ETV Bharat / state

নোবেলের শহর তিলোত্তমা

বিশ্বের একমাত্র শহর কলকাতা যার ঝুলিতে রয়েছে 6 টি নোবেল ও একটি অস্কার ৷

author img

By

Published : Oct 18, 2019, 12:06 AM IST

Updated : Oct 18, 2019, 3:52 PM IST

ছবি

কলকাতা, 18 অক্টোবর : কলকাতা ৷ একদা ছিল ব্রিটিশ উপনিবেশের রাজধানী ৷ তার হাত ধরেই বাংলা দেখেছে রেনেসাঁ ৷ প্রতিভাবানদের জন্মভূমি ও কর্মভূমি হিসেবে বারবার সমৃদ্ধ হয়েছে তিলোত্তমা কলকাতা ৷ প্রতিভার গর্বে গৌরবান্বিত হওয়া তাই তার কাছে নতুন কিছু নয় ৷ সম্প্রতি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের নোবেল প্রাপ্তি তিলোত্তমার মুকুটে যোগ করেছে একসঙ্গে দুটি পালক । কলকাতা পেল আরও এক নোবেলজয়ীকে । পাশাপাশি এটি বর্তমান বিশ্বের একমাত্র শহর যার ঝুলিতে রয়েছে 6 টি নোবেল ও 1টি অস্কার ৷ যে সমস্ত প্রতিভাবানদের জন্য তিলোত্তমা এই সম্মান পেল, টাইমলাইনে একবার দেখে নেওয়া যাক তাঁদের ।

কলকাতার সঙ্গে জন্মসূত্রে ও কর্মসূত্রে জড়িত যাঁরা এখনও পর্যন্ত নোবেল পেয়েছেন তাঁরা হলেন রোনাল্ড রস, মাদার টেরেসা, রবীন্দ্রনাথ ঠাকুর, সি ভি রমন, অমর্ত্য সেন ও অভিজিৎ বিনায়ক ব্যানার্জি ৷

image
1902 সালে নোবেল পান রোনাল্ড রস

1902 সালে নোবেল পান রোনাল্ড রস ৷ চিকিৎসাক্ষেত্রে ম্যালেরিয়া ও অন্য সংক্রামক রোগ নিয়ে গবেষণার জন্য এই পুরস্কার পান তিনি ৷ 1898 - তে কলকাতায় বসে ম্যালেরিয়া নিয়ে গবেষণা শুরু করেছিলেন রোনাল্ড রস ৷ তারপর বিশ্বের অন্যান্য জায়গাতেও কর্মসূত্রে গিয়েছেন । সেখানে চালিয়ে গেছেন গবেষণা ৷

image
1913 সালে নোবেল পান রবীন্দ্রনাথ ঠাকুর

1913 সাল ৷ সাহিত্যে নোবেল পান রবীন্দ্রনাথ ঠাকুর ৷ তিনি প্রথম নন-ইউরোপিয়ান যিনি এই পুরস্কার পেয়েছিলেন । গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ "Song Offerings" সেই সময় ইউরোপে যথেষ্ট সাড়া ফেলেছিল । তারপরেই কবির নোবেল প্রাপ্তি ।

image
পদার্থবিদ্যায় নোবেল পান সি ভি রমন

1930 সাল ৷ পদার্থবিদ্যায় নোবেল পান সি ভি রমন ৷ তিনি প্রথম এশিয়ান যিনি বিজ্ঞানক্ষেত্রে এই পুরস্কার পান ৷ কলকাতার বড়বাজারে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দা কাল্টিভেশন অফ সায়েন্সের সঙ্গে যুক্ত ছিলেন তিনি ৷ তাঁর থিওরি রমন এফেক্টের গুরুত্ব পদার্থবিদ্যায় অসীম ৷

