ETV Bharat / state

Save Tram Convention: পরিবেশবান্ধব ট্রাম বাঁচাও, নাগরিক মঞ্চে সামিল বুদ্ধিজীবীরা

কলকাতার ঐতিহ্য তো বটেই, এমনকী আমজনতার প্রিয় যান ট্রাম ৷ স্কুলগামী শিশু, বৃদ্ধ, অসুস্থ ব্যক্তি, গর্ভবতী মহিলাদের জন্য এই পরিবহণ ব্যবস্থা বিপন্মুক্ত ও আরামদায়ক ৷ তবু সংখ্যায় কমছে ট্রামরুট ৷ ট্রাম বাঁচানোর আন্দোলনে এবার সামিল বুদ্ধিজীবীরা ৷

Tram
দূষণহীন ট্রাম
author img

By

Published : May 13, 2023, 7:08 AM IST

কলকাতা, 13 মে: ঐতিহ্যবাহী এবং পরিবেশবান্ধব, তবু বিলুপ্তির পথে ট্রাম ৷ এই প্রশ্ন বারবার উঠছে ৷ এই পরিবেশবান্ধব পরিবহণ ব্যবস্থা একেবারে হারিয়ে গেলে চলবে না ৷ এই দাবিকে সামনে রেখে ট্রামপ্রেমী ও সমাজ সচেতন আমজনতার থেকে স্বাক্ষর সংগ্রহের কাজ চলেছে বিভিন্ন সময় ৷ এবার সেই দাবিকে সমর্থন করে স্বাক্ষর করলেন নাট্যকার বিভাস চক্রবর্তী, অভিনেত্রী অপর্ণা সেন, প্রাক্তন এজি বিমল চট্টোপাধ্যায়, অভিনেতা কৌশিক সেন, শিক্ষাবিদ মীরাতুন নাহার, চিত্রশিল্পী গণেশ হালুই, সঙ্গীতশিল্পী পল্লব কীর্তনিয়া-সহ প্রায় 50 জনের বেশি বিশিষ্ট নাগরিক ৷

কলকাতায় ট্রাম চলছে প্রায় 150 বছর ধরে ৷ আর এই সময়ে মহানগরী থেকে একের পর এক ট্রাম রুট বন্ধ হচ্ছে ৷ বামফ্রন্ট শাসনকালে কোটি কোটি টাকা খরচ করে ট্রামলাইনগুলি কংক্রিটে মজবুত করা হয় ৷ তার উপর এখন পিচ ঢেলে চাপা দেওয়া হচ্ছে ৷ বুদ্ধিজীবীদের মতে, লাগামহীন ভ্যান, রিকশা, বেআইনি গাড়ি, বেপরোয়া অটোর জেরে যানজট লেগে থাকে কলকাতার রাজপথে ৷ তার কারণ কিন্তু কখনওই ট্রাম নয় ৷

বিশ্বের প্রায় 450টিরও বেশি শহরে ট্রাম চলে ৷ ছাত্রছাত্রী, বয়স্ক, অসুস্থ ও সাধারণ মানুষের যাতায়াতের জন্য ট্রামের বিকল্প মেলা ভার ৷ কম বিদ্যুৎ খরচে ট্রেনের পরে সর্বাধিক যাত্রী বহন করতে পারে ট্রাম ৷ অভিযোগ, বর্তমান সরকার বিশেষজ্ঞদের মতামত না-নিয়ে একের পর এক ট্রাম রুট বন্ধ করে দিয়েছে ৷ একের পর এক ট্রাম ডিপোর জমি বিক্রি করে দেওয়া হচ্ছে ৷ কলকাতার প্রায় 50 টি ট্রামরুটের মধ্যে এখন গোটা তিনেক রুটে ট্রাম টিমটিম করে চলছে ৷

এই পরিস্থিতিতে ট্রামপ্রেমী ও বুদ্ধিজীবীরা সরকারের কাছে আর্জি জানিয়েছে বন্ধ হওয়া ট্রামরোড গুলি অবিলম্বে চালু করা হোক ৷ প্রতিটি রুটে ট্রামের সংখ্যা বাড়ানো হোক ৷ পাশাপাশি ট্রামের আধুনিকীকরণ হোক ৷ ট্রাম বিশেষজ্ঞ থেকে শুরু করে ট্রাম ভালোবাসেন এমন মানুষজন এবং বুদ্ধিজীবী থেকে শুরু করে আমনাগরিকদের মতামতকে গুরুত্ব দিক রাজ্য সরকার ৷ ট্রাম ডিপো বিক্রি করা চলবে না ৷ কোন ট্রামডিপো কাদের কত টাকায় বিক্রি করা হয়েছে, তার শ্বেতপত্র প্রকাশ করতে হবে সরকারকে ৷ ট্রামের অস্তিত্ব রক্ষার্থে 20 মে ট্রাম রক্ষায় একটি গণ কনভেনশনের ডাক দিয়েছেন বুদ্ধিজীবীরা ৷ স্টুডেন্টস হলে এই কনভেনশন হওয়ার কথা ৷ মঞ্চে থাকবেন প্রতুল মুখোপাধ্যায়, সুজাত ভদ্র, পল্লব কীর্তনীয়া, অরুণ গঙ্গোপাধ্যায়, ইকবাল আহমেদের মতো বিশিষ্টজনেরা ৷

