ETV Bharat / state

গঙ্গাসাগর মেলার সুরক্ষাবিধি ? মেডিকেল টিম আনতে রাজ্যকে নির্দেশ - গঙ্গাসাগর মেলায় সুরক্ষাবিধি

বহু লোক এক জায়গায় স্নান করলে জলের মধ্যে দিয়ে থেকেও ড্রপলেট ছড়াতে পারে । এই ব্যাপারে কী কী সুরক্ষাবিধির ব্যবস্থা করা হবে, তার জন্য রাজ্যকে মেডিকেল এক্সপার্টদের নিয়ে আসার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ।

কলকাতা হাইকোর্ট
কলকাতা হাইকোর্ট
author img

By

Published : Jan 7, 2021, 1:24 PM IST

Updated : Jan 7, 2021, 2:27 PM IST

কলকাতা, 7 জানুয়ারি : গঙ্গাসাগর মেলায় কী হবে সুরক্ষা বিধি ? মেডিকেল এক্সপার্ট টিমকে নিয়ে আসার নির্দেশ কলকাতা হাইকোর্টের । প্রধান বিচারপতি টি বি এন রাধাকৃষ্ণানের মন্তব্য কোরোনা কোরোনা ভাইরাস ড্রপলেটের মধ্যে দিয়ে ছড়ায় । গঙ্গাসাগর মেলায় বিপুল পরিমাণ লোকজন জড়ো হয় । লোকজন স্নানের জন্য যান । বহু লোক এক জায়গায় স্নান করলে জলের মধ্যে দিয়ে থেকেও ড্রপলেট ছড়াতে পারে । এই ব্যাপারে কী কী সুরক্ষা বিধির ব্যবস্থা করা হবে, তার জন্য রাজ্যকে মেডিকেল এক্সপার্টদের নিয়ে আসার নির্দেশ দিলেন প্রধান বিচারপতি । আজ দুপুর 2 টার সময় ফের মামলার শুনানি রয়েছে।

প্রধান বিচারপতি রাজ্যের উদ্দেশে আরও বলেন ,"সকালে যখন আমি আদালতে আসছিলাম কাতারে কাতারে পূণ্যার্থীকে বাবুঘাট ময়দান চত্বরে আসতে দেখেছি, যাঁদের বেশির ভাগ কোনও মাস্ক পড়েননি , এটা ভয়ঙ্কর। আমরা পুলিশ ও নিরাপত্তার ব্যবস্থা নিয়ে মাথা ঘামাচ্ছি না । আমাদের মূল উদ্বেগের জায়গা হচ্ছে মানুষের সুরক্ষা । এত মানুষ এক জায়গায় জড়ো হবেন, স্নান করবেন, কী হবে তাদের সুরক্ষা বিধি ? মেডিকেল এক্সপার্টদের ডাকুন।"

আরও পড়ুন : গঙ্গাসাগর মেলায় জমায়েতে নিষেধাজ্ঞার দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা

4 জানুয়ারি গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে যে জমায়েত হয় এ বছরের জন্য তা বাতিল করার দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন অজয়কুমার দে । এর আগে দুর্গাপুজো ,কালীপুজো , জগদ্ধাত্রী পুজো ,ছট ও পরে বর্ষবরণে যে ভিড় হয় তার উপর রাশ টানতেও মামলা করেছিলেন অজয়বাবু ।

কলকাতা, 7 জানুয়ারি : গঙ্গাসাগর মেলায় কী হবে সুরক্ষা বিধি ? মেডিকেল এক্সপার্ট টিমকে নিয়ে আসার নির্দেশ কলকাতা হাইকোর্টের । প্রধান বিচারপতি টি বি এন রাধাকৃষ্ণানের মন্তব্য কোরোনা কোরোনা ভাইরাস ড্রপলেটের মধ্যে দিয়ে ছড়ায় । গঙ্গাসাগর মেলায় বিপুল পরিমাণ লোকজন জড়ো হয় । লোকজন স্নানের জন্য যান । বহু লোক এক জায়গায় স্নান করলে জলের মধ্যে দিয়ে থেকেও ড্রপলেট ছড়াতে পারে । এই ব্যাপারে কী কী সুরক্ষা বিধির ব্যবস্থা করা হবে, তার জন্য রাজ্যকে মেডিকেল এক্সপার্টদের নিয়ে আসার নির্দেশ দিলেন প্রধান বিচারপতি । আজ দুপুর 2 টার সময় ফের মামলার শুনানি রয়েছে।

প্রধান বিচারপতি রাজ্যের উদ্দেশে আরও বলেন ,"সকালে যখন আমি আদালতে আসছিলাম কাতারে কাতারে পূণ্যার্থীকে বাবুঘাট ময়দান চত্বরে আসতে দেখেছি, যাঁদের বেশির ভাগ কোনও মাস্ক পড়েননি , এটা ভয়ঙ্কর। আমরা পুলিশ ও নিরাপত্তার ব্যবস্থা নিয়ে মাথা ঘামাচ্ছি না । আমাদের মূল উদ্বেগের জায়গা হচ্ছে মানুষের সুরক্ষা । এত মানুষ এক জায়গায় জড়ো হবেন, স্নান করবেন, কী হবে তাদের সুরক্ষা বিধি ? মেডিকেল এক্সপার্টদের ডাকুন।"

আরও পড়ুন : গঙ্গাসাগর মেলায় জমায়েতে নিষেধাজ্ঞার দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা

4 জানুয়ারি গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে যে জমায়েত হয় এ বছরের জন্য তা বাতিল করার দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন অজয়কুমার দে । এর আগে দুর্গাপুজো ,কালীপুজো , জগদ্ধাত্রী পুজো ,ছট ও পরে বর্ষবরণে যে ভিড় হয় তার উপর রাশ টানতেও মামলা করেছিলেন অজয়বাবু ।

Last Updated : Jan 7, 2021, 2:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.