ETV Bharat / state

বকেয়া কাজ শুরু নিয়ে মেট্রোর সঙ্গে আলোচনায় বসতে রাজ্যকে নির্দেশ হাইকোর্টের - ইস্ট ওয়েস্ট মেট্রোরেলের বকেয়া কাজ আবার শুরু

ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের কাজের জন্য 1 সেপ্টেম্বর বউবাজার এলাকার একাধিক বাড়ি ভেঙে পড়ে । বাড়িগুলো দেওয়াল থেকে চাঙড় খসে পড়তে শুরু করে । একাধিক পরিবারকে তাদের বাড়ি ছাড়তে হয়েছে এই কারণে । ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের কাজ বন্ধ । কলকাতা হাইকোর্টে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে মামলা দায়ের করা হয়েছিল । সেই মামলারই শুনানি চলছে কলকাতা হাইকোর্টে ।

thumbnail
thumbnail
author img

By

Published : Dec 20, 2019, 11:20 PM IST

কলকাতা, 20 ডিসেম্বর : ইস্ট-ওয়েস্ট মেট্রোরেলের বকেয়া কাজ আবার শুরু করার বিষয়ে মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসতে রাজ্যকে নির্দেশ কলকাতা হাইকোর্টের । প্রধান বিচারপতি টি বি রাধাকৃষ্ণণ ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ আজ নির্দেশ দেয়, মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসুক স্টেট ডিজ়াস্টার ম্যানেজমেন্ট কমিটি ৷ 2020-র 7 জানুয়ারি দুই পক্ষ বসে কী সিদ্ধান্ত নিল তাও জানাতে হবে হাইকোর্টকে । ওইদিনই মামলার পরবর্তী শুনানি হবে । আপাতত কাজ স্থগিত থাকবে ।


ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের কাজের জন্য 1 সেপ্টেম্বর বউবাজার এলাকার একাধিক বাড়ি ভেঙে পড়ে । বাড়িগুলো দেওয়াল থেকে চাঙড় খসে পড়তে শুরু করে । একাধিক পরিবারকে তাদের বাড়ি ছাড়তে হয়েছে এই কারণে । ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের কাজ বন্ধ । কলকাতা হাইকোর্টে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে মামলা দায়ের করা হয়েছিল । সেই মামলারই শুনানি চলছে কলকাতা হাইকোর্টে । গত শুনানিতে মেট্রোরেলের তরফে আইনজীবী জিষ্ণু সাহা বলেন," আমাদের আর সামান্য কাজ বাকি রয়েছে । সমস্যার কারণে এতদিন খোঁড়াখুঁড়ির কাজ সম্পূর্নভাবে বন্ধ । কিন্তু আমাদের বিশেষজ্ঞ কমিটি রিপোর্ট দিয়ে জানিয়েছে নতুন করে কাজ শুরু করায় আর কোনও বাধা নেই । কাজ শুরু করলে নতুন করে সমস্যা হবে না ওই এলাকার । তাই আমাদের বকেয়া কাজ শুরু করার অনুমতি দেওয়া হোক । টানেল বোরিং মেশিন দীর্ঘদিন ধরে ওখানে পড়ে রয়েছে । 100 টনের বেশি ওজনের মেশিন । এরপর ওই মেশিনের ক্ষতি হবে । তাই এবার কাজ শুরু করার অনুমতি দিক কলকাতা হাইকোর্ট ।"

উল্লেখ্য , এই মামলার প্রথম দিনের শুনানিতে মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছিল, ইস্ট-ওয়েস্ট মেট্রোর প্রায় 9.08 কিলোমিটারের কাজ শেষ হয়ে গেছে । আর মাত্র এক কিলোমিটার মতো কাজ বাকি আছে । কিন্তু হাইকোর্টের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তারা ওই কাজ শুরু করবে না । কিন্তু মেট্রোরেলের তরফে আইনজীবী আবার কাজ শুরু করার আর্জি জানালেও স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে আইনজীবী সপ্তাংশ বসু কাজ শুরু করার ব্যাপারে আপত্তি জানান । তিনি বলেন ," প্রথমে মেট্রোরেল কর্তৃপক্ষের বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট হাইকোর্টকে দেখাতে হবে । এরপর হাইকোর্ট যদি মনে করে তবে সিদ্ধান্ত নেবে । " এরপরই প্রধান বিচারপতি টি বি রাধাকৃষ্ণণ ও হিরণময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, আগামী 20 ডিসেম্বর মেট্রো রেল কর্তৃপক্ষকে বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট পেশ করতে হবে হাইকোর্টে ।

