ETV Bharat / state

Kolkata Heritage Buildings: কলকাতা শহরের হেরিটেজ ভবনগুলি আলোকিত থাকবে সারা বছর - দুর্গাপুজো

কলকাতা (Kolkata) শহরকে সাজানোর লক্ষ্যে পর্যটন দফতর নতুন উদ্যোগ নিয়েছে ৷ সম্প্রতি কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) একটি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে সারা বছর আলোকোজ্বল রাখা হবে কলকাতার হেরিটেজ ভবনগুলিকে (Kolkata Heritage Buildings) ।

Kolkata heritage buildings will remain illuminated throughout the year
Kolkata Heritage Buildings: কলকাতা শহরের হেরিটেজ ভবনগুলি আলোকিত থাকবে সারা বছর
author img

By

Published : Dec 2, 2022, 3:40 PM IST

কলকাতা, 2 ডিসেম্বর: কলকাতা (Kolkata) শহরকে সাজানোর লক্ষ্যে পর্যটন দফতরের নতুন প্রয়াস ৷ বছরভর আলোকোজ্বল রাখা হবে শহরের হেরিটেজ ভবনগুলিকে (Kolkata Heritage Buildings) । সম্প্রতি কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) একটি বৈঠক হয় এই বিষয়ে । বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র পারিষদ দেবাশিস কুমার, পর্যটন সচিব সৌমিত্র মোহন, পৌর সচিব হরিহরপ্রসাদ মণ্ডল-সহ হেরিটেজ বিভাগের আধিকারিকরা ।

কলকাতা পৌরনিগমের সূত্রে জানা গিয়েছে, পর্যটন দফতরের পক্ষে আলো লাগানোর বিষয়টি বৈঠকে জানানো হয় । মূলত, শহরের গ্রেড-1 তালিকায় থাকা ভবনগুলিতে এই আলো লাগানো হবে । নীল-লাল-হলুদ নানা রঙের আলো লাগানো হবে । কলকাতা শহরের ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে এমন আলোর দেখা মেলে । কলকাতা পৌরনিগমের আওতাধীন টাউন হল সেই বিশেষ আলোয় সাজিয়ে তুলেছে ।

পর্যটন দফতরের সিদ্ধান্তের বিষয়ে কলকাতা পৌরনিগমের মেয়র পরিষদ দেবাশিস কুমার বলেন, ‘‘শহর জুড়ে হেরিটেজ ভবনগুলিকে আলোয় সাজানো হয় দুর্গাপুজো (Durga Puja) ও কালীপুজোর (Kali Puja) সময় । এবার সারা বছরই বিশেষ আলোয় ঝলমল করবে হেরিটেজগুলি । এই সিদ্ধান্তের কথা সমস্ত কেন্দ্রীয় সরকারের আওতাধীন ভবন এবং বেসরকারি মালিকানাধীন হেরিটেজ ভবনের জানানো হবে ।’’

উল্লেখ্য, এই সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে সরকারি ভবনে যেমন সরকারি আলো লাগানো হবে, তেমনই বেসরকারি হেরিটেজ ভবনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খরচ বহন করবে ।

আরও পড়ুন: শহরের বুকে ক্রিকেট কার্নিভ্যাল, বাইশ গজে জয়জয়কার গায়ক-সুরকারদের

কলকাতা, 2 ডিসেম্বর: কলকাতা (Kolkata) শহরকে সাজানোর লক্ষ্যে পর্যটন দফতরের নতুন প্রয়াস ৷ বছরভর আলোকোজ্বল রাখা হবে শহরের হেরিটেজ ভবনগুলিকে (Kolkata Heritage Buildings) । সম্প্রতি কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) একটি বৈঠক হয় এই বিষয়ে । বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র পারিষদ দেবাশিস কুমার, পর্যটন সচিব সৌমিত্র মোহন, পৌর সচিব হরিহরপ্রসাদ মণ্ডল-সহ হেরিটেজ বিভাগের আধিকারিকরা ।

কলকাতা পৌরনিগমের সূত্রে জানা গিয়েছে, পর্যটন দফতরের পক্ষে আলো লাগানোর বিষয়টি বৈঠকে জানানো হয় । মূলত, শহরের গ্রেড-1 তালিকায় থাকা ভবনগুলিতে এই আলো লাগানো হবে । নীল-লাল-হলুদ নানা রঙের আলো লাগানো হবে । কলকাতা শহরের ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে এমন আলোর দেখা মেলে । কলকাতা পৌরনিগমের আওতাধীন টাউন হল সেই বিশেষ আলোয় সাজিয়ে তুলেছে ।

পর্যটন দফতরের সিদ্ধান্তের বিষয়ে কলকাতা পৌরনিগমের মেয়র পরিষদ দেবাশিস কুমার বলেন, ‘‘শহর জুড়ে হেরিটেজ ভবনগুলিকে আলোয় সাজানো হয় দুর্গাপুজো (Durga Puja) ও কালীপুজোর (Kali Puja) সময় । এবার সারা বছরই বিশেষ আলোয় ঝলমল করবে হেরিটেজগুলি । এই সিদ্ধান্তের কথা সমস্ত কেন্দ্রীয় সরকারের আওতাধীন ভবন এবং বেসরকারি মালিকানাধীন হেরিটেজ ভবনের জানানো হবে ।’’

উল্লেখ্য, এই সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে সরকারি ভবনে যেমন সরকারি আলো লাগানো হবে, তেমনই বেসরকারি হেরিটেজ ভবনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খরচ বহন করবে ।

আরও পড়ুন: শহরের বুকে ক্রিকেট কার্নিভ্যাল, বাইশ গজে জয়জয়কার গায়ক-সুরকারদের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.