ETV Bharat / state

Firhad Hakim: কলকাতায় হুক্কাবারে লাগাম পরল কতটা ! শীঘ্রই নজরদারি অভিযান

কয়েকদিন আগেই শহরের হুক্কাবার নিষিদ্ধ করেছিলেন কলকাতার মেযর ফিরহাদ হাকিম ৷ সেই নির্দেশ সঠিকভাবে পালন হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে হঠাৎ অভিযান কলকাতা পৌরসভার (kolkata Municipality Corporation) ৷ অভিযান হবে 80টি এলাকায় ৷

Firhad Hakim
হুক্কাবার বন্ধ হল কি না নজরদারি অভিযান
author img

By

Published : Jan 2, 2023, 10:57 PM IST

কলকাতা, 2 জানুয়ারি: মহানগরে ব্যাঙের ছাতার মত গজিয়ে ওঠা হুক্কাবার নিষিদ্ধ করেছিলেন মেয়র ফিরহাদ হাকিম (Hookah Bars) । তারপর শহরের ছবিটা ঠিক কেমন ? নির্দেশ মেনে বন্ধ হয়েছে নাকি, আড়ালে আবডালে চলছে হুক্কাবার ৷ তা খতিয়ে দেখতে শহরজুড়ে অভিযান শুরু করছে কলকাতা কর্পোরেশন । অভিযান চালানো হবে কলকাতার 80টি জায়গায় ৷ কর্পোরেশন সূত্রে এমনটাই জানানো হয়েছে (kolkata Municipality Corporation) ।

কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, যে সমস্ত জায়গায় আগে রমরমিয়ে এই হুক্কাবার চলত সেখানে নজরদারি করা হবে । নজরদারির আওতায় থাকছে সেই সমস্ত দোকান যেখানে হুক্কা সেবনের জিনিস পাওয়া যায় । বেশ কিছু রেস্তোরাঁ এবং পানশালায়ও । এমন জায়গাগুলিতে আচমকা অভিযান চালাবে কর্পোরেশনের লাইসেন্স বিভাগের আধিকারিকরা ৷

প্রসঙ্গত, হুক্কায় ব্যাবহার করা হচ্ছে বেশ কিছু কেমিক্যাল । যা সেবন শরীরের পক্ষে ক্ষতিকর ৷ এই অভিযোগ পাওয়ার পরেই মেয়র নড়েচড়ে বসেন । খোঁজ নেন লাইসেন্স বিভাগের তরফে খোঁজ খবর নেওয়া শুরু হয় । জানা গিয়েছে, হুক্কাবার চালানোর লাইসেন্স আলাদা ভাবে দেওয়া হয় না কলকাতা কর্পোরেশনের তরফে । পানশালার লাইসেন্সের সঙ্গেই একটি অপশন থাকে ধূমপানের বিষয়টি । সেই সূত্র ব্যাবহার করেই বেপরোয়া ভাবে হুক্কাবার চালছিল শহরে । এবার অনেকে দোকানেই খুলেছিল হুক্কাবার । তা শোনার পরেই মেয়র উদ্যোগ নেন হুক্কাবার বন্ধ করতে ৷ কলকাতা পুলিশের নগরপালকে আবেদন জানিয়ে চিঠি দেন । পুলিশ যাতে এর ব্যাবস্থা নেয় ।

মেয়র ফিরহাদ হাকিম জানান, যুবসমাজ ভুল পথে চালিত হলে তার দায় আমরা ঝেড়ে ফেলতে পারি না । আমরা জনপ্রতিনিধি আমাদের ভূমিকা থাকে । তবে কলকাতা কর্পোরেশনে এগুলো বন্ধ করে দেওয়ার আইন নেই । এগুলো পুলিশ করবে । সেই ঘোষণার মাস খানেক কেটেছে । কতটা লাগাম পড়ল হুককাবারে সেটাই খতিয়ে দেখতে এবার আসরে মেয়র । যেকোনও দিন যেকোনও সময় এই অভিযান হতে পারে ৷

আরও পড়ুন: কলকাতায় বন্ধ হচ্ছে সমস্ত হুক্কাবার, নির্দেশ ফিরহাদের

এই প্রসঙ্গেই কলকাতা কর্পোরেশনের এক আধিকারিক বলেন, "হুক্কা বা তার সামগ্রী বিক্রি করাতে কোনও বাধা নেই । কিন্তু সেই সমস্ত দোকানে হুক্কা সেবন হচ্ছে কি না, তা দেখা হবে । কোনও বার, ক্যাফে কিংবা রেস্তোরাঁয় সরকারি নির্দেশিতার পরেও যদি হুক্কা সেবন বন্ধ না হয় তাহলে লাইসেন্স বাতিল করা হবে ।" ওই আধিকারিক আরও জানান, পানশালা ও রেঁস্তোরা খুললে আবেদনপত্রে তামাকের জায়গায় হুক্কা খাওয়া হবে কি না, আবেদনকারী উল্লেখ করেন । এবার থেকে আবেদনপত্রের সেই জায়গার উল্লেখ রাখা হবে না ।

