ETV Bharat / state

দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের BJP সদস্যদের বিরুদ্ধে অনাস্থা মিটিংয়ে স্থগিতাদেশ

বিচারপতি অরিন্দম সিনহা নির্দেশ দেন, প্রয়োজনে অনাস্থা প্রস্তাব আনা যেতেই পারে কিন্তু সেটা একটাই প্রস্তাব আনতে হবে । তারপর নোডাল অফিসার তা খতিয়ে দেখবেন । আপাতত , 13 ফেব্রুয়ারি পর্যন্ত প্রস্তাব সংক্রান্ত মিটিং স্থগিত থাকবে ।

Kolkata Highcourt
কলকাতা হাইকোর্ট
author img

By

Published : Feb 4, 2020, 11:42 PM IST

কলকাতা , 4 ফেব্রুয়ারি : দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের BJP সদস্যদের বিরুদ্ধে আনা অনাস্থা মিটিংয়ের উপর 13 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট । আগামীকাল অর্থাৎ 5 ফেব্রুয়ারি জেলা পরিষদ ভবনে সভা করা নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিলেন ডিভিশনাল কমিশনার । তারই স্থগিতাদেশের নির্দেশ দেন বিচারপতি অরিন্দম সিনহা ।

জেলা পরিষদের তিন BJP সদস্য ও নির্দল সদস্যদের বিরুদ্ধে একাধিক অনাস্থা প্রস্তাব এনেছিলেন তৃণমূলের সদস্যরা । কারণ এরা দু'টি করে স্থায়ী সমিতির সদস্য । BJP র তিন সদস্য এর বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয় । উভয়ের বক্তব্য শোনার পর বিচারপতি অরিন্দম সিনহা নির্দেশ দেন , প্রয়োজনে অনাস্থা প্রস্তাব আনা যেতেই পারে কিন্তু সেটা একটাই প্রস্তাব আনতে হবে । তারপর নোডাল অফিসার তা খতিয়ে দেখবেন । আপাতত , 13 ফেব্রুয়ারি পর্যন্ত প্রস্তাব সংক্রান্ত মিটিং স্থগিত থাকবে ।

জেলা পরিষদের তিন BJP সদস্য ও নির্দল সদস্যদের বিরুদ্ধে একাধিক অনাস্থা প্রস্তাব এনেছিলেন তৃণমূলের সদস্যরা । কারণ এরা দু'টি করে স্থায়ী সমিতির সদস্য । ডিভিশনাল কমিশনার 2019 সালের 30 ডিসেম্বর তলবি সভা ডেকে ছিলেন । এবং খুব সহজেই ওই সদস্যদের বিরুদ্ধে অনাস্থা প্রমাণ করে জয়লাভ করেছিল তৃণমূল । কিন্তু তারই বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন BJP র তিন সদস্য । কিন্তু এই প্রক্রিয়া নিয়মবহির্ভূত বলে বাতিল করে দিয়েছিলেন বিচারপতি । পরে 22 জানুয়ারি ডিভিশনাল কমিশনার অনাস্থার মিটিং সংক্রান্ত চিঠি দেন । সেখানে জানানো হয় 5 ফেব্রুয়ারি অনাস্থা সংক্রান্ত এই মিটিং হবে । এরই বিরুদ্ধে ফের হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শংকর সরকার, চিন্তামণি বিহা ও মফিজউদ্দিন মিঞাঁ নামে তিন BJP সদস্য । তাঁদের বক্তব্য শোনার পর আগামীকাল রাখা মিটিংয়ের উপর স্থগিতাদেশ জারি করেন বিচারপতি অরিন্দম সিনহা ।

কলকাতা , 4 ফেব্রুয়ারি : দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের BJP সদস্যদের বিরুদ্ধে আনা অনাস্থা মিটিংয়ের উপর 13 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট । আগামীকাল অর্থাৎ 5 ফেব্রুয়ারি জেলা পরিষদ ভবনে সভা করা নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিলেন ডিভিশনাল কমিশনার । তারই স্থগিতাদেশের নির্দেশ দেন বিচারপতি অরিন্দম সিনহা ।

জেলা পরিষদের তিন BJP সদস্য ও নির্দল সদস্যদের বিরুদ্ধে একাধিক অনাস্থা প্রস্তাব এনেছিলেন তৃণমূলের সদস্যরা । কারণ এরা দু'টি করে স্থায়ী সমিতির সদস্য । BJP র তিন সদস্য এর বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয় । উভয়ের বক্তব্য শোনার পর বিচারপতি অরিন্দম সিনহা নির্দেশ দেন , প্রয়োজনে অনাস্থা প্রস্তাব আনা যেতেই পারে কিন্তু সেটা একটাই প্রস্তাব আনতে হবে । তারপর নোডাল অফিসার তা খতিয়ে দেখবেন । আপাতত , 13 ফেব্রুয়ারি পর্যন্ত প্রস্তাব সংক্রান্ত মিটিং স্থগিত থাকবে ।

