ETV Bharat / state

চার দশকের বিচ্ছেদ ঘুচিয়ে ফের বন্ধুত্ব জুড়ল হ্যাম রেডিও - ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব

আশা ছাড়তে বসেছিলেন বিপ্লববাবু ৷ ঠিক এমনই একটা সময়ে বৃহস্পতিবার রাতে বিপ্লববাবুর মোবাইলের রিংটোন বেজে ওঠে ৷ ফোনের ওপারে কর্মসূত্রে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বন্ধু নিত্যানন্দ ৷ দীর্ঘক্ষণ দুই চিকিৎসক-বন্ধুর কথা হয় ।

পুরানো বন্ধুকে ফিরে পেলেন কলকাতার চিকিৎসক
পুরানো বন্ধুকে ফিরে পেলেন কলকাতার চিকিৎসক
author img

By

Published : Jun 27, 2021, 5:37 PM IST

Updated : Jun 27, 2021, 6:40 PM IST

কলকাতা, 27 জুন : শেষ দেখা হয়েছিল 1977 সালে ৷ তারপর 44 বছরের কেটে গিয়েছে ৷ বন্ধু চলে গিয়েছিলেন ওড়িশায় ৷ আর দেখা হয়নি তাঁর সঙ্গে ৷ তখন মোবাইলও ছিল না ৷ ঠিকানা যা ছিল, তাও হারিয়ে গিয়েছে ৷ খোঁজাখুঁজি অনেক করেছেন ৷ ওড়িশায় গিয়েছেন ৷ ফেসবুকে খোঁজাখুঁজি করেছেন ৷ লাভ কিছুই হয়নি ৷ প্রতিবারই নিরাশ হয়েছেন ৷ অবশেষে সঙ্কটমোচনে এল হ্যাম রেডিও ৷ চার দশক পেরিয়ে বাঁশদ্রোণীর চিকিৎসকের সঙ্গে আবার যোগাযোগ হল ওড়িশার চিকিৎসক বন্ধুর ৷

কোচবিহারের মাথাভাঙা মহকুমার অন্তর্গত ঘোকসাডাঙা স্বাস্থ্যকেন্দ্রে দীর্ঘদিন শল্যচিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন নিত্যানন্দ পান্ডা । এর আগে তিনি ছিলেন এসএসকেএম হাসপাতালে ৷ সেইসময় ঘোকসাডাঙার স্বাস্থ্যকেন্দ্রে বিদ্যুৎ পরিষেবা ছিল না ৷ প্রসূতিদের মুখে ইথার ঢেলে সন্তান প্রসব করাতেন নিত্যানন্দ পান্ডা ৷ এলাকায় যথেষ্ট নামডাকও ছিল ৷ এরপর 1977 সালের শেষ দিকে নিজের জন্মস্থান ওড়িশায় চাকরি পেয়ে যান নিত্যানন্দবাবু ৷ নিজের রাজ্যে ফিরতে পারার সুযোগটা হাতছাড়া করতে চাননি তিনি ৷ দায়িত্ব ছাড়েন ঘোকসাডাঙা স্বাস্থ্যকেন্দ্রের ৷ আর তাঁর থেকে যিনি স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্ব নিয়েছিলেন, তিনি বিপ্লবানন্দ দাস ৷ কলকাতার চিকিৎসক ৷ বাড়ি বাঁশদ্রোণী এলাকায় ৷

এদিকে নিত্যানন্দবাবু দায়িত্ব ছাড়ার পরও বেশ কিছুদিন থেকে যান ঘোকসাডাঙায় ৷ খুব অল্প সময়েই দুই ডাক্তারের মধ্যে ভাল সম্পর্ক গড়ে ওঠে ৷ এলাকায় নিত্যানন্দ পান্ডার যে নামডাক রয়েছে, সেই কথাও লোকমুখে বিপ্লববাবুর কানে পৌঁছায় ৷ বন্ধুত্ব ক্রমে আরও গাঢ় হয় ৷ কিন্তু এর মধ্যেই নিত্যানন্দের বাড়ি ফেরার সময় এসে যায় ৷ কটকের উদ্দেশে রওনা দেন তিনি ৷ তারপর থেকে আর দেখা হয়নি দুই বন্ধুর ৷