মাদার টেরেসা
শান্তির জন্য নোবেল পান মাদার টেরেসা

1979 সালে শান্তির জন্য নোবেল পান মাদার টেরেসা ৷ দুঃস্থদের সেবা ,তাদের শিক্ষা ও স্বাস্থ্যের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন তিনি ৷ 1950 সালে কলকাতায় মিশনারিজ় অফ চ্যারিটির প্রতিষ্ঠা করেন ৷ পরবর্তীতে বিশ্বের নানা দেশে ছড়িয়ে পড়ে এই সংস্থার কাজ ।

image
1998 সালে নোবেল পান অমর্ত্য সেন

1998 সাল ৷ অর্থনীতিতে বাঙালিকে প্রথম নোবেল এনে দিলেন অমর্ত্য সেন ৷ শান্তিনিকেতনে জন্মেছিলেন তিনি ৷ কলকাতায় পড়াশোনার পর উচ্চশিক্ষা ইংল্যান্ড ও অ্যামেরিকায় । বিদেশেই অধ্যাপনায় জীবনের অধিকাংশ সময় কেটেছে ৷ এখন তিনি কলকাতায় থাকেন ৷

image
অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়

বাঙালির নোবেল তালিকায় সর্বশেষ সংযোজন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ৷ স্ত্রী আস্থার ডুফলোর সঙ্গে এবার অর্থনীতিতে বিশেষ গবেষণার জন্য নোবেল পেলেন তিনি ৷ দারিদ্র্য দূরীকরণের ক্ষেত্রে অর্থনীতিতে র‌্যান্ডমাইজ়ড কন্ট্রোল ট্রায়াল পদ্ধতি নিয়ে গবেষণার জন্য তাঁদের এই নোবেল প্রাপ্তি ৷ 2013 সালে স্বামী-স্ত্রী দু'জনে আবদুল লতিফ জমিল পভার্টি অ্যাকশন ল্যাব তৈরি করেন ৷ এই ল্যাবের মাধ্যমে তাঁরা নানা দেশে দারিদ্র্য দূরীকরণ সংক্রান্ত গবেষণায় উল্লেখযোগ্য কাজ করেছেন ।

নোবেলের পাশাপাশি অস্কার - হ্যাঁ, সেটাও কলকাতার এক বাঙালির দখলে ৷ পথের পাঁচালির মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রের ছক ভেঙেছিলেন এক দীর্ঘকায় বাঙালি । নাম সত্যজিৎ রায় । সারা জীবনের কাজের জন্য 1992 সালে 'লাইফটাইম অ্যাচিভমেন্ট' ক্যাটেগরিতে অস্কার পান তিনি ৷

কী বলছেন কলকাতার বিশিষ্ট ব্যক্তিবর্গ ৷ এ গর্ব কি শুধুই কলকাতার ? কেন কলকাতাতেই ছ'টি নোবেল ? বিনায়কের নোবেল প্রাপ্তির দিনেই BCCI-র প্রেসিডেন্ট হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ তিনি বলেন, "একজন কলকাতার লোক হিসেবে বিষয়টি আমার কাছেও গর্বের ৷ সুযোগ পেলে অভিজিৎবাবুর সঙ্গে দেখা করার ইচ্ছে রইল ৷"

সাহিত্যিক আবুল বাশার বলেন, "কলকাতাকে ঘিরেই বাংলার নবজাগরণ হয়েছিল ৷ বিদ্যাসাগর,-রামমোহন -রবীন্দ্রনাথের হাত ধরে হয়েছিল সেটা ৷ সেই ধারাটা আমাদের বাঙালি জীবনে রয়ে গেছে ৷ কলকাতা ভিত্তিক ও ঢাকা ভিত্তিক বাঙালি জীবনে রেনেসাঁ ঘটেছিল ৷ আর কোনও জায়াগায় এরকম কোনও ঘটনা ঘটেনি ৷ জগদীশন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু বড়মাপের বিজ্ঞানী ছিলেন ৷ যেখানে বিজ্ঞানের অগ্রগতি ঘটে, সেখানে সাহিত্য, দর্শন, অর্থনীতির ক্ষেত্রেও চিন্তার প্রসার ঘটে ৷ বাঙালির জীবনে সবকিছুই ঘটেছে নবজাগরণের হাত ধরে ৷ আগামীতে আরও বড় কোনও পুরস্কার বাঙালির জন্য অপেক্ষা করেছে ৷ তাই আজ এরা যে কথা বলছেন, তা গোটা ভারত যদি শোনে ও প্রয়োগ করে তাহলে দেশ উপকৃত হবে ৷ আর যদি অবজ্ঞা করে তাহলে ভারতকেই ভুগতে হবে ৷ কষ্ট পেতে হবে ৷ বাঙালির অর্থনীতির চিন্তাকে শ্রদ্ধা না করলে অনুসরণ না করলে দেশকে ভুগতে হবে ৷ "