জেলা পরিষদের তিন BJP সদস্য ও নির্দল সদস্যদের বিরুদ্ধে একাধিক অনাস্থা প্রস্তাব এনেছিলেন তৃণমূলের সদস্যরা । কারণ এরা দু'টি করে স্থায়ী সমিতির সদস্য । ডিভিশনাল কমিশনার 2019 সালের 30 ডিসেম্বর তলবি সভা ডেকে ছিলেন । এবং খুব সহজেই ওই সদস্যদের বিরুদ্ধে অনাস্থা প্রমাণ করে জয়লাভ করেছিল তৃণমূল । কিন্তু তারই বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন BJP র তিন সদস্য । কিন্তু এই প্রক্রিয়া নিয়মবহির্ভূত বলে বাতিল করে দিয়েছিলেন বিচারপতি । পরে 22 জানুয়ারি ডিভিশনাল কমিশনার অনাস্থার মিটিং সংক্রান্ত চিঠি দেন । সেখানে জানানো হয় 5 ফেব্রুয়ারি অনাস্থা সংক্রান্ত এই মিটিং হবে । এরই বিরুদ্ধে ফের হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শংকর সরকার, চিন্তামণি বিহা ও মফিজউদ্দিন মিঞাঁ নামে তিন BJP সদস্য । তাঁদের বক্তব্য শোনার পর আগামীকাল রাখা মিটিংয়ের উপর স্থগিতাদেশ জারি করেন বিচারপতি অরিন্দম সিনহা ।

Intro:মানস নস্কর দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের 4 সদস্যের বিরুদ্ধে আনা অনাস্থা সংক্রান্ত মিটিঙের উপর 13 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিতাদেশ জারি করল হাইকোর্ট কলকাতা 4ফেব্রুয়ারি: দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সদস্যদের বিরুদ্ধে আনা অনাসথা মিটিং এর ওপর 13 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অরিন্দম সিনহা এ নির্দেশ দিয়েছেন। আগামীকাল অর্থাৎ 5 ফেব্রুয়ারি জেলা পরিষদ ভবনে সভা করা নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিলেন ডিভিশনাল কমিশনার। ওই বিজ্ঞপ্তি স্থগিতাদেশ জারি করলেন বিচারপতি।বিজেপি র তিন সদস্যের মধ্যে একজন স্থায়ী সমিতির সদস্য হলেও বাকি দুজন কর্মাধক্ষ


Body:জেলা পরিষদের 4 জন সদস্যের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন 14 জন তৃণমূলের সদস্য। গত 22 জানুয়ারি ডিভিশনাল কমিশনার সেইমতো চিঠি দিয়ে জানান 5 ফেব্রুয়ারি এই সংক্রানত মিটিং হবে।এই চার জনের বিরুদ্ধে একাধিক অনাস্থা সংক্রান্ত প্রস্তাব এনেছিল রাজ্যের শাসক দলের সদস্যরা। কারণ এরা প্রত্যেকেই দুটো করে স্থায়ী কর্ম সমিতির কর্মদক্ষ। বিচারপতি অরিন্দম সিনহা দুই পক্ষের বক্তব্য শোনার পর নির্দেশ দিয়েছেন প্রয়োজনে অনাস্থা না যেতেই পারে কিন্তু সেটা একটাই প্রস্তাব আনতে হবে। তারপর নোডাল অফিসার সেটা খতিয়ে দেখবেন। আপাতত 13 ফেব্রুয়ারি পর্যন্ত প্রস্তাব সংক্রান্ত মিটিং স্থগিত থাকবে ।ঐদিন পরবর্তী শুনানি মামলার। জেলা পরিষদের স্থায়ী কমিটির তিন বিজেপি এবং নির্দল সদস্যের বিরুদ্ধে অনাস্থা ডেকেছিল তৃণমূল। এই চারজন মোট ছয়টি স্থায়ী সমিতির নটি পদে অধিষ্ঠিত। ডিভিশনাল কমিশনার 2019 সালের 30 ডিসেম্বর তলবি সভা ডেকে ছিলেন। এবং খুব সহজেই ওই সদস্যদের বিরুদ্ধে অনাস্থা প্রমাণ করে জয়লাভ করে তৃণমূল। কিন্তু হাইকোর্টে মামলা করেছিলেন বিজেপির সদস্যরা। বিচারপতি তারাই এই প্রক্রিয়া নিয়মবহির্ভূত বলে বাতিল করে দিয়েছিলেন। সেই জন্য পুনরায় আবার 22 জানুয়ারি অনাস্থার মিটিং সংক্রান্ত চিঠি দেন ডিভিশনাল কমিশনার। সেখানে জানানো হয় 5 ফেব্রুয়ারি হবে এই মিটিং। এর বিরুদ্ধে ফের হাইকোর্টের দ্বারস্থ হন শংকর সরকার, চিন্তামণি বিহা ও মফিজ উদ্দিন মিয়া নামে তিন বিজেপি সদস্য। এদের বক্তব্য বক্তব্য শোনার পর আগামীকালকে ঢাকা মিটিং এর উপর স্থগিতাদেশ জারি করেন বিচারপতি অরিন্দম সিনহা।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.