তখন মোবাইলও ছিল না ৷ ঠিকানা যা ছিল, তাও হারিয়ে গিয়েছে ৷ তবে বন্ধুর সঙ্গে দেখা করার ইচ্ছা ক্রমে আরও তীব্র থেকে তীব্রতর হয়েছে বিপ্লববাবুর ৷ শুধু জানতেন ওড়িশার কটকে থাকেন তাঁর বন্ধু ৷ ব্যাস, ওইটুকুই ৷ এত বড় শহরে কীভাবে খুঁজে পাবেন নিত্যানন্দ পান্ডাকে ? তিনি এখন কী করছেন, কোথায় থাকছেন, আদৌও এখনও কটকেই রয়েছেন কি না... কিছুই জানা নেই ৷ শুধু আশা ছিল বুকে, বন্ধুর সঙ্গে যোগাযোগ ঠিকই হবে ৷ আর ছিল বন্ধুত্বের টান ৷ সেই টানেই বার বার ছুটে গিয়েছেন ওড়িশায় ৷

এই চার দশকে 8 বার ওড়িশায় গিয়েছেন বিপ্লববাবু ৷ বিভিন্ন চিকিৎসক সংগঠন, সরকারি সংস্থায় খোঁজ করেছেন ৷ হাসপাতালে হাসপাতালে ঘুরে বেরিয়েছেন... কোথাও যদি নিত্যানন্দ পান্ডা নামে কেউ কাজ করেন । কেউ যদি কোনও একটা খোঁজ দিতে পারেন... কিন্তু প্রতিবারই নিরাশ হয়ে বাড়ি ফিরে এসেছেন ৷

ফেসবুকেও খুঁজেছেন নিত্যানন্দবাবুকে ৷ মোট আটজন নিত্যানন্দ পান্ডা নামে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেছেন বিপ্লববাবু ৷ কিন্তু তাঁদের কেউই তাঁর ঘোকসাডাঙা স্বাস্থ্যকেন্দ্রের বন্ধু নিত্যানন্দ নন ৷ আশা প্রায় ছেড়ে দিয়েছিলেন ৷ বয়সটাও হচ্ছে ৷ শরীর ভাঙতে শুরু করে দিয়েছে ৷ এমন একটা সময়ে তাঁকে নতুন করে আশা জাগাতে শুরু করে হ্যাম রেডিও ৷

এক পরিচিতের থেকে দাসবাবু জানতে পারেন হারিয়ে যাওয়া মানুষদের খুঁজে বের করার ক্ষেত্রে হ্যাম রেডিও অপারেটরদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব বিগত কয়েক বছর ধরে কাজ করে আসছে । দাসবাবুর স্ত্রী রেডিও ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাসকে ফোন করেন ৷ জানান, দাসবাবু বর্তমানে খুব অসুস্থ ৷ ওড়িশা নিবাসী তাঁর পুরানো বন্ধুর সঙ্গে দেখা করার জন্য প্রচণ্ড আকুল ।

এরপর ওড়িশার হ্যাম রেডিও অপারেটর দুশমন্তকুমার দাসের সঙ্গে যোগাযোগ করেন অম্বরীশবাবু । মাঝে আর বেশ কয়েকটা দিন এভাবেই অপেক্ষায় কেটে যায় ৷ আবারও আশা ছাড়তে বসেছিলেন বিপ্লববাবু ৷ ঠিক এমনই একটা সময়ে বৃহস্পতিবার রাতে বিপ্লববাবুর মোবাইলের রিংটোন বেজে ওঠে ৷ ফোনের ওপারে কর্মসূত্রে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বন্ধু নিত্যানন্দ ৷ দীর্ঘক্ষণ দুই চিকিৎসকের কথা হয় ।