শিক্ষাবিদ পবিত্র সরকার বলেন, "ইংরেজ সাম্রাজ্যবাদের রাজধানী ছিল কলকাতা ৷ রেনেসাঁ, পাশ্চাত্যশিক্ষা, জ্ঞানচর্চা সেখানে হয়েছে ৷ তাই এটা (ছয়জনের নোবেল প্রাপ্তি) অস্বাভাবিক কিছু নয় ৷ তবে সবসময় পুরোটাই শহরের কৃতিত্ব নয় ৷ মাদার টেরেসা কলকাতাকে বেছে নিয়েছিলেন বলেই কিন্তু কলকাতা গৌরবান্বিত হয়েছে ৷ তবে এটাও ঠিক যে, চন্দ্রশেখর, রাধাকৃষ্ণণদের মতো বিজ্ঞানীদের গবেষণার সুযোগ করে দিয়েছিল কলকাতা ৷ একট অনুকূল পরিস্থিতি তৈরি করেছিল ৷ আবার অনেকে কলকাতার, প্রেসিডেন্সির শিক্ষা নিয়ে বিদেশে পাড়ি দিয়েছেন ৷ সেখানে সম্মান পেয়েছেন । তাই কলকাতার আংশিক অহংকার হতে পারে ৷ তবো পুরোপুরি কৃতিত্ব নেই ৷"

একসময় বলা হত ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য অস্তমিত হয় না ৷ এখন আমরা বলতেই পারি, কলকাতা তথা বাঙালির সূর্য অস্তমিত হয় না ৷

কলকাতা, 18 অক্টোবর : কলকাতা ৷ একদা ছিল ব্রিটিশ উপনিবেশের রাজধানী ৷ তার হাত ধরেই বাংলা দেখেছে রেনেসাঁ ৷ প্রতিভাবানদের জন্মভূমি ও কর্মভূমি হিসেবে বারবার সমৃদ্ধ হয়েছে তিলোত্তমা কলকাতা ৷ প্রতিভার গর্বে গৌরবান্বিত হওয়া তাই তার কাছে নতুন কিছু নয় ৷ সম্প্রতি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের নোবেল প্রাপ্তি তিলোত্তমার মুকুটে যোগ করেছে একসঙ্গে দুটি পালক । কলকাতা পেল আরও এক নোবেলজয়ীকে । পাশাপাশি এটি বর্তমান বিশ্বের একমাত্র শহর যার ঝুলিতে রয়েছে 6 টি নোবেল ও 1টি অস্কার ৷ যে সমস্ত প্রতিভাবানদের জন্য তিলোত্তমা এই সম্মান পেল, টাইমলাইনে একবার দেখে নেওয়া যাক তাঁদের ।

কলকাতার সঙ্গে জন্মসূত্রে ও কর্মসূত্রে জড়িত যাঁরা এখনও পর্যন্ত নোবেল পেয়েছেন তাঁরা হলেন রোনাল্ড রস, মাদার টেরেসা, রবীন্দ্রনাথ ঠাকুর, সি ভি রমন, অমর্ত্য সেন ও অভিজিৎ বিনায়ক ব্যানার্জি ৷

image
1902 সালে নোবেল পান রোনাল্ড রস

1902 সালে নোবেল পান রোনাল্ড রস ৷ চিকিৎসাক্ষেত্রে ম্যালেরিয়া ও অন্য সংক্রামক রোগ নিয়ে গবেষণার জন্য এই পুরস্কার পান তিনি ৷ 1898 - তে কলকাতায় বসে ম্যালেরিয়া নিয়ে গবেষণা শুরু করেছিলেন রোনাল্ড রস ৷ তারপর বিশ্বের অন্যান্য জায়গাতেও কর্মসূত্রে গিয়েছেন । সেখানে চালিয়ে গেছেন গবেষণা ৷

