কলকাতা, 23 নভেম্বর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারাণসীর কায়দায় কলকাতাতেও গঙ্গা আরতি করার ইচ্ছা প্রকাশ করেন ৷ কোথায় হবে সেই কর্মকাণ্ড? জায়গা খুঁজে গোটা বিষয়টা বাস্তবায়নের ভার দেন কলকাতা পৌরনিগমের উপর। মুখ্যমন্ত্রীর ইচ্ছা প্রকাশের 24 ঘণ্টা কাটতে-না-কাটতেই গঙ্গা আরতির জন্য জায়গার খোঁজ শুরু হল (kolkata Municipal Corporation started to find the place for ganga arati)৷
এদিন দক্ষিণ কলকাতার বাজে কদম তলা ঘাটে উপস্থিত ছিলেন কলকাতা পৌরনিগমের দুই মেয়র পরিষদ সদস্য। জায়গা পরিদর্শনে ছিলেন কলকাতা কর্পরেশনের নিকাশি বিভাগের মেয়র পরিষদ সদস্য তারক সিং, মেয়র পরিষদ উদ্যান এবং গঙ্গার ঘাটের দায়িত্বপ্রাপ্ত মেয়র পরিষদ সদস্য দেবাশিস কুমার ও বিভাগীয় আধিকারিকরা। ইতিমধ্যেই কলকাতার উত্তরে মায়ের ঘাটের আগে বাগবাজার বিছালি ঘাটে বহুদিন ধরেই সন্ধ্যায় আরতি হয় কাশি বিশ্বনাথ ঘাটের আদলে। তবে এই আরতি নির্দিষ্ট ধর্মের মানুষই করে থাকেন ৷
আরও পড়ুন: মকর সংক্রান্তির সন্ধ্যায় গঙ্গাসাগরে আরতি
কলকাতা পৌরনিগম সূত্রে খবর, গঙ্গার ধরের চারটি জায়গা দেখা হতে পারে। একটি উত্তর কলকাতা, একটি বড়বাজার লাগোয়া বাকি দু‘টি দক্ষিণ কলকাতায়। যার মধ্যে একটি বাজে কদমতলা ঘাট অন্যতম। দক্ষিণ কলকাতার দিকেই বেশি সম্ভবনা এই আরতি স্থান নির্ধারণ করা। তবে কলকাতা কর্পোরেশন তরফে মুখ্যমন্ত্রীর কাছে একাধিক ঘাটের কথা উল্লেখ করা হবে। তাঁর যে ঘাট পছন্দ সেই অনুসারেই কলকাতা কর্পোরেশন পরিকাঠামো তৈরি করবে গঙ্গা আরতির জন্য। এই বিষয় বন্দরকেও চিঠি দিয়ে জানানো হবে।
আরও পড়ুন: যোগীরাজ্যের মতোই কলকাতায় গঙ্গারতি দেখতে চান মমতা
এক আধিকারিকের কথায়, যেখানে আরতি হবে সেই ঘাট যথেষ্ট লম্বা ও চওড়া হতে হবে। সেখানে পর্যাপ্ত আলো লাগানোর ব্যবস্থা করতে হবে। পাশাপাশি দর্শকরা যেখানে দাঁড়িয়ে দেখবেন সেই জায়গা করা। নৌকায় বসেও যাতে দেখা যায় সুরক্ষিত ভাবে সেটাও পরিকল্পনা করতে হবে।