কলকাতা, 2 জানুয়ারি: মহানগরে ব্যাঙের ছাতার মত গজিয়ে ওঠা হুক্কাবার নিষিদ্ধ করেছিলেন মেয়র ফিরহাদ হাকিম (Hookah Bars) । তারপর শহরের ছবিটা ঠিক কেমন ? নির্দেশ মেনে বন্ধ হয়েছে নাকি, আড়ালে আবডালে চলছে হুক্কাবার ৷ তা খতিয়ে দেখতে শহরজুড়ে অভিযান শুরু করছে কলকাতা কর্পোরেশন । অভিযান চালানো হবে কলকাতার 80টি জায়গায় ৷ কর্পোরেশন সূত্রে এমনটাই জানানো হয়েছে (kolkata Municipality Corporation) ।

কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, যে সমস্ত জায়গায় আগে রমরমিয়ে এই হুক্কাবার চলত সেখানে নজরদারি করা হবে । নজরদারির আওতায় থাকছে সেই সমস্ত দোকান যেখানে হুক্কা সেবনের জিনিস পাওয়া যায় । বেশ কিছু রেস্তোরাঁ এবং পানশালায়ও । এমন জায়গাগুলিতে আচমকা অভিযান চালাবে কর্পোরেশনের লাইসেন্স বিভাগের আধিকারিকরা ৷

প্রসঙ্গত, হুক্কায় ব্যাবহার করা হচ্ছে বেশ কিছু কেমিক্যাল । যা সেবন শরীরের পক্ষে ক্ষতিকর ৷ এই অভিযোগ পাওয়ার পরেই মেয়র নড়েচড়ে বসেন । খোঁজ নেন লাইসেন্স বিভাগের তরফে খোঁজ খবর নেওয়া শুরু হয় । জানা গিয়েছে, হুক্কাবার চালানোর লাইসেন্স আলাদা ভাবে দেওয়া হয় না কলকাতা কর্পোরেশনের তরফে । পানশালার লাইসেন্সের সঙ্গেই একটি অপশন থাকে ধূমপানের বিষয়টি । সেই সূত্র ব্যাবহার করেই বেপরোয়া ভাবে হুক্কাবার চালছিল শহরে । এবার অনেকে দোকানেই খুলেছিল হুক্কাবার । তা শোনার পরেই মেয়র উদ্যোগ নেন হুক্কাবার বন্ধ করতে ৷ কলকাতা পুলিশের নগরপালকে আবেদন জানিয়ে চিঠি দেন । পুলিশ যাতে এর ব্যাবস্থা নেয় ।

মেয়র ফিরহাদ হাকিম জানান, যুবসমাজ ভুল পথে চালিত হলে তার দায় আমরা ঝেড়ে ফেলতে পারি না । আমরা জনপ্রতিনিধি আমাদের ভূমিকা থাকে । তবে কলকাতা কর্পোরেশনে এগুলো বন্ধ করে দেওয়ার আইন নেই । এগুলো পুলিশ করবে । সেই ঘোষণার মাস খানেক কেটেছে । কতটা লাগাম পড়ল হুককাবারে সেটাই খতিয়ে দেখতে এবার আসরে মেয়র । যেকোনও দিন যেকোনও সময় এই অভিযান হতে পারে ৷

আরও পড়ুন: কলকাতায় বন্ধ হচ্ছে সমস্ত হুক্কাবার, নির্দেশ ফিরহাদের

এই প্রসঙ্গেই কলকাতা কর্পোরেশনের এক আধিকারিক বলেন, "হুক্কা বা তার সামগ্রী বিক্রি করাতে কোনও বাধা নেই । কিন্তু সেই সমস্ত দোকানে হুক্কা সেবন হচ্ছে কি না, তা দেখা হবে । কোনও বার, ক্যাফে কিংবা রেস্তোরাঁয় সরকারি নির্দেশিতার পরেও যদি হুক্কা সেবন বন্ধ না হয় তাহলে লাইসেন্স বাতিল করা হবে ।" ওই আধিকারিক আরও জানান, পানশালা ও রেঁস্তোরা খুললে আবেদনপত্রে তামাকের জায়গায় হুক্কা খাওয়া হবে কি না, আবেদনকারী উল্লেখ করেন । এবার থেকে আবেদনপত্রের সেই জায়গার উল্লেখ রাখা হবে না ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.