কলকাতা, 18 জানুয়ারি : গত 24 ঘণ্টায় রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা নামল 400-র নীচে ৷ কোরোনায় আক্রান্ত হয়েছে 389 জন ৷ মৃত্যু হয়েছে 10 জনের ৷ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 569 জন ৷ উল্লেখ্য, গত 24 ঘণ্টায় রাজ্যে মোট 18 হাজার 875 জনের নমুনা পরীক্ষা করা হয় ৷
রাজ্যে এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্ত হয়েছে 5 লাখ 65 হাজার 661 জন ৷ যার মধ্যে সক্রিয় কোরোনা আক্রান্তের সংখ্যা 6 হাজার 893 ৷ মৃত্যু হয়েছে 10 হাজার 63 জনের ৷ সুস্থ হয়ে উঠেছে 5 লাখ 48 হাজার 705 জন ৷ সুস্থতার হার 97 শতাংশ ৷
আরও পড়ুন : একুশের নির্বাচন মমতা বনাম শুভেন্দু ?
শেষ 24 ঘণ্টায় কলকাতায় কোরোনায় আক্রান্ত হয়েছে 90 জন ৷ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে 150 জন । মৃত্যু হয়েছে একজনের ৷ এখনও পর্যন্ত কলকাতায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 1 লাখ 26 হাজার 812 ৷ সুস্থ হয়ে উঠেছে 1 লাখ 22 হাজার 416 জন ৷ মৃত্যু হয়েছে 3 হাজার 45 জনের ৷ এদিকে উত্তর 24 পরগনায় গত 24 ঘণ্টায় নতুন করে কোরোনা আক্রান্ত হয়েছে 128 জন ৷ মৃত্যু হয়েছে 5 জনের ৷ এখনও পর্যন্ত জেলায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 1 লাখ 20 হাজার 520 ৷ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে 1 লাখ 16 হাজার 249 জন ৷ মৃত্যু হয়েছে 2 হাজার 441 জনের ৷