ETV Bharat / state

কলকাতায় কনটেনমেন্ট জ়োন বেড়ে 312 - কোরোনা ভাইরাস

কলকাতায় এখনও পর্যন্ত কোরোনা আক্রান্ত 659জন । সুস্থ হয়েছেন 109 জন । মৃত্যু হয়েছে 87 জনের । শহরে বেড়েছে কনটেনমেন্ট জ়োন । কনটেনমেন্ট জ়োনের সংখ‍্যা এখন 312 ।

kolkata
kolkata
author img

By

Published : May 5, 2020, 11:03 AM IST

কলকাতা, 5 মে : রাজ্যে প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা । রেড জ়োনগুলির তালিকায় রয়েছে কলকাতা । সেখানে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি । স্বাস্থ্য দপ্তর প্রকাশিত তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত কলকাতায় সক্রিয় কোরোনা রোগীর সংখ্যা 463 । নতুন করে 24 জন সংক্রমিত হয়েছেন । তার জেরে শহরে বেড়েছে কনটেনমেন্ট জ়োন । এই সংখ‍্যাটা এখন 312 । যা রাজ্যের মধ্যে সর্বাধিক ।

এর আগেও কনটেনমেন্ট জ়োনের তালিকায় শীর্ষে ছিল কলকাতা । তখন সংখ্যাটা ছিল 227 । কলকাতার কনটেনমেন্ট জ়োনের তালিকায় শীর্ষস্থানে ছিল নয় নম্বর ওয়ার্ডের অভয়মিত্র রোড, তিন নম্বর ওয়ার্ডের জেকে ঘোষ রোড-লাল ময়দান-অনাথ দেব লেন, চার নম্বর ওয়ার্ডের রাজা মণীন্দ্র রোড-বেলগাছিয়া এলাকা । এছাড়াও পাঁচ নম্বর ওয়ার্ডের বেলগাছিয়া রোড-ইন্দ্র বিশ্বাস রোড-ক্ষুদিরাম বোস সরনি, এক নম্বর ওয়ার্ডের 32/9 বিটি রোড- চিড়িয়া মোড়ের কেসি রোড কনটেনমেন্ট জ়োনে ছিল । পাশাপাশি খগেন চ্যাটার্জি রোড, কাশীপুর রোডের পুরো বস্তি, ছয় নম্বর ওয়ার্ডের করিম বক্স রোড-23/1 ও 23/3 কাশীপুর রোড- শেঠ পুকুর রোড, সাত নম্বর ওয়ার্ডের সচিব মিত্র লেন থেকে শুরু করে ঘোষপাড়া, বাগবাজার স্ট্রিটও এই তালিকায় ছিল । এইভাবেই উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম কলকাতার বিভিন্ন এলাকা চিহ্নিত করা হয়েছিল ।

kolkata
kolkata


কিন্তু গতকাল রাজ্য সরকারের তরফে নতুন তালিকা প্রকাশ করা হয় । প্রায় 100টি নতুন এলাকা কনটেনমেন্ট জ়োনের তালিকায় যোগ হয়েছে । সংখ্যাটা এখন 312 । অর্থাৎ এই জ়োনগুলিতে সরকারি তরফে ঘোষিত ছাড় মিলবে না । রাজ্য প্রকাশিত তথ্য অনুযায়ী, কলকাতায় এখনও পর্যন্ত কোরোনা আক্রান্ত 659 জন । সুস্থ হয়েছেন 109 জন । মৃত্যু হয়েছে 87 জনের । এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা 463 ।

কলকাতা, 5 মে : রাজ্যে প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা । রেড জ়োনগুলির তালিকায় রয়েছে কলকাতা । সেখানে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি । স্বাস্থ্য দপ্তর প্রকাশিত তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত কলকাতায় সক্রিয় কোরোনা রোগীর সংখ্যা 463 । নতুন করে 24 জন সংক্রমিত হয়েছেন । তার জেরে শহরে বেড়েছে কনটেনমেন্ট জ়োন । এই সংখ‍্যাটা এখন 312 । যা রাজ্যের মধ্যে সর্বাধিক ।

এর আগেও কনটেনমেন্ট জ়োনের তালিকায় শীর্ষে ছিল কলকাতা । তখন সংখ্যাটা ছিল 227 । কলকাতার কনটেনমেন্ট জ়োনের তালিকায় শীর্ষস্থানে ছিল নয় নম্বর ওয়ার্ডের অভয়মিত্র রোড, তিন নম্বর ওয়ার্ডের জেকে ঘোষ রোড-লাল ময়দান-অনাথ দেব লেন, চার নম্বর ওয়ার্ডের রাজা মণীন্দ্র রোড-বেলগাছিয়া এলাকা । এছাড়াও পাঁচ নম্বর ওয়ার্ডের বেলগাছিয়া রোড-ইন্দ্র বিশ্বাস রোড-ক্ষুদিরাম বোস সরনি, এক নম্বর ওয়ার্ডের 32/9 বিটি রোড- চিড়িয়া মোড়ের কেসি রোড কনটেনমেন্ট জ়োনে ছিল । পাশাপাশি খগেন চ্যাটার্জি রোড, কাশীপুর রোডের পুরো বস্তি, ছয় নম্বর ওয়ার্ডের করিম বক্স রোড-23/1 ও 23/3 কাশীপুর রোড- শেঠ পুকুর রোড, সাত নম্বর ওয়ার্ডের সচিব মিত্র লেন থেকে শুরু করে ঘোষপাড়া, বাগবাজার স্ট্রিটও এই তালিকায় ছিল । এইভাবেই উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম কলকাতার বিভিন্ন এলাকা চিহ্নিত করা হয়েছিল ।

kolkata
kolkata


কিন্তু গতকাল রাজ্য সরকারের তরফে নতুন তালিকা প্রকাশ করা হয় । প্রায় 100টি নতুন এলাকা কনটেনমেন্ট জ়োনের তালিকায় যোগ হয়েছে । সংখ্যাটা এখন 312 । অর্থাৎ এই জ়োনগুলিতে সরকারি তরফে ঘোষিত ছাড় মিলবে না । রাজ্য প্রকাশিত তথ্য অনুযায়ী, কলকাতায় এখনও পর্যন্ত কোরোনা আক্রান্ত 659 জন । সুস্থ হয়েছেন 109 জন । মৃত্যু হয়েছে 87 জনের । এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা 463 ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.