কলকাতা, 18 অক্টোবর : কলকাতা ৷ একদা ছিল ব্রিটিশ উপনিবেশের রাজধানী ৷ তার হাত ধরেই বাংলা দেখেছে রেনেসাঁ ৷ প্রতিভাবানদের জন্মভূমি ও কর্মভূমি হিসেবে বারবার সমৃদ্ধ হয়েছে তিলোত্তমা কলকাতা ৷ প্রতিভার গর্বে গৌরবান্বিত হওয়া তাই তার কাছে নতুন কিছু নয় ৷ সম্প্রতি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের নোবেল প্রাপ্তি তিলোত্তমার মুকুটে যোগ করেছে একসঙ্গে দুটি পালক । কলকাতা পেল আরও এক নোবেলজয়ীকে । পাশাপাশি এটি বর্তমান বিশ্বের একমাত্র শহর যার ঝুলিতে রয়েছে 6 টি নোবেল ও 1টি অস্কার ৷ যে সমস্ত প্রতিভাবানদের জন্য তিলোত্তমা এই সম্মান পেল, টাইমলাইনে একবার দেখে নেওয়া যাক তাঁদের ।
কলকাতার সঙ্গে জন্মসূত্রে ও কর্মসূত্রে জড়িত যাঁরা এখনও পর্যন্ত নোবেল পেয়েছেন তাঁরা হলেন রোনাল্ড রস, মাদার টেরেসা, রবীন্দ্রনাথ ঠাকুর, সি ভি রমন, অমর্ত্য সেন ও অভিজিৎ বিনায়ক ব্যানার্জি ৷
1902 সালে নোবেল পান রোনাল্ড রস ৷ চিকিৎসাক্ষেত্রে ম্যালেরিয়া ও অন্য সংক্রামক রোগ নিয়ে গবেষণার জন্য এই পুরস্কার পান তিনি ৷ 1898 - তে কলকাতায় বসে ম্যালেরিয়া নিয়ে গবেষণা শুরু করেছিলেন রোনাল্ড রস ৷ তারপর বিশ্বের অন্যান্য জায়গাতেও কর্মসূত্রে গিয়েছেন । সেখানে চালিয়ে গেছেন গবেষণা ৷
1913 সাল ৷ সাহিত্যে নোবেল পান রবীন্দ্রনাথ ঠাকুর ৷ তিনি প্রথম নন-ইউরোপিয়ান যিনি এই পুরস্কার পেয়েছিলেন । গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ "Song Offerings" সেই সময় ইউরোপে যথেষ্ট সাড়া ফেলেছিল । তারপরেই কবির নোবেল প্রাপ্তি ।
1930 সাল ৷ পদার্থবিদ্যায় নোবেল পান সি ভি রমন ৷ তিনি প্রথম এশিয়ান যিনি বিজ্ঞানক্ষেত্রে এই পুরস্কার পান ৷ কলকাতার বড়বাজারে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দা কাল্টিভেশন অফ সায়েন্সের সঙ্গে যুক্ত ছিলেন তিনি ৷ তাঁর থিওরি রমন এফেক্টের গুরুত্ব পদার্থবিদ্যায় অসীম ৷
1979 সালে শান্তির জন্য নোবেল পান মাদার টেরেসা ৷ দুঃস্থদের সেবা ,তাদের শিক্ষা ও স্বাস্থ্যের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন তিনি ৷ 1950 সালে কলকাতায় মিশনারিজ় অফ চ্যারিটির প্রতিষ্ঠা করেন ৷ পরবর্তীতে বিশ্বের নানা দেশে ছড়িয়ে পড়ে এই সংস্থার কাজ ।
1998 সাল ৷ অর্থনীতিতে বাঙালিকে প্রথম নোবেল এনে দিলেন অমর্ত্য সেন ৷ শান্তিনিকেতনে জন্মেছিলেন তিনি ৷ কলকাতায় পড়াশোনার পর উচ্চশিক্ষা ইংল্যান্ড ও অ্যামেরিকায় । বিদেশেই অধ্যাপনায় জীবনের অধিকাংশ সময় কেটেছে ৷ এখন তিনি কলকাতায় থাকেন ৷
বাঙালির নোবেল তালিকায় সর্বশেষ সংযোজন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ৷ স্ত্রী আস্থার ডুফলোর সঙ্গে এবার অর্থনীতিতে বিশেষ গবেষণার জন্য নোবেল পেলেন তিনি ৷ দারিদ্র্য দূরীকরণের ক্ষেত্রে অর্থনীতিতে র্যান্ডমাইজ়ড কন্ট্রোল ট্রায়াল পদ্ধতি নিয়ে গবেষণার জন্য তাঁদের এই নোবেল প্রাপ্তি ৷ 2013 সালে স্বামী-স্ত্রী দু'জনে আবদুল লতিফ জমিল পভার্টি অ্যাকশন ল্যাব তৈরি করেন ৷ এই ল্যাবের মাধ্যমে তাঁরা নানা দেশে দারিদ্র্য দূরীকরণ সংক্রান্ত গবেষণায় উল্লেখযোগ্য কাজ করেছেন ।