এদিকে ওড়িশার চিকিৎসক নিত্যানন্দবাবুও জানিয়েছেন, তিনিও কয়েকবার কলকাতায় এসেছিলেন ৷ তাঁর পুরানো বন্ধুর খোঁজ করেছিলেন ৷ কিন্তু কোনও সন্ধান পাননি । এতবছর পর কথা বলতে পেরে আপ্লুত দুই প্রৌঢ় চিকিৎসক । কৃতজ্ঞতা জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবকে ।

কলকাতা, 27 জুন : শেষ দেখা হয়েছিল 1977 সালে ৷ তারপর 44 বছরের কেটে গিয়েছে ৷ বন্ধু চলে গিয়েছিলেন ওড়িশায় ৷ আর দেখা হয়নি তাঁর সঙ্গে ৷ তখন মোবাইলও ছিল না ৷ ঠিকানা যা ছিল, তাও হারিয়ে গিয়েছে ৷ খোঁজাখুঁজি অনেক করেছেন ৷ ওড়িশায় গিয়েছেন ৷ ফেসবুকে খোঁজাখুঁজি করেছেন ৷ লাভ কিছুই হয়নি ৷ প্রতিবারই নিরাশ হয়েছেন ৷ অবশেষে সঙ্কটমোচনে এল হ্যাম রেডিও ৷ চার দশক পেরিয়ে বাঁশদ্রোণীর চিকিৎসকের সঙ্গে আবার যোগাযোগ হল ওড়িশার চিকিৎসক বন্ধুর ৷

কোচবিহারের মাথাভাঙা মহকুমার অন্তর্গত ঘোকসাডাঙা স্বাস্থ্যকেন্দ্রে দীর্ঘদিন শল্যচিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন নিত্যানন্দ পান্ডা । এর আগে তিনি ছিলেন এসএসকেএম হাসপাতালে ৷ সেইসময় ঘোকসাডাঙার স্বাস্থ্যকেন্দ্রে বিদ্যুৎ পরিষেবা ছিল না ৷ প্রসূতিদের মুখে ইথার ঢেলে সন্তান প্রসব করাতেন নিত্যানন্দ পান্ডা ৷ এলাকায় যথেষ্ট নামডাকও ছিল ৷ এরপর 1977 সালের শেষ দিকে নিজের জন্মস্থান ওড়িশায় চাকরি পেয়ে যান নিত্যানন্দবাবু ৷ নিজের রাজ্যে ফিরতে পারার সুযোগটা হাতছাড়া করতে চাননি তিনি ৷ দায়িত্ব ছাড়েন ঘোকসাডাঙা স্বাস্থ্যকেন্দ্রের ৷ আর তাঁর থেকে যিনি স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্ব নিয়েছিলেন, তিনি বিপ্লবানন্দ দাস ৷ কলকাতার চিকিৎসক ৷ বাড়ি বাঁশদ্রোণী এলাকায় ৷

এদিকে নিত্যানন্দবাবু দায়িত্ব ছাড়ার পরও বেশ কিছুদিন থেকে যান ঘোকসাডাঙায় ৷ খুব অল্প সময়েই দুই ডাক্তারের মধ্যে ভাল সম্পর্ক গড়ে ওঠে ৷ এলাকায় নিত্যানন্দ পান্ডার যে নামডাক রয়েছে, সেই কথাও লোকমুখে বিপ্লববাবুর কানে পৌঁছায় ৷ বন্ধুত্ব ক্রমে আরও গাঢ় হয় ৷ কিন্তু এর মধ্যেই নিত্যানন্দের বাড়ি ফেরার সময় এসে যায় ৷ কটকের উদ্দেশে রওনা দেন তিনি ৷ তারপর থেকে আর দেখা হয়নি দুই বন্ধুর ৷

