শহরের পাতাল পথে
author img

By

Published : Jul 21, 2023, 9:28 PM IST

কলকাতা, 21 জুলাই: শুক্রবার তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস পালন উপলক্ষে এদিন দুপুরে কার্যত জনসমুদ্রের চেহারা নেয় ধর্মতলা চত্বর ৷ ফলে অন্যান্য দিনের তুলনায় এদিন কলকাতা মেট্রোতেও যাত্রী সংখ্যা ছিল অনেকটাই বেশি । শহরের পাতাল পথে এদিন একসময় মেট্রো যাত্রীর সংখ্যা অন্যান্যদিনের তুলনায় কয়েকগুণ বেড়ে যায় ৷ কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে পাওয়া তথ্য অনুসারে, এদিন বেলা তিনটের মধ্যেই যাত্রী সংখ্যা পৌঁছে গিয়েছিল প্রায় তিন লক্ষতে । যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য ছিল বাড়তি ব্যবস্থাও ।

জেলা থেকে শহর সব জায়গা থেকেই এদিন তৃণমূল কর্মী-সমর্থকের ভিড় ছিল ধর্মতলামুখী ৷ লক্ষ লক্ষ মানুষের ভিড়ে উপচে পড়েছিল শহরের রাস্তাঘাট। জনসমাগমের কারণে সকাল থেকেই কার্যত যান চলাচল শূন্য হয়ে গিয়েছিল ধর্মতলা চত্বরে ৷ গণপরিবহনও ছিল হাতে গোনা। ফলে গন্তব্যে পৌঁছতে বেগ পেতে হয় নিত্যযাত্রী, অফিস যাত্রীদের ৷ পথে গাড়ির সংখ্যা কম বাড়ায়, স্বাভাবিকভাবেই চাপ বাড়ে মেট্রোরেলে ৷

আরও পড়ুন: ' পঞ্চায়েতে মৃত্যু নিয়ে অসাধু-রাজনীতি ', দাবি একুশের মঞ্চ আসা তৃণমূল কর্মীদের

মেট্রোরেলের পক্ষ থেকে পাওয়া তথ্য অনুসারে, নর্থ-সাউথ করিডোর বা ব্লু লাইনে এদিন দুপুর তিনটের মধ্যেই যাত্রী সংখ্যা পেরিয়ে যায় তিন লক্ষ । এদিন দুপুর তিনটে পর্যন্ত ব্লু লাইনে যাত্রী সংখ্যা ছিল 3 লক্ষ 4 হাজার 928 ৷ যা স্বাভাবিক দিনের তুলনায় কয়েকগুণ বেশি ৷ এদিন সকাল থেকেই মেট্রোয় ভিড় ছিল, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের ভিড়ও পাল্লা দিয়ে বাড়তে থাকে । এরপর বিকেলে সভা শেষ হওয়ার পরও অন্যান্য দিনের তুলনায় তুলনামূলকভাবে চাপ বেশি ছিল মেট্রোতে ৷

আরও পড়ুন: 'দিল্লিতে পরিবর্তন চাই', ধর্মতলার সমাবেশে সামিল অর্জুনের ট্যাবলো

তবে এদিন প্রায় সবক'টি স্টেশনে ভিড় থাকলেও সবচেয়ে বেশি ভিড় ছিল নেতাজি ভবন, রবীন্দ্র সদন, ময়দান, পার্কস্ট্রিট, এসপ্ল্যানেড ও চাঁদনি চক মেট্রো স্টেশনে । অন্যদিকে এদিন মেট্রোতে যাত্রীদের ভিড় সামাল দিতে খোলা হয়েছিল বাড়তি টিকিট কাউন্টারও । যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য ছিল বিশেষ ব্যবস্থা । নর্থ-সাউথ লাইনের ক্ষেত্রে দক্ষিণেশ্বর, দমদম, শ্যামবাজার, মহাত্মা গান্ধি রোড, চাঁদনী চক, এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, ময়দান, রবীন্দ্রসদন, যতীন দাস পার্ক, কালীঘাট, মহানায়ক উত্তম কুমার এবং কবি সুভাষ মেট্রো স্টেশনে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয় । এছাড়াও ইস্ট-ওয়েস্ট মেট্রোর বিভিন্ন স্টেশন যেমন সল্টলেক সেক্টর ফাইভ, করুণাময়ী এবং সেন্ট্রাল পার্ক স্টেশনেও বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয় ৷ 13টি মেট্রো স্টেশন মিলিয়ে প্রায় 120 জন মেট্রো আধিকারিক এবং কর্মীকে মোতায়ন করা হয় এদিন । ছিল কুইক রেসপন্স টিমও ।