আজ মামলার শুনানিতে মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে আবার জানানো হয় আমাদের বিশেষজ্ঞ কমিটি জানিয়েছে বকেয়া কাজ শুরু করার ক্ষেত্রে আর কোনও সমস্যা নেই । কিন্তু স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে আইনজীবী সপ্তাংশু বসু আজ আবার বলেন, "ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের স্থান পরিবর্তন করা হোক । জনবহুল এলাকা বাদ দিয়ে ফাঁকা রাস্তা দিয়ে করার ব্যবস্থা করা হোক । না হলে পুনরায় আরও ক্ষয়ক্ষতি হতে পারে ।" কিন্তু মেট্রো রেলের তরফে এই বক্তব্যকে নাকচ করা হয় । তারা জানায়, আর সামান্য কাজ বাকি এই অবস্থায় কোনও ভাবেই স্থান পরিবর্তন করা সম্ভব নয় । তখন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্যের অ্যাডভোকেট জেনেরাল কিশোর দত্তের কাছে জানতে চান তাঁদের কী মতামত । AG কৃষক দত্ত বলেন, "ওই এলাকায় দুর্ঘটনা ঘটার পর থেকে রাজ্যের ডিজ়াস্টার ম্যানেজমেন্ট যা যা করার দরকার সমস্ত কিছু করেছে । আগামীতেও তারা প্রয়োজনমতো আদালতের নির্দেশ মানতে তৈরি আছে । " প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায় যে রাজ্যের ডিজ়াস্টার ম্যানেজমেন্ট কমিটি মেট্রো রেল কর্তৃপক্ষের বিশেষজ্ঞ কমিটির সঙ্গে আলোচনা করে ঠিক করুক কবে থেকে বকেয়া এই কাজ শুরু করা যেতে পারে ।

কলকাতা, 20 ডিসেম্বর : ইস্ট-ওয়েস্ট মেট্রোরেলের বকেয়া কাজ আবার শুরু করার বিষয়ে মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসতে রাজ্যকে নির্দেশ কলকাতা হাইকোর্টের । প্রধান বিচারপতি টি বি রাধাকৃষ্ণণ ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ আজ নির্দেশ দেয়, মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসুক স্টেট ডিজ়াস্টার ম্যানেজমেন্ট কমিটি ৷ 2020-র 7 জানুয়ারি দুই পক্ষ বসে কী সিদ্ধান্ত নিল তাও জানাতে হবে হাইকোর্টকে । ওইদিনই মামলার পরবর্তী শুনানি হবে । আপাতত কাজ স্থগিত থাকবে ।


ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের কাজের জন্য 1 সেপ্টেম্বর বউবাজার এলাকার একাধিক বাড়ি ভেঙে পড়ে । বাড়িগুলো দেওয়াল থেকে চাঙড় খসে পড়তে শুরু করে । একাধিক পরিবারকে তাদের বাড়ি ছাড়তে হয়েছে এই কারণে । ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের কাজ বন্ধ । কলকাতা হাইকোর্টে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে মামলা দায়ের করা হয়েছিল । সেই মামলারই শুনানি চলছে কলকাতা হাইকোর্টে । গত শুনানিতে মেট্রোরেলের তরফে আইনজীবী জিষ্ণু সাহা বলেন," আমাদের আর সামান্য কাজ বাকি রয়েছে । সমস্যার কারণে এতদিন খোঁড়াখুঁড়ির কাজ সম্পূর্নভাবে বন্ধ । কিন্তু আমাদের বিশেষজ্ঞ কমিটি রিপোর্ট দিয়ে জানিয়েছে নতুন করে কাজ শুরু করায় আর কোনও বাধা নেই । কাজ শুরু করলে নতুন করে সমস্যা হবে না ওই এলাকার । তাই আমাদের বকেয়া কাজ শুরু করার অনুমতি দেওয়া হোক । টানেল বোরিং মেশিন দীর্ঘদিন ধরে ওখানে পড়ে রয়েছে । 100 টনের বেশি ওজনের মেশিন । এরপর ওই মেশিনের ক্ষতি হবে । তাই এবার কাজ শুরু করার অনুমতি দিক কলকাতা হাইকোর্ট ।"