তখন মোবাইলও ছিল না ৷ ঠিকানা যা ছিল, তাও হারিয়ে গিয়েছে ৷ তবে বন্ধুর সঙ্গে দেখা করার ইচ্ছা ক্রমে আরও তীব্র থেকে তীব্রতর হয়েছে বিপ্লববাবুর ৷ শুধু জানতেন ওড়িশার কটকে থাকেন তাঁর বন্ধু ৷ ব্যাস, ওইটুকুই ৷ এত বড় শহরে কীভাবে খুঁজে পাবেন নিত্যানন্দ পান্ডাকে ? তিনি এখন কী করছেন, কোথায় থাকছেন, আদৌও এখনও কটকেই রয়েছেন কি না... কিছুই জানা নেই ৷ শুধু আশা ছিল বুকে, বন্ধুর সঙ্গে যোগাযোগ ঠিকই হবে ৷ আর ছিল বন্ধুত্বের টান ৷ সেই টানেই বার বার ছুটে গিয়েছেন ওড়িশায় ৷

এই চার দশকে 8 বার ওড়িশায় গিয়েছেন বিপ্লববাবু ৷ বিভিন্ন চিকিৎসক সংগঠন, সরকারি সংস্থায় খোঁজ করেছেন ৷ হাসপাতালে হাসপাতালে ঘুরে বেরিয়েছেন... কোথাও যদি নিত্যানন্দ পান্ডা নামে কেউ কাজ করেন । কেউ যদি কোনও একটা খোঁজ দিতে পারেন... কিন্তু প্রতিবারই নিরাশ হয়ে বাড়ি ফিরে এসেছেন ৷

ফেসবুকেও খুঁজেছেন নিত্যানন্দবাবুকে ৷ মোট আটজন নিত্যানন্দ পান্ডা নামে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেছেন বিপ্লববাবু ৷ কিন্তু তাঁদের কেউই তাঁর ঘোকসাডাঙা স্বাস্থ্যকেন্দ্রের বন্ধু নিত্যানন্দ নন ৷ আশা প্রায় ছেড়ে দিয়েছিলেন ৷ বয়সটাও হচ্ছে ৷ শরীর ভাঙতে শুরু করে দিয়েছে ৷ এমন একটা সময়ে তাঁকে নতুন করে আশা জাগাতে শুরু করে হ্যাম রেডিও ৷

এক পরিচিতের থেকে দাসবাবু জানতে পারেন হারিয়ে যাওয়া মানুষদের খুঁজে বের করার ক্ষেত্রে হ্যাম রেডিও অপারেটরদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব বিগত কয়েক বছর ধরে কাজ করে আসছে । দাসবাবুর স্ত্রী রেডিও ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাসকে ফোন করেন ৷ জানান, দাসবাবু বর্তমানে খুব অসুস্থ ৷ ওড়িশা নিবাসী তাঁর পুরানো বন্ধুর সঙ্গে দেখা করার জন্য প্রচণ্ড আকুল ।

এরপর ওড়িশার হ্যাম রেডিও অপারেটর দুশমন্তকুমার দাসের সঙ্গে যোগাযোগ করেন অম্বরীশবাবু । মাঝে আর বেশ কয়েকটা দিন এভাবেই অপেক্ষায় কেটে যায় ৷ আবারও আশা ছাড়তে বসেছিলেন বিপ্লববাবু ৷ ঠিক এমনই একটা সময়ে বৃহস্পতিবার রাতে বিপ্লববাবুর মোবাইলের রিংটোন বেজে ওঠে ৷ ফোনের ওপারে কর্মসূত্রে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বন্ধু নিত্যানন্দ ৷ দীর্ঘক্ষণ দুই চিকিৎসকের কথা হয় ।

এদিকে ওড়িশার চিকিৎসক নিত্যানন্দবাবুও জানিয়েছেন, তিনিও কয়েকবার কলকাতায় এসেছিলেন ৷ তাঁর পুরানো বন্ধুর খোঁজ করেছিলেন ৷ কিন্তু কোনও সন্ধান পাননি । এতবছর পর কথা বলতে পেরে আপ্লুত দুই প্রৌঢ় চিকিৎসক । কৃতজ্ঞতা জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবকে ।

Last Updated : Jun 27, 2021, 6:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.