কলকাতা, 21 জুলাই: শুক্রবার তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস পালন উপলক্ষে এদিন দুপুরে কার্যত জনসমুদ্রের চেহারা নেয় ধর্মতলা চত্বর ৷ ফলে অন্যান্য দিনের তুলনায় এদিন কলকাতা মেট্রোতেও যাত্রী সংখ্যা ছিল অনেকটাই বেশি । শহরের পাতাল পথে এদিন একসময় মেট্রো যাত্রীর সংখ্যা অন্যান্যদিনের তুলনায় কয়েকগুণ বেড়ে যায় ৷ কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে পাওয়া তথ্য অনুসারে, এদিন বেলা তিনটের মধ্যেই যাত্রী সংখ্যা পৌঁছে গিয়েছিল প্রায় তিন লক্ষতে । যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য ছিল বাড়তি ব্যবস্থাও ।

জেলা থেকে শহর সব জায়গা থেকেই এদিন তৃণমূল কর্মী-সমর্থকের ভিড় ছিল ধর্মতলামুখী ৷ লক্ষ লক্ষ মানুষের ভিড়ে উপচে পড়েছিল শহরের রাস্তাঘাট। জনসমাগমের কারণে সকাল থেকেই কার্যত যান চলাচল শূন্য হয়ে গিয়েছিল ধর্মতলা চত্বরে ৷ গণপরিবহনও ছিল হাতে গোনা। ফলে গন্তব্যে পৌঁছতে বেগ পেতে হয় নিত্যযাত্রী, অফিস যাত্রীদের ৷ পথে গাড়ির সংখ্যা কম বাড়ায়, স্বাভাবিকভাবেই চাপ বাড়ে মেট্রোরেলে ৷

আরও পড়ুন: ' পঞ্চায়েতে মৃত্যু নিয়ে অসাধু-রাজনীতি ', দাবি একুশের মঞ্চ আসা তৃণমূল কর্মীদের

মেট্রোরেলের পক্ষ থেকে পাওয়া তথ্য অনুসারে, নর্থ-সাউথ করিডোর বা ব্লু লাইনে এদিন দুপুর তিনটের মধ্যেই যাত্রী সংখ্যা পেরিয়ে যায় তিন লক্ষ । এদিন দুপুর তিনটে পর্যন্ত ব্লু লাইনে যাত্রী সংখ্যা ছিল 3 লক্ষ 4 হাজার 928 ৷ যা স্বাভাবিক দিনের তুলনায় কয়েকগুণ বেশি ৷ এদিন সকাল থেকেই মেট্রোয় ভিড় ছিল, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের ভিড়ও পাল্লা দিয়ে বাড়তে থাকে । এরপর বিকেলে সভা শেষ হওয়ার পরও অন্যান্য দিনের তুলনায় তুলনামূলকভাবে চাপ বেশি ছিল মেট্রোতে ৷

আরও পড়ুন: 'দিল্লিতে পরিবর্তন চাই', ধর্মতলার সমাবেশে সামিল অর্জুনের ট্যাবলো

তবে এদিন প্রায় সবক'টি স্টেশনে ভিড় থাকলেও সবচেয়ে বেশি ভিড় ছিল নেতাজি ভবন, রবীন্দ্র সদন, ময়দান, পার্কস্ট্রিট, এসপ্ল্যানেড ও চাঁদনি চক মেট্রো স্টেশনে । অন্যদিকে এদিন মেট্রোতে যাত্রীদের ভিড় সামাল দিতে খোলা হয়েছিল বাড়তি টিকিট কাউন্টারও । যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য ছিল বিশেষ ব্যবস্থা । নর্থ-সাউথ লাইনের ক্ষেত্রে দক্ষিণেশ্বর, দমদম, শ্যামবাজার, মহাত্মা গান্ধি রোড, চাঁদনী চক, এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, ময়দান, রবীন্দ্রসদন, যতীন দাস পার্ক, কালীঘাট, মহানায়ক উত্তম কুমার এবং কবি সুভাষ মেট্রো স্টেশনে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয় । এছাড়াও ইস্ট-ওয়েস্ট মেট্রোর বিভিন্ন স্টেশন যেমন সল্টলেক সেক্টর ফাইভ, করুণাময়ী এবং সেন্ট্রাল পার্ক স্টেশনেও বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয় ৷ 13টি মেট্রো স্টেশন মিলিয়ে প্রায় 120 জন মেট্রো আধিকারিক এবং কর্মীকে মোতায়ন করা হয় এদিন । ছিল কুইক রেসপন্স টিমও ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.