উল্লেখ্য , এই মামলার প্রথম দিনের শুনানিতে মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছিল, ইস্ট-ওয়েস্ট মেট্রোর প্রায় 9.08 কিলোমিটারের কাজ শেষ হয়ে গেছে । আর মাত্র এক কিলোমিটার মতো কাজ বাকি আছে । কিন্তু হাইকোর্টের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তারা ওই কাজ শুরু করবে না । কিন্তু মেট্রোরেলের তরফে আইনজীবী আবার কাজ শুরু করার আর্জি জানালেও স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে আইনজীবী সপ্তাংশ বসু কাজ শুরু করার ব্যাপারে আপত্তি জানান । তিনি বলেন ," প্রথমে মেট্রোরেল কর্তৃপক্ষের বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট হাইকোর্টকে দেখাতে হবে । এরপর হাইকোর্ট যদি মনে করে তবে সিদ্ধান্ত নেবে । " এরপরই প্রধান বিচারপতি টি বি রাধাকৃষ্ণণ ও হিরণময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, আগামী 20 ডিসেম্বর মেট্রো রেল কর্তৃপক্ষকে বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট পেশ করতে হবে হাইকোর্টে ।

আজ মামলার শুনানিতে মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে আবার জানানো হয় আমাদের বিশেষজ্ঞ কমিটি জানিয়েছে বকেয়া কাজ শুরু করার ক্ষেত্রে আর কোনও সমস্যা নেই । কিন্তু স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে আইনজীবী সপ্তাংশু বসু আজ আবার বলেন, "ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের স্থান পরিবর্তন করা হোক । জনবহুল এলাকা বাদ দিয়ে ফাঁকা রাস্তা দিয়ে করার ব্যবস্থা করা হোক । না হলে পুনরায় আরও ক্ষয়ক্ষতি হতে পারে ।" কিন্তু মেট্রো রেলের তরফে এই বক্তব্যকে নাকচ করা হয় । তারা জানায়, আর সামান্য কাজ বাকি এই অবস্থায় কোনও ভাবেই স্থান পরিবর্তন করা সম্ভব নয় । তখন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্যের অ্যাডভোকেট জেনেরাল কিশোর দত্তের কাছে জানতে চান তাঁদের কী মতামত । AG কৃষক দত্ত বলেন, "ওই এলাকায় দুর্ঘটনা ঘটার পর থেকে রাজ্যের ডিজ়াস্টার ম্যানেজমেন্ট যা যা করার দরকার সমস্ত কিছু করেছে । আগামীতেও তারা প্রয়োজনমতো আদালতের নির্দেশ মানতে তৈরি আছে । " প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায় যে রাজ্যের ডিজ়াস্টার ম্যানেজমেন্ট কমিটি মেট্রো রেল কর্তৃপক্ষের বিশেষজ্ঞ কমিটির সঙ্গে আলোচনা করে ঠিক করুক কবে থেকে বকেয়া এই কাজ শুরু করা যেতে পারে ।

Intro:ইস্ট-ওয়েস্ট মেট্রোর বকেয়া কাজ কবে থেকে শুরু করা যেতে পারে সে ব্যাপারে রাজ্যের ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটিকে মেট্রোরেল কর্তৃপক্ষের বিশেষজ্ঞ কমিটির সাথে বসার নির্দেশ কলকাতা হাইকোর্টের

কলকাতা 20 ডিসেম্বর:
ইস্ট ওয়েস্ট মেট্রোরেলের বকেয়া কাজ কবে থেকে শুরু করা যাবে সে ব্যাপারে স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি কে মেট্রো রেল কর্তৃপক্ষের সাথে বসে পর্যালোচনা করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টি বি রাধাকৃষ্ণাণ অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এ নির্দেশ দিল‌। আগামী 7 জানুয়ারি দুই পক্ষ বসে কি সিদ্ধান্ত নিল সেটা জানাতে হবে হাইকোর্টকে। ঐদিন মামলার পরবর্তী শুনানি। আপাতত কাজ যেমন স্থগিত ছিল তেমন স্থগিতের থাক বে।


