কলকাতা, 25 মে: জৈষ্ঠ্য মাসে বাঙালির ঘরে ঘরে একটি অন্যতম প্রথা যা রীতিমতো উৎসবের আকার ধারণ করে, তা হল 'জামাই ষষ্ঠী'। আর এবছর জামাই ষষ্ঠীর আগের দিন অর্থাৎ, বুধবার বাজারে ফল থেকে সবজির দাম চড়ল অনেকটাই। রীতি মেনে আগুন বিভিন্ন মাছ-মাংসের দামে। এবারে বাজারে ইলিশ এসেছে মায়ানমার থেকে ৷ প্রতি কেজি বিকোচ্ছে 1300-1400 টাকায় ৷ তবে মায়ানমার থেকে এলেও ইলিশের দামকে ছাপিয়ে গিয়েছে চিংড়ি ৷ তাই জামাইকে সুস্বাদু খাবার রেঁধে খাওয়াতে কিন্তু বাজার গেলে শ্বশুর-শাশুড়িদের বেশ টান পড়বে গাঁটের কড়িতে। এবারের জামাই ষষ্ঠীর বাজারে কীসের কত দাম তা দেখে নিন-
- আগে সবজির দাম ছিল, বেড়ে হয়েছে- (প্রতি কিলো)
বেগুন- 30 থেকে বেড়ে হয়েছে 50 টাকা
উচ্ছে- 40 থেকে বেড়ে হয়েছে 50 টাকা
ঢ্যাঁড়শ- 30 থেকে বেড়ে হয়েছে 50 টাকা
পটল- 40 থেকে বেড়ে হয়েছে 60 টাকা
ঝিঙে- 20 থেকে বেড়ে হয়েছে 50 টাকা
পেঁপে- 15 থেকে বেড়ে হয়েছে 25 টাকা
লাউ- 15 থেকে বেড়ে হয়েছে 30 টাকা
বরবটি- 30 থেকে বেড়ে হয়েছে 50 টাকা
গন্ধরাজ লেবু- (1টা) 5 থেকে বেড়ে হয়েছে 10 টাকা
পাতি লেবু- (1টা) 3 থেকে বেড়ে হয়েছে 5 টাকা
কুমড়ো- 20 থেকে বেড়ে হয়েছে 40 টাকা
আলু জ্যোতি- 20 থেকে বেড়ে হয়েছে 25 টাকা
চন্দ্রমুখী- 28 থেকে বেড়ে হয়েছে 32 টাকা
আদা- 220 থেকে বেড়ে হয়েছে 250 টাকা
রসুন- 120 থেকে বেড়ে হয়েছে 150 টাকা
বিনস- 80 থেকে বেড়ে হয়েছে 100 টাকা
গাজর- 30 থেকে বেড়ে হয়েছে 50 টাকা
ক্যাপসিকাম- 50 থেকে বেড়ে হয়েছে 80 টাকা
ফুলকপি- (1টা) 30 থেকে বেড়ে হয়েছে 50 টাকা
বাঁধাকপি- (1টা) 30 থেকে বেড়ে হয়েছে 50 টাকা
মোচা- (1টা) 25 থেকে বেড়ে হয়েছে 40 টাকা
এঁচোড়- (1টা) 40 থেকে বেড়ে হয়েছে 60 টাকা
নারকেল- (1টা) 25 থেকে বেড়ে হয়েছে 40 টাকা
- আগে ফলের দাম ছিল, বেড়ে হয়েছে- (প্রতি কিলো)
হিমসাগর- 60 থেকে বেড়ে হয়েছে 100-120 টাকা
মাদ্রাসি- 30 থেকে বেড়ে হয়েছে 50-60 টাকা
লিচু- 80 থেকে বেড়ে হয়েছে 140 টাকা
আপেল- 180 থেকে 220-250 টাকা
মোসাম্বি লেবু- (1টা) 12-15 থেকে বেড়ে হয়েছে 20-25 টাকা
মালটা লেবু- (1টা) 15-20 থেকে বেড়ে হয়েছে 25-30 টাকা
কালো জাম- 300 থেকে বেড়ে হয়েছে 400 টাকা
- আগে মাছের দাম ছিল, বেড়ে হয়েছে- (প্রতি কিলো)
গলদা চিংড়ি- 1700 থেকে বেড়ে হয়েছে 2500 টাকা
বাগদা- 1000 থেকে বেড়ে হয়েছে 1500 টাকা
ইলিশ- 1300-1400 টাকা
পাবদা- 400-500 থেকে বেড়ে হয়েছে 700-800 টাকা
রুই- 180-200 থেকে বেড়ে হয়েছে 220-250 টাকা
কাতলা- 250-300 থেকে বেড়ে হয়েছে 350-400 টাকা
- আগে মাংসের দাম ছিল, বেড়ে হয়েছে- (প্রতি কিলো)
খাসির মাংস- 650-750 থেকে বেড়ে হয়েছে 800-850 টাকা
মুরগির মাংস- 220-240 থেকে বেড়ে হয়েছে 290 টাকা