কলকাতা, 21 জুলাই : এবার স্যানিটাইজ়েশনের জন্য বন্ধ থাকবে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (KMRCL) ৷ আজ ও বৃহস্পতিবার স্যানিটাইজ়েশনের কাজ চলবে মেট্রোর সদর দপ্তরে ৷ ইস্ট-ওয়েস্ট মেট্রোর একাধিক কর্মীর শরীরে কোরোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয় কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের তরফে ৷
বউবাজারের সুড়ঙ্গ খননের কাজে মেট্রোর যে কর্মী ও সুপারভাইজ়াররা যুক্ত ছিলেন তাঁদের মধ্যে 14 জনের শরীরে কোরোনা সংক্রমণ ধরা পড়ে ৷ যার জেরে বন্ধ হয়ে যায় বউবাজারের মেট্রো সুড়ঙ্গের কাজ। স্যানিটাইজ় করা হয় সুড়ঙ্গ । এরপরই KMRCL-র মুন্সী প্রেমচাঁদ সরণির দপ্তরটি আজ ও বৃহস্পতিবার বন্ধ রেখে স্যানিটাইজ় করার সিদ্ধান্ত নেন মেট্রো কর্তৃপক্ষ ৷
নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক জানান, " আজ ও বৃহস্পতিবার বন্ধ থাকবে দপ্তর । স্যানিটাইজ় করা হবে সম্পূর্ণ অফিস চত্বর ।" এমনিতেই কোরোনার সংক্রমণ রুখতে মানতে হচ্ছে সামাজিক দূরত্ব ৷ যার জেরে অনেক কম সংখ্যক কর্মী নিয়ে কাজ হচ্ছে বিভিন্ন দপ্তরে ।