image
1913 সালে নোবেল পান রবীন্দ্রনাথ ঠাকুর

1913 সাল ৷ সাহিত্যে নোবেল পান রবীন্দ্রনাথ ঠাকুর ৷ তিনি প্রথম নন-ইউরোপিয়ান যিনি এই পুরস্কার পেয়েছিলেন । গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ "Song Offerings" সেই সময় ইউরোপে যথেষ্ট সাড়া ফেলেছিল । তারপরেই কবির নোবেল প্রাপ্তি ।

image
পদার্থবিদ্যায় নোবেল পান সি ভি রমন

1930 সাল ৷ পদার্থবিদ্যায় নোবেল পান সি ভি রমন ৷ তিনি প্রথম এশিয়ান যিনি বিজ্ঞানক্ষেত্রে এই পুরস্কার পান ৷ কলকাতার বড়বাজারে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দা কাল্টিভেশন অফ সায়েন্সের সঙ্গে যুক্ত ছিলেন তিনি ৷ তাঁর থিওরি রমন এফেক্টের গুরুত্ব পদার্থবিদ্যায় অসীম ৷

মাদার টেরেসা
শান্তির জন্য নোবেল পান মাদার টেরেসা

1979 সালে শান্তির জন্য নোবেল পান মাদার টেরেসা ৷ দুঃস্থদের সেবা ,তাদের শিক্ষা ও স্বাস্থ্যের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন তিনি ৷ 1950 সালে কলকাতায় মিশনারিজ় অফ চ্যারিটির প্রতিষ্ঠা করেন ৷ পরবর্তীতে বিশ্বের নানা দেশে ছড়িয়ে পড়ে এই সংস্থার কাজ ।

image
1998 সালে নোবেল পান অমর্ত্য সেন

1998 সাল ৷ অর্থনীতিতে বাঙালিকে প্রথম নোবেল এনে দিলেন অমর্ত্য সেন ৷ শান্তিনিকেতনে জন্মেছিলেন তিনি ৷ কলকাতায় পড়াশোনার পর উচ্চশিক্ষা ইংল্যান্ড ও অ্যামেরিকায় । বিদেশেই অধ্যাপনায় জীবনের অধিকাংশ সময় কেটেছে ৷ এখন তিনি কলকাতায় থাকেন ৷

image
অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়

বাঙালির নোবেল তালিকায় সর্বশেষ সংযোজন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ৷ স্ত্রী আস্থার ডুফলোর সঙ্গে এবার অর্থনীতিতে বিশেষ গবেষণার জন্য নোবেল পেলেন তিনি ৷ দারিদ্র্য দূরীকরণের ক্ষেত্রে অর্থনীতিতে র‌্যান্ডমাইজ়ড কন্ট্রোল ট্রায়াল পদ্ধতি নিয়ে গবেষণার জন্য তাঁদের এই নোবেল প্রাপ্তি ৷ 2013 সালে স্বামী-স্ত্রী দু'জনে আবদুল লতিফ জমিল পভার্টি অ্যাকশন ল্যাব তৈরি করেন ৷ এই ল্যাবের মাধ্যমে তাঁরা নানা দেশে দারিদ্র্য দূরীকরণ সংক্রান্ত গবেষণায় উল্লেখযোগ্য কাজ করেছেন ।

নোবেলের পাশাপাশি অস্কার - হ্যাঁ, সেটাও কলকাতার এক বাঙালির দখলে ৷ পথের পাঁচালির মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রের ছক ভেঙেছিলেন এক দীর্ঘকায় বাঙালি । নাম সত্যজিৎ রায় । সারা জীবনের কাজের জন্য 1992 সালে 'লাইফটাইম অ্যাচিভমেন্ট' ক্যাটেগরিতে অস্কার পান তিনি ৷