আরও পড়ুন: ঘোড়ায় টানা থেকে এসি কামরা, তিলোত্তমায় ট্রামের সার্ধশতবর্ষ

কলকাতা, 13 মে: ঐতিহ্যবাহী এবং পরিবেশবান্ধব, তবু বিলুপ্তির পথে ট্রাম ৷ এই প্রশ্ন বারবার উঠছে ৷ এই পরিবেশবান্ধব পরিবহণ ব্যবস্থা একেবারে হারিয়ে গেলে চলবে না ৷ এই দাবিকে সামনে রেখে ট্রামপ্রেমী ও সমাজ সচেতন আমজনতার থেকে স্বাক্ষর সংগ্রহের কাজ চলেছে বিভিন্ন সময় ৷ এবার সেই দাবিকে সমর্থন করে স্বাক্ষর করলেন নাট্যকার বিভাস চক্রবর্তী, অভিনেত্রী অপর্ণা সেন, প্রাক্তন এজি বিমল চট্টোপাধ্যায়, অভিনেতা কৌশিক সেন, শিক্ষাবিদ মীরাতুন নাহার, চিত্রশিল্পী গণেশ হালুই, সঙ্গীতশিল্পী পল্লব কীর্তনিয়া-সহ প্রায় 50 জনের বেশি বিশিষ্ট নাগরিক ৷

কলকাতায় ট্রাম চলছে প্রায় 150 বছর ধরে ৷ আর এই সময়ে মহানগরী থেকে একের পর এক ট্রাম রুট বন্ধ হচ্ছে ৷ বামফ্রন্ট শাসনকালে কোটি কোটি টাকা খরচ করে ট্রামলাইনগুলি কংক্রিটে মজবুত করা হয় ৷ তার উপর এখন পিচ ঢেলে চাপা দেওয়া হচ্ছে ৷ বুদ্ধিজীবীদের মতে, লাগামহীন ভ্যান, রিকশা, বেআইনি গাড়ি, বেপরোয়া অটোর জেরে যানজট লেগে থাকে কলকাতার রাজপথে ৷ তার কারণ কিন্তু কখনওই ট্রাম নয় ৷

বিশ্বের প্রায় 450টিরও বেশি শহরে ট্রাম চলে ৷ ছাত্রছাত্রী, বয়স্ক, অসুস্থ ও সাধারণ মানুষের যাতায়াতের জন্য ট্রামের বিকল্প মেলা ভার ৷ কম বিদ্যুৎ খরচে ট্রেনের পরে সর্বাধিক যাত্রী বহন করতে পারে ট্রাম ৷ অভিযোগ, বর্তমান সরকার বিশেষজ্ঞদের মতামত না-নিয়ে একের পর এক ট্রাম রুট বন্ধ করে দিয়েছে ৷ একের পর এক ট্রাম ডিপোর জমি বিক্রি করে দেওয়া হচ্ছে ৷ কলকাতার প্রায় 50 টি ট্রামরুটের মধ্যে এখন গোটা তিনেক রুটে ট্রাম টিমটিম করে চলছে ৷

এই পরিস্থিতিতে ট্রামপ্রেমী ও বুদ্ধিজীবীরা সরকারের কাছে আর্জি জানিয়েছে বন্ধ হওয়া ট্রামরোড গুলি অবিলম্বে চালু করা হোক ৷ প্রতিটি রুটে ট্রামের সংখ্যা বাড়ানো হোক ৷ পাশাপাশি ট্রামের আধুনিকীকরণ হোক ৷ ট্রাম বিশেষজ্ঞ থেকে শুরু করে ট্রাম ভালোবাসেন এমন মানুষজন এবং বুদ্ধিজীবী থেকে শুরু করে আমনাগরিকদের মতামতকে গুরুত্ব দিক রাজ্য সরকার ৷ ট্রাম ডিপো বিক্রি করা চলবে না ৷ কোন ট্রামডিপো কাদের কত টাকায় বিক্রি করা হয়েছে, তার শ্বেতপত্র প্রকাশ করতে হবে সরকারকে ৷ ট্রামের অস্তিত্ব রক্ষার্থে 20 মে ট্রাম রক্ষায় একটি গণ কনভেনশনের ডাক দিয়েছেন বুদ্ধিজীবীরা ৷ স্টুডেন্টস হলে এই কনভেনশন হওয়ার কথা ৷ মঞ্চে থাকবেন প্রতুল মুখোপাধ্যায়, সুজাত ভদ্র, পল্লব কীর্তনীয়া, অরুণ গঙ্গোপাধ্যায়, ইকবাল আহমেদের মতো বিশিষ্টজনেরা ৷

আরও পড়ুন: ঘোড়ায় টানা থেকে এসি কামরা, তিলোত্তমায় ট্রামের সার্ধশতবর্ষ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.