Body:ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের কাজের জন্য 1 সেপ্টেম্বর বউ বাজার এলাকার একাধিক বাড়ি ভাঙতে শুরু করে। বাড়িগুলো দেওয়াল থেকে চাঙড় খসে পড়তে শুরু করে। তারপর একাধিক পরিবারকে তাদের বাড়ি ছাড়তে হয়েছে এই কারণে। সেই থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের কাজ বন্ধ হয়ে যায়। কারণ কলকাতা হাইকোর্ট একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলারই শুনানি চলছে কলকাতা হাইকোর্টে। গত শুনানিতে মেট্রোরেলের তরফে আইনজীবীরা জিষ্ণু সাহা বলেন," আমাদের আর সামান্য কাজ বাকি রয়েছে। সমস্যার কারণে এতদিন খোঁড়াখুঁড়ির কাজ সম্পূর্নভাবে বন্ধ। কিন্তু আমাদের বিশেষজ্ঞ কমিটি রিপোর্ট দিয়ে জানিয়েছে নতুন করে কাজ শুরু করায় আর কোন বাধা নেই। কাজ শুরু করলে নতুন করে সমস্যা হবে না ওই এলাকার। তাই আমাদেরকে বকেয়া কাজ শুরু করার অনুমতি দেওয়া হোক। টানেল বোরিং মেশিন দীর্ঘদিন ধরে ওখানে পড়ে রয়েছে। 100 টনের বেশি ওজন মেশিন এর। এভাবে করে থাকলে ওই মেশিনের ক্ষতি হবে। তাই এবার কাজ শুরু করার অনুমতি দিক কলকাতা হাইকোর্ট।" প্রসঙ্গত এই মামলার প্রথম দিনের শুনানিতেই মেত্র রেল কর্তৃপক্ষ জানিয়েছিল, ইস্ট-ওয়েস্ট মেট্রোর প্রায় 9 দশমিক 8 কিলোমিটার এর কাজ শেষ হয়ে গেছে। আর মাত্র এক কিলোমিটার মত কাজ বাকি আছে। কিন্তু হাইকোর্টের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তারা ওই কাজ শুরু করবে না। কিন্তু মেট্রোরেলের তরফে আইনজীবী আবার কাজ শুরু করার আরজি জানালেও স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে আইনজীবী সপ্তাংশ বসু কাজ শুরু করার ব্যাপারে আপত্তি জানান। তিনি বলেন ,আগে মেট্রোরেল কর্তৃপক্ষের বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট দেখাতে হবে হাইকোর্টকে তারপর হাইকোর্ট যদি মনে করে তাহলে সিদ্ধান্ত নেবে। এরপরই প্রধান বিচারপতি টি বি রাধাকৃষ্ণাণ ও হিরণময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় আগামী কুড়ি ডিসেম্বর মেট্রো রেল কর্তৃপক্ষকে বিশেষজ্ঞ কমিটি'র রিপোর্ট পেশ করতে হবে হাইকোর্টে। আজ মামলার শুনানিতে মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে আবার জানানো হয় আমাদের বিশেষজ্ঞ কমিটি জানিয়েছে বকেয়া কাজ শুরু করার ক্ষেত্রে আর কোন সমস্যা নেই। কিন্তু স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে আইনজীবী সপ্তাংশু বসু আজ আবার বলেন," ইস্ট-ওয়েস্ট মেট্রোর পদ পরিবর্তন করা হোক। জনবহুল এলাকা বাদ দিয়ে ফাঁকা রাস্তা দিয়ে করার ব্যবস্থা করা হোক। না হলে পুনরায় আরো ক্ষয়ক্ষতি হতে পারে।" কিন্তু মেট্রোরেলের তরফে এই বক্তব্যকে নাকচ করা হয়। বলা হয় আর সামান্য কাজ বাকি এই অবস্থায় কোন ভাবেই পদ পরিবর্তন করা সম্ভব নয়। তখন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্যে এডভোকেট জেনারেল কিশোর দত্তের কাছে জানতে চান তাদের কি মতামত। এজি কৃষক দত্ত বলেন ওই এলাকায় দুর্ঘটনা ঘটার পর থেকে রাজ্যের ডিজাস্টার ম্যানেজমেন্ট যা যা করার দরকার সমস্ত কিছু করেছে। আগামীতেও তারা প্রয়োজনমতো আদালতের নির্দেশ মানতে তৈরি আছে। তখন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায় যে রাজ্যের ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি মেট্রো রেল কর্তৃপক্ষের বিশেষজ্ঞ কমিটির সাথে বসে ঠিক করুক কবে থেকে বকেয়া এই কাজ শুরু করা যেতে পারে। সেই সিদ্ধান্ত আগামী 7 জানুয়ারি হাইকোর্টে যাক তারা। আপাতত কাজ যেমন বন্ধ আছে তেমন থাকবে।



Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.