নোবেলের পাশাপাশি অস্কার - হ্যাঁ, সেটাও কলকাতার এক বাঙালির দখলে ৷ পথের পাঁচালির মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রের ছক ভেঙেছিলেন এক দীর্ঘকায় বাঙালি । নাম সত্যজিৎ রায় । সারা জীবনের কাজের জন্য 1992 সালে 'লাইফটাইম অ্যাচিভমেন্ট' ক্যাটেগরিতে অস্কার পান তিনি ৷
কী বলছেন কলকাতার বিশিষ্ট ব্যক্তিবর্গ ৷ এ গর্ব কি শুধুই কলকাতার ? কেন কলকাতাতেই ছ'টি নোবেল ? বিনায়কের নোবেল প্রাপ্তির দিনেই BCCI-র প্রেসিডেন্ট হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ তিনি বলেন, "একজন কলকাতার লোক হিসেবে বিষয়টি আমার কাছেও গর্বের ৷ সুযোগ পেলে অভিজিৎবাবুর সঙ্গে দেখা করার ইচ্ছে রইল ৷"
সাহিত্যিক আবুল বাশার বলেন, "কলকাতাকে ঘিরেই বাংলার নবজাগরণ হয়েছিল ৷ বিদ্যাসাগর,-রামমোহন -রবীন্দ্রনাথের হাত ধরে হয়েছিল সেটা ৷ সেই ধারাটা আমাদের বাঙালি জীবনে রয়ে গেছে ৷ কলকাতা ভিত্তিক ও ঢাকা ভিত্তিক বাঙালি জীবনে রেনেসাঁ ঘটেছিল ৷ আর কোনও জায়াগায় এরকম কোনও ঘটনা ঘটেনি ৷ জগদীশন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু বড়মাপের বিজ্ঞানী ছিলেন ৷ যেখানে বিজ্ঞানের অগ্রগতি ঘটে, সেখানে সাহিত্য, দর্শন, অর্থনীতির ক্ষেত্রেও চিন্তার প্রসার ঘটে ৷ বাঙালির জীবনে সবকিছুই ঘটেছে নবজাগরণের হাত ধরে ৷ আগামীতে আরও বড় কোনও পুরস্কার বাঙালির জন্য অপেক্ষা করেছে ৷ তাই আজ এরা যে কথা বলছেন, তা গোটা ভারত যদি শোনে ও প্রয়োগ করে তাহলে দেশ উপকৃত হবে ৷ আর যদি অবজ্ঞা করে তাহলে ভারতকেই ভুগতে হবে ৷ কষ্ট পেতে হবে ৷ বাঙালির অর্থনীতির চিন্তাকে শ্রদ্ধা না করলে অনুসরণ না করলে দেশকে ভুগতে হবে ৷ "
শিক্ষাবিদ পবিত্র সরকার বলেন, "ইংরেজ সাম্রাজ্যবাদের রাজধানী ছিল কলকাতা ৷ রেনেসাঁ, পাশ্চাত্যশিক্ষা, জ্ঞানচর্চা সেখানে হয়েছে ৷ তাই এটা (ছয়জনের নোবেল প্রাপ্তি) অস্বাভাবিক কিছু নয় ৷ তবে সবসময় পুরোটাই শহরের কৃতিত্ব নয় ৷ মাদার টেরেসা কলকাতাকে বেছে নিয়েছিলেন বলেই কিন্তু কলকাতা গৌরবান্বিত হয়েছে ৷ তবে এটাও ঠিক যে, চন্দ্রশেখর, রাধাকৃষ্ণণদের মতো বিজ্ঞানীদের গবেষণার সুযোগ করে দিয়েছিল কলকাতা ৷ একট অনুকূল পরিস্থিতি তৈরি করেছিল ৷ আবার অনেকে কলকাতার, প্রেসিডেন্সির শিক্ষা নিয়ে বিদেশে পাড়ি দিয়েছেন ৷ সেখানে সম্মান পেয়েছেন । তাই কলকাতার আংশিক অহংকার হতে পারে ৷ তবো পুরোপুরি কৃতিত্ব নেই ৷"
একসময় বলা হত ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য অস্তমিত হয় না ৷ এখন আমরা বলতেই পারি, কলকাতা তথা বাঙালির সূর্য অস্তমিত হয় না ৷