ETV Bharat / state

KMC: গড়িয়াহাটে হকার স্টলে হবে বিজ্ঞাপনী বোর্ড, আয় বাড়াতে পরিকল্পনা কর্পোরেশনের - আয় বাড়াতে পরিকল্পনা কলকাতা পৌরনিগমের

গড়িয়াহাটে হকার স্টলে করা হবে বিজ্ঞাপনী বোর্ড ৷ আয় বাড়াতে পরিকল্পনা কলকাতা পৌরনিগমের ৷ আপাতত গড়িয়াহাটে এই লোগার কাঠামো লাগানো হলেও, শীঘ্রই হাতিবাগানেও লাগানো হবে এই স্টল ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 17, 2023, 10:56 PM IST

কলকাতা, 17 এপ্রিল: হকার আইন অনুযায়ী টাউন ভেন্ডিং কমিটির সুপারিশে গড়িয়াহাটে হকারদের নতুন লোহার কাঠামো হয়েছে । সেই লোহার কাঠামোর স্টলের পিছনের অংশ ব্যবহার হবে বিজ্ঞাপনী বোর্ড হিসেবে । এমনই পরিকল্পনা করেছে কলকাতা পৌরনিগমের ৷ প্রাথমিকভাবে গড়িয়া হাট হকার স্টল গুলোর পিছনে লাগানো হয়েছে বিজ্ঞাপন ৷ এরপর হাতিবাগান-সহ অন্যান্য জায়গাতে বাস্তবায়ন করা হবে । আগামিদিনে গড়িয়াহাটের সব স্টলের পিছনের অংশে বিজ্ঞাপনীবোর্ড হিসেবে ব্যবহৃত হবে এই কাঠামোগুলি । শুধু তাই নয় কলকাতার সব হকার কর্ণার গুলোতে এই নিয়ম মানা হবে বলেই খবর পৌরনিগম সূত্রে ।

হকার আইন অনুসারে রাস্তার দিকে মুখ করে হকারি নিষিদ্ধ । তাই সেই কাজ যাতে কোনও হকার না করেন সেটা যেমন এই সিদ্ধান্তের মধ্য দিয়ে নিশ্চিত হবে তেমনই কর্পোরেশনের কোষাগারে অর্থ উপার্জন বাড়বে বলেই মনে করছেন আধিকারিকদের একাংশ । বছরের শুরুতেই খুলে ফেলা হয়েছিল এলাকা জুড়ে থাকা প্ল্যাস্টিকের ছাউনি । উঠিয়ে দেওয়া হয়েছিল বেআইনি ডালা । সেই সময় কর্পোরেশনের তরফে পরিকল্পনা করা হয়েছিল লোহার তৈরি স্টলের রাস্তার দিক বিজ্ঞাপনী বোর্ড করা হবে ৷ সেখানে বিজ্ঞাপন দিয়ে আয় করবে পৌরনিগম ৷ এই বিষয়টি নিয়ে স্থানীয় বিভিন্ন হকার সংগঠনের নেতৃত্বের সঙ্গে আলোচনায় হয়েছে কয়েক দফায় । সেই মত বর্তমানে কয়েকটি স্টলের গায়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছে ।

স্টলগুলি লম্বায় 24 ফুট ও চওড়া 5 ফুট জায়গায় ৷ সেখানে এক একটি বিজ্ঞাপনী বোর্ড বসবে । কর্তৃপক্ষের চূড়ান্ত অনুমতি পেলে সর্বত্র এমন হবে । সম্প্রতি গোটা বিষয়টি সরেজমিনে ঘুরে দেখেন রাসবিহারী কেন্দ্রের বিধায়ক ও কলকাতা কর্পোরেশনের বিজ্ঞাপন ও হকার পুনর্বাসন সংক্রান্ত বিভাগের মেয়র পরিষদ সদস্য দেবাশিস কুমার । তিনি জানান, কলকাতার হকার জোনগুলির বেশ কিছু জায়গায় বিজ্ঞাপন দেওয়া হবে এমন ধরনের । কিছু বিষয় একটু বদল করতে হবে সেটা বিজ্ঞাপন দফতর ও টাউন ভেন্ডিং কমিটিকে বলা হয়েছে । সবার আগে মাথায় রাখতে হবে আগুন লাগলে যাতে দমকলের কোনও সমস্যা না হয় । পাইপ প্রবেশের ব্যবস্থা করতে হবে ৷

আরও পড়ুন: 'আপনার মতো অহংকারীকে ধ্বংস করার জন্য হাজারবার গুণ্ডামি করব', মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর

তবে হকারদের একাংশ প্রশ্ন তুলেছে তাদের টাকায় তৈরি স্টলের কাঠামো পৌরসভা ব্যবহার করে অর্থ উপার্জন করবে আর তারা পাবেন না ?
এই প্রশ্নের উত্তরে কলকাতা কর্পোরেশনের এক আধিকারিক বলেন, "এখনো এই বিষয় আলোচনা বাকি আছে । সব কীভাবে হবে কথা হয়েছে । আশা করা যায় এই সংক্রান্ত বিষয়ে হকারদের সঙ্গে পৌরসভার কোনও চুক্তি হবে, যেখানে হকাররা মাসিক কোনও টাকা পেতে পারেন। তবে সেই বিষয় চূড়ান্ত না হলেও কিছু বলা যাচ্ছে না।