কী বলছেন কলকাতার বিশিষ্ট ব্যক্তিবর্গ ৷ এ গর্ব কি শুধুই কলকাতার ? কেন কলকাতাতেই ছ'টি নোবেল ? বিনায়কের নোবেল প্রাপ্তির দিনেই BCCI-র প্রেসিডেন্ট হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ তিনি বলেন, "একজন কলকাতার লোক হিসেবে বিষয়টি আমার কাছেও গর্বের ৷ সুযোগ পেলে অভিজিৎবাবুর সঙ্গে দেখা করার ইচ্ছে রইল ৷"

সাহিত্যিক আবুল বাশার বলেন, "কলকাতাকে ঘিরেই বাংলার নবজাগরণ হয়েছিল ৷ বিদ্যাসাগর,-রামমোহন -রবীন্দ্রনাথের হাত ধরে হয়েছিল সেটা ৷ সেই ধারাটা আমাদের বাঙালি জীবনে রয়ে গেছে ৷ কলকাতা ভিত্তিক ও ঢাকা ভিত্তিক বাঙালি জীবনে রেনেসাঁ ঘটেছিল ৷ আর কোনও জায়াগায় এরকম কোনও ঘটনা ঘটেনি ৷ জগদীশন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু বড়মাপের বিজ্ঞানী ছিলেন ৷ যেখানে বিজ্ঞানের অগ্রগতি ঘটে, সেখানে সাহিত্য, দর্শন, অর্থনীতির ক্ষেত্রেও চিন্তার প্রসার ঘটে ৷ বাঙালির জীবনে সবকিছুই ঘটেছে নবজাগরণের হাত ধরে ৷ আগামীতে আরও বড় কোনও পুরস্কার বাঙালির জন্য অপেক্ষা করেছে ৷ তাই আজ এরা যে কথা বলছেন, তা গোটা ভারত যদি শোনে ও প্রয়োগ করে তাহলে দেশ উপকৃত হবে ৷ আর যদি অবজ্ঞা করে তাহলে ভারতকেই ভুগতে হবে ৷ কষ্ট পেতে হবে ৷ বাঙালির অর্থনীতির চিন্তাকে শ্রদ্ধা না করলে অনুসরণ না করলে দেশকে ভুগতে হবে ৷ "

শিক্ষাবিদ পবিত্র সরকার বলেন, "ইংরেজ সাম্রাজ্যবাদের রাজধানী ছিল কলকাতা ৷ রেনেসাঁ, পাশ্চাত্যশিক্ষা, জ্ঞানচর্চা সেখানে হয়েছে ৷ তাই এটা (ছয়জনের নোবেল প্রাপ্তি) অস্বাভাবিক কিছু নয় ৷ তবে সবসময় পুরোটাই শহরের কৃতিত্ব নয় ৷ মাদার টেরেসা কলকাতাকে বেছে নিয়েছিলেন বলেই কিন্তু কলকাতা গৌরবান্বিত হয়েছে ৷ তবে এটাও ঠিক যে, চন্দ্রশেখর, রাধাকৃষ্ণণদের মতো বিজ্ঞানীদের গবেষণার সুযোগ করে দিয়েছিল কলকাতা ৷ একট অনুকূল পরিস্থিতি তৈরি করেছিল ৷ আবার অনেকে কলকাতার, প্রেসিডেন্সির শিক্ষা নিয়ে বিদেশে পাড়ি দিয়েছেন ৷ সেখানে সম্মান পেয়েছেন । তাই কলকাতার আংশিক অহংকার হতে পারে ৷ তবো পুরোপুরি কৃতিত্ব নেই ৷"

একসময় বলা হত ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য অস্তমিত হয় না ৷ এখন আমরা বলতেই পারি, কলকাতা তথা বাঙালির সূর্য অস্তমিত হয় না ৷

Mumbai, Oct 17 (ANI): Women across the country are observing fast for Karva Chauth for the long life of their husbands. Bollywood celebrities in Mumbai were spotted in full favour of the festival. Shilpa Shetty and Raveena Tandon arrived at Sonam Kapoor's residence to celebrate. Padmini Kolhapure and Neelam Kothari also arrived at actor's residence for the festival. Several other celebrities were spotted outside her residence.

Last Updated : Oct 18, 2019, 3:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.