কলকাতা, 17 এপ্রিল: হকার আইন অনুযায়ী টাউন ভেন্ডিং কমিটির সুপারিশে গড়িয়াহাটে হকারদের নতুন লোহার কাঠামো হয়েছে । সেই লোহার কাঠামোর স্টলের পিছনের অংশ ব্যবহার হবে বিজ্ঞাপনী বোর্ড হিসেবে । এমনই পরিকল্পনা করেছে কলকাতা পৌরনিগমের ৷ প্রাথমিকভাবে গড়িয়া হাট হকার স্টল গুলোর পিছনে লাগানো হয়েছে বিজ্ঞাপন ৷ এরপর হাতিবাগান-সহ অন্যান্য জায়গাতে বাস্তবায়ন করা হবে । আগামিদিনে গড়িয়াহাটের সব স্টলের পিছনের অংশে বিজ্ঞাপনীবোর্ড হিসেবে ব্যবহৃত হবে এই কাঠামোগুলি । শুধু তাই নয় কলকাতার সব হকার কর্ণার গুলোতে এই নিয়ম মানা হবে বলেই খবর পৌরনিগম সূত্রে ।

হকার আইন অনুসারে রাস্তার দিকে মুখ করে হকারি নিষিদ্ধ । তাই সেই কাজ যাতে কোনও হকার না করেন সেটা যেমন এই সিদ্ধান্তের মধ্য দিয়ে নিশ্চিত হবে তেমনই কর্পোরেশনের কোষাগারে অর্থ উপার্জন বাড়বে বলেই মনে করছেন আধিকারিকদের একাংশ । বছরের শুরুতেই খুলে ফেলা হয়েছিল এলাকা জুড়ে থাকা প্ল্যাস্টিকের ছাউনি । উঠিয়ে দেওয়া হয়েছিল বেআইনি ডালা । সেই সময় কর্পোরেশনের তরফে পরিকল্পনা করা হয়েছিল লোহার তৈরি স্টলের রাস্তার দিক বিজ্ঞাপনী বোর্ড করা হবে ৷ সেখানে বিজ্ঞাপন দিয়ে আয় করবে পৌরনিগম ৷ এই বিষয়টি নিয়ে স্থানীয় বিভিন্ন হকার সংগঠনের নেতৃত্বের সঙ্গে আলোচনায় হয়েছে কয়েক দফায় । সেই মত বর্তমানে কয়েকটি স্টলের গায়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছে ।

স্টলগুলি লম্বায় 24 ফুট ও চওড়া 5 ফুট জায়গায় ৷ সেখানে এক একটি বিজ্ঞাপনী বোর্ড বসবে । কর্তৃপক্ষের চূড়ান্ত অনুমতি পেলে সর্বত্র এমন হবে । সম্প্রতি গোটা বিষয়টি সরেজমিনে ঘুরে দেখেন রাসবিহারী কেন্দ্রের বিধায়ক ও কলকাতা কর্পোরেশনের বিজ্ঞাপন ও হকার পুনর্বাসন সংক্রান্ত বিভাগের মেয়র পরিষদ সদস্য দেবাশিস কুমার । তিনি জানান, কলকাতার হকার জোনগুলির বেশ কিছু জায়গায় বিজ্ঞাপন দেওয়া হবে এমন ধরনের । কিছু বিষয় একটু বদল করতে হবে সেটা বিজ্ঞাপন দফতর ও টাউন ভেন্ডিং কমিটিকে বলা হয়েছে । সবার আগে মাথায় রাখতে হবে আগুন লাগলে যাতে দমকলের কোনও সমস্যা না হয় । পাইপ প্রবেশের ব্যবস্থা করতে হবে ৷

আরও পড়ুন: 'আপনার মতো অহংকারীকে ধ্বংস করার জন্য হাজারবার গুণ্ডামি করব', মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর

তবে হকারদের একাংশ প্রশ্ন তুলেছে তাদের টাকায় তৈরি স্টলের কাঠামো পৌরসভা ব্যবহার করে অর্থ উপার্জন করবে আর তারা পাবেন না ?
এই প্রশ্নের উত্তরে কলকাতা কর্পোরেশনের এক আধিকারিক বলেন, "এখনো এই বিষয় আলোচনা বাকি আছে । সব কীভাবে হবে কথা হয়েছে । আশা করা যায় এই সংক্রান্ত বিষয়ে হকারদের সঙ্গে পৌরসভার কোনও চুক্তি হবে, যেখানে হকাররা মাসিক কোনও টাকা পেতে পারেন। তবে সেই বিষয় চূড়ান্ত না হলেও কিছু বলা যাচ্ছে না।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.